Advertisement

CFL: গত CFL চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল, রায় হাইকোর্টের, বড় ধাক্কা অভিষেকের ক্লাবের

গত মরসুমে কলকাতা লিগের চ্যাম্পিয়ন কোন দল তা সিদ্ধান্ত নির্ভর করছিল কলকাতা হাইকোর্টের উপর। সেই মামলায় রায় দিল আদালত। ধাক্কা খেল অভিষেক বন্দোপাধ্যায়ের ডায়মন্ড হারবার এফসি। কলকাতা ফুটবল লিগের গত মরসুমে ইস্টবেঙ্গলকে চ্যাম্পিয়ন ঘোষণার সিদ্ধান্তে বাধা দেওয়া যাবে না, এমনটাই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। 

ইস্টবেঙ্গলইস্টবেঙ্গল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 19 Sep 2025,
  • अपडेटेड 10:36 PM IST

গত মরসুমে কলকাতা লিগের চ্যাম্পিয়ন কোন দল তা সিদ্ধান্ত নির্ভর করছিল কলকাতা হাইকোর্টের উপর। সেই মামলায় রায় দিল আদালত। ধাক্কা খেল অভিষেক বন্দোপাধ্যায়ের ডায়মন্ড হারবার এফসি। কলকাতা ফুটবল লিগের গত মরসুমে ইস্টবেঙ্গলকে চ্যাম্পিয়ন ঘোষণার সিদ্ধান্তে বাধা দেওয়া যাবে না, এমনটাই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। 

শুক্রবার হাই কোর্টের বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্য জানান, জেলা আদালত ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবের আবেদনে যে অন্তর্বর্তিকালীন নিষেধাজ্ঞা জারি করেছিল, তা বাতিল করা হল। ডায়মন্ড হারবারের দাবি ছিল, ফেব্রুয়ারি মাস জুড়ে আই লিগ ২, রিলায়েন্স  ফাউন্ডেশন লিগ ও একইসঙ্গে কলকাতা লিগেও খেলতে হয়েছে তাদের। ফলে ফুটবলারদের পাওয়া নিয়ে সমস্যা হচ্ছিল। আর সেই কারণেই বাংলার ফুটবল নিয়ামক সংস্থা আইএফএ-কে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ম্যাচ পেছানোর আবেদন করে ডায়মন্ড হারবার। তবে তাতে লাভ হয়নি। ডায়মন্ড হারবারের অভিযোগ, ইস্টবেঙ্গলকে অন্যায় ভাবে গত মরসুমে কলকাতা চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে।

এই দাবি আইএফএ না মানায় আলিপুর জেলা আদালতএ মামলা হয়। প্রথমে ডায়মন্ড হারবারের পক্ষে রায় দেয় আদালত। জানিয়ে দেওয়া হয়, ইস্টবেঙ্গলকে চ্যাম্পিয়ন ঘোষণা করা যাবে না। আলিপুর জেলা আদালতের ওই সিদ্ধান্তের বিরুদ্ধে আইএফএ হাইকোর্টের দ্বারস্থ হয়। শুক্রবার রায় ঘোষণা করে হাই কোর্ট জানায়, জেলা আদালত যথাযথ কারণ ছাড়াই অন্তর্বর্তিকালীন নির্দেশ দিয়েছিল, যা আইনসম্মত নয়। যদিও এখনও আদালতের রায়ের কপি হাতে না পাওয়ায় কোনও মন্তব্য করতে চায়নি কোনও পক্ষই। যদিও সূত্রের খবর, আদালতের রায় হাতে ফেলেও, নিজেদের মধ্যে আলোচনা না করে এখনই ইস্টবেঙ্গলকে চ্যাম্পিয়ন ঘোষণা করতে চাইছে না আইএফএ।

গত বার কলকাতা লিগে ডায়মন্ড হারবার খেলতে চায়নি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে। আই লিগ ২-এর ম্যাচ থাকায় আইএফএ-কে ইস্টবেঙ্গল ম্যাচের দিন বদলের অনুরোধ করেছিল ডায়মন্ড হারবার। তা করা হয়নি। ডায়মন্ড হারবারও খেলেনি। ভবানীপুর আগেই ইস্টবেঙ্গলকে ওয়াকওভার দিয়েছিল। ফলে ৪৭ পয়েন্টে শেষ করেছিল ইস্টবেঙ্গল। তাদের চ্যাম্পিয়নও ঘোষণা করে দিয়েছিল আইএফএ। সেই সিদ্ধান্তের বিরুদ্ধেই জেলা আদালতে যায় ডায়মন্ড হারবার।

Advertisement

এবারেও ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হওয়ার কাছাকাছি। শেষ ম্যাচে ইউনাইটেড স্পোর্টসের বিরুদ্ধে ১ পয়েন্ট পেলেই ফের ট্রফি ঘরে তুলবে লাল-হলুদ। ফলে সোমবার পরপর দুই মরসুম চ্যাম্পিয়ন ঘোষণা করে দেওয়া হতে পারে। সেই ম্যাচ ঘরের মাঠে খেলবে ইস্টবেঙ্গল। ফলে ট্রফি জয়ের আনন্দ আরও জোরাল হতে পারে বলেই মনে করা হচ্ছে।   

 

Read more!
Advertisement
Advertisement