Advertisement

CAFA Nations Cup 2025: ওমানের বিরুদ্ধে টাইব্রেকারে জয়, কাফা নেশনস কাপে তৃতীয় খালিদের ভারত

CAFA Nations Cup 2025: ওমানের বিরুদ্ধে  করে কাফা নেশনস কাপে  স্থান দখল করল খালিদ জামিলের ভারত। ওমান ধারে ভারে ভারতের থেকে বেশ ভাল দল। সেদিক থেকে দেখতে গেলে, প্রথম সারির দল না পেলেও যে লড়াই ভারত দেখিয়েছে তার প্রশংসা না করে পারা যায় না। তাও আবার শুরুতে পিছিয়ে পড়ে দুরন্ত কামব্যাক করায় উদান্তা সিংদের কৃতিত্ব দিতেই হবে।

Aajtak Bangla
  • হিসোর,
  • 08 Sep 2025,
  • अपडेटेड 8:15 PM IST

ওমানের বিরুদ্ধে  করে কাফা নেশনস কাপে  স্থান দখল করল খালিদ জামিলের ভারত। ওমান ধারে ভারে ভারতের থেকে বেশ ভাল দল। সেদিক থেকে দেখতে গেলে, প্রথম সারির দল না পেলেও যে লড়াই ভারত দেখিয়েছে তার প্রশংসা না করে পারা যায় না। তাও আবার শুরুতে পিছিয়ে পড়ে দুরন্ত কামব্যাক করায় উদান্তা সিংদের কৃতিত্ব দিতেই হবে।  

ওমানের বিরুদ্ধে পিছিয়ে পড়েও দারুণভাবে ফিরে আসে ভারত। গোল করেন উদান্তা সিং। ৫৫ মিনিটে ডিফেন্সের ভুলে গোল খায় ভারত। স্কোর করেন ইয়াহমাদি। ভারতীয় রক্ষণভাগ দীর্ঘক্ষণ চাপের মুখোমুখি হতে থাকলে শেষ অবধি ভেঙে পড়ে। বাঁ দিক থেকে একটি ক্রস আসে এবং ইয়াহমাদি তার বুটের আউটস্টেপ ব্যবহার করে বলটা প্রথম পোস্টের দিকে প্লেস করেন। জালের দূরের কোণে তা আশ্রয় নেয়।

গোল খাওয়ার পর থেকেই আক্রমণের ঝাঁজ বাড়ায় ভারত। ৮০ মিনিটে সমতা ফেরান উদান্তা। মনবীর সিং জুনিয়র ও রোশন সিং নামার পরেই আরও সঙ্ঘবদ্ধ দেখাচ্ছিল ভারতের আক্রমণ। এরপর উদান্তা ও সুরেশ নামার পর আরও শক্তিশালি হয় ভারত। লং থ্রো থেকে ফের ওমান ডিফেন্সকে বোকা বানান ভারতের অ্যাটাকাররা। ডানদিক থেকে রাহুল ভেকের বড় থ্রো ফ্লিক হেড করেন দানিশ ফারুক। উদান্তার হেড সোজা জালে আশ্রয় নিলে সমতা ফেরায় ভারত।

ম্যাচের শেষদিকে জয়সূচক গোল গোল তুলে নেওয়ার চেষ্টা করতে থাকে ওমান। তবে ৯০ মিনিটের লড়াইয়ে আর গোল খেতে হয়নি গুরপ্রীত সিং সান্ধুকে। ফলে ম্যাচ গড়ায় এক্সট্রা টাইমে। সেখানেও বারবার ভারতের রক্ষণে বিপদ তৈরি করার চেষ্টা চালিয়ে যেতে থাকে ওমান। তবে সতর্ক ছিল ভারতের ডিফেন্স। সন্দেশ ঝিঙ্গন না থাকলেও, রাহুল ভেকে ও আনোয়ার আলি জুটি দারুণ ফুটবল খেলেছেন। গোটা টুরনামেন্টে বারেবারে অপ্রতিরোধ্য ছিলেন গুরপ্রীত। এদিনও তার ব্যতিক্রম হয়নি। 

৯৭ মিনিটে লাল কার্ড দেখেন আলি আল বুসেইদি। ফলে ১০ জনে বাকি ম্যাচ খেলতে হয় ওমানকে। সুযোগ বুঝতে পেরে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে থাকে ভারত। আনোয়ার আলি ফের দূর থেকে শট নিয়ে গোল করার চেষ্টা করেছিলেন বটে। তবে ৩৫ গজ দূর থেকে নেওয়া সেই চেষ্টা সেভ করেন ওমান গোলকিপার আল মুখাইনি।

Advertisement

এক্সট্রা টাইমেও ম্যাচের নিস্পত্তি না হওয়ায় তা গড়ায় টাইব্রেকারে। ভারতের হয়ে প্রথম গোল করেন ছাংতে। ওমানের আল সাদি টাইব্রেকার মিস করলেেও গোল করেন রাহুল ভেকে।     

Read more!
Advertisement
Advertisement