Advertisement

Brooklyn Beckham: মা ভিক্টোরিয়ার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ ছেলে ব্রুকলির; বেকহ্যামের পরিবারে ভাঙন

পরিবারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন ভিক্টোরিয়া বেকহ্যামের বড় ছেলে ব্রুকলিন। পরিবারের সঙ্গে তাঁর সম্পর্ক কেন খারাপ সে কথাও জানিয়েছেন ব্রুকলিন। সোশ্যাল মিডিয়ায় একাধিক পোস্ট করে এ ব্যাপারে বিস্তারিত জানালেন ব্রুকলিন। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় হইচই পড়ে গিয়েছে। পাশাপাশি মানসিকভাবেও তিনি যে ভেঙে পড়েছেন তাও জানিয়েছেন বেকহ্যাম পুত্র।

Aajtak Bangla
  • লন্ডন,
  • 20 Jan 2026,
  • अपडेटेड 6:09 PM IST

পরিবারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন ভিক্টোরিয়া বেকহ্যামের বড় ছেলে ব্রুকলিন। পরিবারের সঙ্গে তাঁর সম্পর্ক কেন খারাপ সে কথাও জানিয়েছেন ব্রুকলিন। সোশ্যাল মিডিয়ায় একাধিক পোস্ট করে এ ব্যাপারে বিস্তারিত জানালেন ব্রুকলিন। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় হইচই পড়ে গিয়েছে। পাশাপাশি মানসিকভাবেও তিনি যে ভেঙে পড়েছেন তাও জানিয়েছেন বেকহ্যাম পুত্র।

ব্রুকলিনের অভিযোগ, পারিবারিক সম্পর্কের থেকে সামাজিক ভাবমূর্তি আর মিডিয়ার আলোকে বেশি গুরুত্ব দেয় তাঁর পরিবার। আর সেখানেই মূল সমস্যা। তিনি বলেন, 'সারা জীবন আমাদের পরিবার নিয়ে মিডিয়া ভুল তথ্য ছড়িয়েছে। সোশ্যাল মিডিয়া পোস্ট, পারিবারিক অনুষ্ঠান আর লোক দেখানো সম্পর্ককেই বেশি গুরুত্ব দেওয়া হয়েছে।' ইনস্টাগ্রাম স্টোরিতে নিজের বর্তমান জীবন, বিয়ে এবং মানসিক শান্তির কথাও তুলে ধরেছেন তিষ্ট

তাঁর বিয়ের ঘটনা উল্ল্যেখ করে ব্রুকলিন জানান, ২০২২ সালে পাম বিচে মার্কিন অভিনেত্রী নিকোলা পেলটজের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ব্রুকলিন। সেই বিয়েকে কেন্দ্র করেও হয় বিরাট নাটক। ব্রুকলিনের অভিযোগ, বিয়ের ঠিক শেষ মুহূর্তে নিকোলার বিয়ের গাউন তৈরি আটকে দেন তাঁর মা ভিক্টোরিয়া। ফলে বাধ্য হয়ে বিকল্প পোশাক বেছে নিতে হয় নিকোলাকে। সেই সময় সোশ্যাল মিডিয়ায় নানা জল্পনা ঘুরলেও এবার তাতে সিলমোহর দিলেন ব্রুকলিন নিজেই।

ব্রুকলিনের স্টোরি

এরপর আরও বিস্ফোরক অভিযোগ করেন ব্রুকলিন। জানান, তাঁর বিয়ের অনুষ্ঠানে স্ত্রী নিকোলার সঙ্গে প্রথম নাচ করার সময়েও হস্তক্ষেপ করেন তাঁর মা। ব্রুকলিনের দাবি, ৫০০ জন অতিথির সামনে অনুপযুক্তভাবে তাঁর সঙ্গে নাচ করেন ভিক্টোরিয়া, যা তাঁকে চরম অস্বস্তিতে এবং লজ্জায় ফেলে দেয়। সেই ঘটনার পর থেকেই সম্পর্ক আরও তিক্ত হয়ে ওঠে। গত বছরে পরিস্থিতি আরও খারাপ হয়। বেকহ্যামের ৫০তম জন্মদিন এবং নাইটহুড উদযাপন উপলক্ষে বড় পার্টির আয়োজন করেছিল পরিবার। তবে সেই অনুষ্ঠানের কোনও ছবিতেই দেখা যায়নি ব্রুকলিনকে। এ নিয়ে মুখ খুলে ব্রুকলিন জানান, তিনি এবং নিকোলা লন্ডনে উড়ে গিয়েছিলেন বাবার জন্মদিনে যোগ দিতে। কিন্তু এক সপ্তাহ হোটেল ঘরেই কাটাতে হয় দুজনকে। অভিযোগ, পার্টির আগে তাঁদের সঙ্গে দেখা করেননি ডেভিড।

Advertisement

এরপরে দেখা করার জন্য শর্ত চাপান বেকহ্যাম। তিনি বলেন, নিকোলাকে সঙ্গে আনা যাবে না। এরপরেই ভেঙে পড়েন ব্রুকলিন। সোশ্যাল মিডিয়া থেকে ব্লক করেন বাবা-মাকে। এই প্রসঙ্গে ব্রুকলিনের স্পষ্ট বক্তব্য, 'আমার স্ত্রী ও আমার প্রচারের আলোয় থাকতে ভাল লাগে না। মিডিয়া আর প্রতারণা থেকে দূরে থাকতে চাই। আমরা নিজেদের জন্য এবং ভবিষ্যতের পরিবারের জন্য শুধু সুখ-শান্তি আশা করি। এটুকু তো পাব নিশ্চয়ই।'

 

Read more!
Advertisement
Advertisement