ডার্বি জিতে ইস্টবেঙ্গল পরের ম্যাচেই বিএসএস-কে হাফ ডজন গোলে উড়িয়ে দিয়েছে। রবিবার ব্যারাকপুরের মাঠে জয়ের হ্যাটট্রিকের লক্ষ্যে নামছে লাল-হলুদ ব্রিগেড। সমস্যা চোট-আঘাত আর ব্যারাকপুরের মাঠ। প্রতিপক্ষ পুলিশ এসিও দারুণ ছন্দে। পয়েন্টের দিক থেকেও দুই দলই সমান জায়গায়।
দারুণ ছন্দে পুলিশও
প্রতিপক্ষ পুলিশ এসি। তারাও লিগে জয়ের ছন্দে রয়েছে। আগের ম্যাচে জিতেই নামছে পুলিশ। দু'দলেরই পয়েন্ট সমান। ইস্টবেঙ্গল ছয় ম্যাচে তিনটি জয়, দুটি ড্র এবং একটি হারে ১১ পয়েন্টে দাঁড়িয়ে। পুলিশের পয়েন্ট ১১। তবে গোল পার্থক্যে ইস্টবেঙ্গল রয়েছে তিন নম্বরে এবং পুলিশ রয়েছে চার নম্বরে। সুপার সিক্সে উঠতে গোলে, প্রথম তিনে থাকতেই হবে। ফলে হাড্ডাহাড্ডু লড়াইয়ের আশা করছেন ক্রিকেটপ্রেমীরা।
মাঠ নিয়ে চিন্তা ইস্টবেঙ্গলের
ম্যাচের আগে ইস্টবেঙ্গলের চিন্তা চোট-আঘাত ও ব্যারাকপুরের মাঠ। তবে বেশ কয়েকজন সিনিয়র দলের ফুটবলারকে খেলিয়ে পুলিশের বিরুদ্ধে পরিস্থিতি সামাল দিতে চাইছেন ইস্টবেঙ্গল কোচ বিনো জর্জ। ডেভিড লালহানসাঙ্গা, মার্ক জোখানপুইয়া, প্রভাত লাকরার মতো সিনিয়র দলের কয়েকজন ফুটবলার খেলতে পারেন রবিবারের ম্যাচে।
তারকারা দলে নেই
বিনো বলেন, মনোতোষ চাকলাদার, মনোতোষ মাজি এখনও চোটমুক্ত হয়ে ফিট হতে পারেনি। জেসিনেরও চোট সারেনি। আমরা সিনিয়র দলের কয়েকজনকে পাব এই ম্যাচে। আশা করি, আমরা জয়ের ধারা অব্যাহত রাখতে পারব।' পুলিশ দল ভাল খেলছে। ছন্দে থাকা প্রতিপক্ষকে সমীহ করেই ইস্টবেঙ্গল কোচ বললেন, 'কলকাতা লিগ যথেষ্ট কঠিন। এখানে সব দলই নিজেদের শক্তি অনুযায়ী নিজস্ব সিস্টেমে খেলে। আমরাও নিজেদের সেরাটা দিয়ে ম্যাচ থেকে পুরো পয়েন্ট তুলে নেওয়ার চেষ্টা করব।'
বর্ষায় ব্যারাকপুরের মাঠ খুব খারাপ থাকে। ইস্টবেঙ্গল কোচের প্রার্থনা, রবিবার ম্যাচের আগে যেন বৃষ্টি না হয়। বিনো বললেন, 'আমার চিন্তা ব্যারাকপুরের মাঠ নিয়ে। যেন বৃষ্টি না হয়। তাহলে আমাদের ছেলেরা স্বাভাবিক খেলাটা খেলতে পারবে না। মাঠ যেন ভাল থাকে, এই প্রার্থনাই করছি।'