Advertisement

East Bengal: ইউহান এফসি-র বিরুদ্ধে হারের পরও কোয়ার্টার ফাইনালে যেতে পারবে ইস্টবেঙ্গল? রইল অঙ্ক

পর পর দুই ম্যাচে দারুণ জয় পেয়ে আশা জাগিয়েছিল ইস্টবেঙ্গলের মহিলা দল। তৃতীয় ম্যাচে ইউহান এফসি-র কাছে ০-২ গোলে হেরে আত্মবিশ্বাস কিছুটা ধাক্কা খেলেও, লাল-হলুদের মেয়েদের এখনও কোয়ার্টার ফাইনালে যাওয়ার আশা বেশ উজ্জ্বল। কোন অঙ্কে কোয়ার্টার ফাইনালে যেতে পারে ইস্টবেঙ্গলের মেয়েরা? 

ইস্টবেঙ্গলইস্টবেঙ্গল
Aajtak Bangla
  • ইউহান,
  • 21 Nov 2025,
  • अपडेटेड 12:48 PM IST

পর পর দুই ম্যাচে দারুণ জয় পেয়ে আশা জাগিয়েছিল ইস্টবেঙ্গলের মহিলা দল। তৃতীয় ম্যাচে ইউহান এফসি-র কাছে ০-২ গোলে হেরে আত্মবিশ্বাস কিছুটা ধাক্কা খেলেও, লাল-হলুদের মেয়েদের এখনও কোয়ার্টার ফাইনালে যাওয়ার আশা বেশ উজ্জ্বল। কোন অঙ্কে কোয়ার্টার ফাইনালে যেতে পারে ইস্টবেঙ্গলের মেয়েরা? 

কীভাবে কোয়ার্টার ফাইনালে পৌঁছতে পারে ইস্টবেঙ্গল? 
মহিলাদের এএফসি চ্যাম্পিয়ন্স লিগে উহান জিয়াংদা উওমেন্স এফসির কাছে ০-২ ব্যবধানে হার ইস্টবেঙ্গলের। জোড়া গোল করে প্রথমার্ধেই ফারাক গড়ে দেন ওয়াং শুয়াং। হারলেও কোয়ার্টার ফাইনালে ওঠার আশা উজ্জ্বল লাল-হলুদের। তিন গ্রুপের প্রথম দুই দলের পাশাপাশি সেরা তৃতীয় স্থানাধিকারী দুটি দল শেষ আটে খেলার ছাড়পত্র পাবে। ২৩ নভেম্বর উজবেকিস্তানের পিএফসি নাসাফের বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচ। বৃহস্পতিবার গ্রুপের অন্য ম্যাচে সেই পিএফসি নাসাফকে ১-০ হারিয়েছে বাম খাতুন এফসি। ফলে এখন সমীকরণ বলছে, অন্তত ড্র করলেই কোয়ার্টারের ছাড়পত্র পেয়ে যাবে অ্যান্থনি অ্যান্ড্রুজের দল।

হার ইস্টবেঙ্গলের
গতবারের চ্যাম্পিয়ন উহান জিয়াংদার থেকে ধারে-ভারে অনেকটাই পিছিয়ে ইস্টবেঙ্গল। এদিন উহানের হানকৌ কালচার স্পোর্টস সেন্টারে দুই দলের মাঝের সেই ব্যবধান টের পাওয়া গেল। ম্যাচের যাবতীয় পরিসংখ্যান উহান জিয়াংদার পক্ষে। এমনকী দুই গোলের লিড নেওয়ার পরেও প্রায় গোটা ম্যাচ ইস্টবেঙ্গল রক্ষণকে তারা চাপে রাখল। ৭ মিনিটেই লাল-হলুদের রক্ষণ কেঁপে ওঠে। মাঝমাঠ থেকে বাড়ানো গ্রু ধরে ডোং মেংগিয়ের শট বাঁচান লাল-হলুদের গোলরক্ষক পান্থোই চানু। যদিও পরের মিনিটেই গোল হজম করতে হয় তাঁকে। বাঁ প্রান্ত দিয়ে সং ফেইয়ের ক্রস থেকে বাঁ পায়ের চকিত শটে জাল কাঁপান ওয়াং। ১৭ মিনিটে ফের ওয়াংয়ের গোল। এবার পেনাল্টি থেকে। একের বিরুদ্ধে এক পরিস্থিতিতে বল বিপন্মুক্ত করতে গিয়ে -বক্সে ফাউল করেন পান্থোই। ম্যাচের বাকি সময়ে নিশ্চিত চারটি গোল বাঁচান তিনি। হারের ব্যবধান বাড়লে শেষ ম্যাচের আগে সমস্যায় পড়ত লাল-হলুদ ব্রিগেড।

Read more!
Advertisement
Advertisement