Advertisement

Kolkata Derby: বারাসাত তৈরি নয়, কলকাতা লিগের ডার্বি কল্যাণীতে, কবে-কীভাবে পাবেন টিকিট?

কলকাতা লিগের (Kolkata League) ডার্বি (Kolkata Derby) হওয়ার কথা ছিল বারাসাত স্টেডিয়ামে (Barasat Stadium)। তবে মাঠ তৈরি হলেও, স্টেডিয়াম পুরোপুরি তৈরি না হওয়ায় বড় ম্যাচ সরিয়ে নেওয়া হল, কল্যাণী স্টেডিয়ামে (Kalyani Stadium)। ১৯ জুলাই কলকাতা লিগে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল (East Bengal) এবং মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant)।

কলকাতা ডার্বিকলকাতা ডার্বি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 14 Jul 2025,
  • अपडेटेड 9:07 PM IST

কলকাতা লিগের (Kolkata League) ডার্বি (Kolkata Derby) হওয়ার কথা ছিল বারাসাত স্টেডিয়ামে (Barasat Stadium)। তবে মাঠ তৈরি হলেও, স্টেডিয়াম পুরোপুরি তৈরি না হওয়ায় বড় ম্যাচ সরিয়ে নেওয়া হল, কল্যাণী স্টেডিয়ামে (Kalyani Stadium)। ১৯ জুলাই কলকাতা লিগে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল (East Bengal) এবং মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant)। দুই দল তাদের রিজার্ভ টিম খেলালেও ডার্বিতে কিছু মূল দলের ফুটবলার খেলবেন। কারণ এই ম্যাচের আলাদা গুরুত্ব সবসময়ই থাকে। 

ফলে তাদের পাশাপাশি ভবিষ্যতের তারকাদের দেখার জন্য সমর্থকরা অবশ্যই ভিড় করবেন। দর্শকঠাসা স্টেডিয়ামে কল্যানীতে প্রথমবার ডার্বি হতে চলেছে। কলকাতা লিগের খেলা নিয়মিত হচ্ছে কল্যাণী স্টেডিয়ামে। ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সুপার জায়ান্ট ডার্বির আগে কল্যাণী স্টেডিয়ামে খেলবে মঙ্গলবার এবং বুধবার। এর আগেও এখানে আই লিগের ম্যাচ হয়েছে। ফলে মাঠ নিয়ে সমস্যা নেই। 

কবে থেকে শুরু টিকিট বিক্রি?
আইএফএ সচিব অনির্বাণ দত্ত জানিয়েছেন কল্যাণী স্টেডিয়ামে ডার্বির আয়োজনের চূড়ান্ত সিদ্ধান্ত তারা নিয়ে ফেলেছেন। মঙ্গলবার সময়ের ব্যাপারটি নিয়ে আলোচনা রয়েছে। সেখানে বিষয়টি চূড়ান্ত করে ঘোষণা করে দেওয়া হবে। একই সঙ্গে টিকিটও ছাড়া হবে। মূলত অনলাইনে টিকিট কাটতে পারবেন দুই প্রধানের সমর্থকরা। এরপর অফলাইনে টিকিট বিক্রি হবে। তাছাড়া দুই দলের সমর্থকদের গ্যালারি নির্দিষ্ট করার বিষয়টি রয়েছে।

ডার্বিতে কোন কোন তারকাকে খেলতে দেখা যাবে?    
ডার্বির আগে দুই দলই একটি করে ম্যাচ খেলবে। অর্থাৎ ঝালিয়ে নেওয়ার সুযোগ থাকছে। দুই প্রধানই কলকাতা লিগে তাদের দ্বিতীয় সারির দল খেলাচ্ছে। তবে ডার্বির গুরুত্ব আলাদা। তাই মোহনবাগান সুপার জায়ান্ট দীপেন্দু বিশ্বাস, কিয়ান নাসিরি, দীপক টাঙরিদের খেলানোর জন্য তৈরি রাখছে। ইস্টবেঙ্গল ইতিমধ্যেই খেলাচ্ছে প্রভাত লাকড়া, সায়ন বন্দোপাধ্যায়দের। এর মধ্যেই ডুরাণ্ড কাপের প্রস্তুতিও শুরু করেছে মূল দল। সেই দল থেকে কয়েকজনকে কলকাতা লিগে খেলানোর ব্যাপারে ক্লাব ম্যানেজমেন্টকে অনুরোধ করেছেন কোচ বিনো জর্জ। ফলে সেখান থেকে সৌভিক চক্রবর্তী বা এডমুন্ডদের দলে পেলে দল যে আরও শক্তিশালী হবে তা বলাই বাহুল্য।

Advertisement
Read more!
Advertisement
Advertisement