Advertisement

Ronaldinho in Kolkata: শ্রীভূমি-আহিরিটোলা থেকে রিষড়া, একাধিক পুজো উদ্বোধনে রোনাল্ডিনহো

Durga Puja 2023: দুর্গাপুজোয় রোনাল্ডিনহো যে কলকাতায় আসছে, সে জল্পনা আগেই ছিল। এবার খোদ রোনাল্ডিনহোই নিশ্চিত করলেন খবরটি। শ্রীভূমিতে প্রধান অতিথি হিসেবে থাকবেন রোনাল্ডিনহো। 

কলকাতায় আসছেন রোনাল্ডিনহোকলকাতায় আসছেন রোনাল্ডিনহো
Aajtak Bangla
  • কলকাতা,
  • 03 Oct 2023,
  • अपडेटेड 5:07 PM IST

দুর্গাপুজোয় কলকাতায় আসছেন ব্রাজিলের প্রাক্তন ফুটবল তারকা রোনাল্ডিনহো। ব্রাজিলের বিশ্বকাপজয়ী এই ফুটবলার একাধিক পুজোর উদ্বোধন করবেন। ১৬ ও ১৭ অক্টোবর কলকাতাতেই থাকবেন রোনাল্ডিনহো। উদ্বোধন করবেন শ্রীভূমির পুজোও।

ইতিমধ্যেই নিজের ফেসবুকে পেজে কলকাতা সফরের বিষয়ে দীর্ঘ পোস্ট করেছেন ব্রাজিলের তারকা ফুটবলার। পোস্টে লিখছেন, 'হ্যালো সবাই, আমি এই মধ্য অক্টোবর কোলকাতায় আমার প্রথম ট্রিপ করব এবং আমার R10 ফুটবল অ্যাকাডেমি পরিদর্শন সহ অনেক দাতব্য কার্যক্রমে অংশগ্রহণ করব যেখানে আমি মার্লিন রাইজে বাচ্চাদের সঙ্গে দেখা করব। শ্রীভূমি স্পোটিং, আহিরিটোলা যুবক বৃন্দ, বারুইপুর, গ্রিন পার্ক ও রিষড়া পরিদর্শন করে অনেক সাংস্কৃতিক দিকও দেখব এবং দুর্গাপুজোর উৎসবে অংশ নেব। আরও বেশি, আমিও একটি চ্যারিটি ফুটবল ম্যাচে অংশ নেব এবং ডায়মন্ড হারবার এফসি গ্রাউন্ডের সাথে গ্রেস করব। আমি স্পন্সর এবং অনেক সংবর্ধনা অনুষ্ঠানের সাথে আলাপ করবো এবং সুন্দর খেলা প্রচার করবো। আমি জানি কলকাতায় বিশাল ব্রাজিল ভক্ত আছে এবং আমি তাঁদের সঙ্গে দেখা করার সুযোগ পেয়ে উত্তেজিত।
পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীকে দেখা করে জার্সি উপহার দিতে পারা অনেক সম্মানের। আমি জানি ক্রিকেট খুব জনপ্রিয় আর এবার আমি বাংলার কাছে ক্রিকেট শিখতে চাই "দাদা"।'


দুর্গাপুজোয় রোনাল্ডিনহো যে কলকাতায় আসছে, সে জল্পনা আগেই ছিল। এবার খোদ রোনাল্ডিনহোই নিশ্চিত করলেন খবরটি। শ্রীভূমিতে প্রধান অতিথি হিসেবে থাকবেন রোনাল্ডিনহো। 

একাধিক আন্তর্জাতিক ফুটবলার অতীতে কলকাতায় এসেছেন। এসেছেন প্রয়াত ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে। একাধিকবার এসেছেন দিয়েগো মারাদোনা। কাতার বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার অধিনায়ক  লিওনেল মেসিও কলকাতায় এসেছেন। এসেছেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ। এবার আসছেন ব্রাজিলিয়ান সুপারস্টার রোনাল্ডিনহো।

Read more!
Advertisement
Advertisement