Advertisement

CFL 2025 Mohammedan Sporting vs Calcutta Police: পুলিশের কড়া মার্কিংয়ে আটকে গেল মহমেডান, ২ পয়েন্ট মাঠে ফেলে এলেন এডিসনরা

কলকাতা পুলিশ ক্লাবের (Kolkata Police Club) বিরুদ্ধে ড্র দিয়ে মরসুম শুরু করল মহমেডান স্পোর্টিং (Mohammedan Sporting)। দুইবার এগিয়ে গিয়েও, ২ পয়েন্ট মাঠেই ফেলে আসতে হল মহমেডানকে।

মহমেডান স্পোর্টিংমহমেডান স্পোর্টিং
Aajtak Bangla
  • ব্যারাকপুর,
  • 04 Jul 2025,
  • अपडेटेड 5:11 PM IST

কলকাতা পুলিশ ক্লাবের (Kolkata Police Club) বিরুদ্ধে ড্র দিয়ে মরসুম শুরু করল মহমেডান স্পোর্টিং (Mohammedan Sporting)। দুইবার এগিয়ে গিয়েও, ২ পয়েন্ট মাঠেই ফেলে আসতে হল মহমেডানকে।  

লালথানকিমা গোল করে শুরুতে মহমেডানকে এগিয়ে দেন। এগিয়ে আসা গোলকিপারকে দেখে শুনে দ্বিতীয় পোস্টে বল জালে জড়ান তিনি। যদিও সেই এগিয়ে থাকা খুব বেশি সময় স্থায়ী হয়নি। ডিফেন্সের লাগাতার ব্য র্থতায় গোল খেতে হয় সাদা-কালো ব্রিগেডকে। রাহুল নস্করের গোলে সমতা ফেরায় কলকাতা পুলিশ।  

এরপর ফের গোল দিয়ে দলকে এগিয়ে দেন লালংঘাই সাকা। লালথানকিমার শট গোলকিপার কোনওভাবে সেভ করলেও ফিরতি বল চলে আসে লালংঘাই সাকার সামনে। সেখান থেকে ফাঁকায় বলটা ঠেলে দিয়ে গোল করে যান মহমেডান তারকা। ২-১ গোলে এগিয়ে যায় সাদা-কালো ব্রিগেড। মহমেডান প্রথমার্ধে আরও বেশ কিছু সুযোগ পেলেও গোল আসেনি। 

বিরতির পরে গোল করে পুলিশকে সমতায় ফেরান সন্দীপ ওঁরাও। ডানদিকে পাওয়া থ্রু বল ধরে সোজা এগিয়ে যেতে থাকেন পুলিশের এই ফুটবলার। ডান পায়ের জোরাল শট দ্বিতীয় পোস্টের তলা দিয়ে সোজা গোলে ঢুকে যায়। গোলকিপার শুভদীপের কিছুই করার ছিল না। হাত বাড়িয়েও গোল ঠেকাতে পারেননি তিনি।   

বৃষ্টি বাড়তে থাকায় মাঠে দাঁড়ানোই কঠিন হয়ে যেতে থাকে দুই দলের ফুটবলারদের জন্য। তবুও তার মধ্যেই চলতে থাকে ম্যাচ। ম্যাচে সমতা ফেরার পরে, ফের আক্রমণের ঝাঁজ বাড়াতে থাকে মহমেডান। তবে গোল আসছিল না পুলিশের শক্ত ডিফেন্সের কারণে। তবে কিছুক্ষেত্রে মিস পাসও এর জন্য দায়ী তা অস্বীকার করা যাবে না। সুযোগ পেয়ে কিছুটা সময় চুরি করে নিতে থাকে কলকাতা পুলিশ দলও। এর মধ্যেই সজল বাগের দূর থেকে নেওয়া শট গোলে ঢোকার মত পরিস্থিতি হলেও স্কোরলাইন বদল হয়নি। শেষদিকে সাকা বার কয়েক চেষ্টা করলেও গোল করতে পারেনি মহমেডান। ফলে ১ পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের। 

Advertisement
Read more!
Advertisement
Advertisement