Advertisement

CFL 2025: কলকাতা লিগে অবনমন বাঁচানোর পথে মহমেডান, কোন অঙ্কে বাজিমাত?

দুই মরসুম আগেই কলকাতা লিগ জেতার হ্যাটট্রিক করে ফেলেছিল মহমেডান স্পোর্টিং। আর এবার লজ্জার মুখে শতাব্দী প্রাচীন এই ক্লাব। কারণ, মহমেডান এবার অবনমন রাউন্ডে! যদিও সাদা-কালো শিবিরকে হয়ত অবনমন রাউন্ড খেলতেই হবে না। পরের মরসুমেও প্রিমিয়ার ডিভিশনেই খেলবে তারা।

মহমেডান স্পোর্টিং মহমেডান স্পোর্টিং
Aajtak Bangla
  • কলকাতা,
  • 06 Sep 2025,
  • अपडेटेड 11:43 AM IST

দুই মরসুম আগেই কলকাতা লিগ জেতার হ্যাটট্রিক করে ফেলেছিল মহমেডান স্পোর্টিং। আর এবার লজ্জার মুখে শতাব্দী প্রাচীন এই ক্লাব। কারণ, মহমেডান এবার অবনমন রাউন্ডে! যদিও সাদা-কালো শিবিরকে হয়ত অবনমন রাউন্ড খেলতেই হবে না। পরের মরসুমেও প্রিমিয়ার ডিভিশনেই খেলবে তারা।

কেন অবনমন রাউন্ড খেলতে হবে না মহমেডানকে?
নিয়ম অনুসারে প্রিমিয়ার ডিভিশন থেকে দুটি করে দলের অবনমন হয়। শুক্রবার সাদার্ন সমিতি ডায়মন্ড হারবারের বিরুদ্ধে দল নামায়নি। তারা যদি অবনমন রাউন্ডেও দল না নামায় সেক্ষেত্রে আর্মি রেড ও সার্দান সমিতি ক্লাব অবনমিত হবে। ফলে আর অবনমন রাউন্ডের কোনও ম্যাচ খেলতে হবে না মহমেডানকে।

শুক্রবার ব্যারাকপুর স্টেডিয়ামে ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাবের বিরুদ্ধে ১-১ গোলে ড্র করেছে মহমেডান। এই ম্যাচে প্রথম থেকেই মহমেডানকে বেশ চাপে রেখেই খেলছিল ইউনাইটেড কলকাতা। ৭ মিনিটের মাথায় ইউনাইটেড কলকাতার হয়ে প্রথম গোল করেন বাবাই পালিয়ান। এরপর ১৮ মিনিটে পেনাল্টি পায় তারা। সেই সুবর্ণ সুযোগ হাতছাড়া করেন ইউনাইটেডের আকাশ ওঁরাও। ফের পেনাল্টি পায় ইউনাইটেডে কলকাতা। শুরু হয় বিতর্ক। উত্তেজিত হয়ে পড়ে গ্যালারিতে থাকা মহমেডান সমর্থকরা। সিদ্ধান্ত বদল করতে হয় রেফারিকে।

যদিও তা মহমেডান সমর্থকদের চাপে নাকি নিজের ভুল বুঝতে পেরে সিদ্ধান্ত বদল? তা যদিও জানা যায়নি। ৫৫ মিনিটে সাকার করা গোলে সমতায় ফেরো সাদা কালো শিবির। কিন্তু এরপর আর গোলমুখ খুলতে পারেনি দুই দলই। অপরদিকে ক্যালকাটা পুলিশের বিরূদ্ধে রাজু ওঁরাওয়ের করা একমাত্র গোলো জয় পায় এরিয়ান। 

এই জয়ের ফলে অবনমনের ভ্রুকুটি মহমেডানের সামনে। ম্যাচ শেষে অসুস্থ বোধ করছিলেন মহমেডান গোলরক্ষক শুভজিৎ ভট্টাচার্য। ম্যাচ শেষে তাঁকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে যেহেতু ম্যাচ শেষ হয়ে গিয়েছিল তাই আইএফএ-র অ্যাম্বুলেন্স চলে গিয়েছিল। এরপর আবারও পরে ফিরে আসে সেই অ্যাম্বুলেন্স এবং নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয় শুভজিৎকে। পরে তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। ম্যাচ শেষে ইউকেএসসি কোচ ইয়ান ল বলেন, তিনি আশাবাদী মহমেডান দ্রুত এই দুঃসময় থেকে বেরিয়ে আসবে। অপরদিকে ম্যাচ ড্র হলেও ফুটবলারদের পারফরম্যান্সে বেশ খুশি মহমেডান কোচ মেহেরাজউদ্দিন ওয়াডু। 

Advertisement

Read more!
Advertisement
Advertisement