Advertisement

CFL 2025: কালিঘাটকে ৪ গোল, কলকাতা লিগে জয়ে ফিরল মোহনবাগান

প্রথম ম্যাচে হারতে হয়েছিল মোহনবাগান সুপার জায়েন্টকে (Mohun Bagan Super Giant)। তবে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াল সবুজ-মেরুন। ডেগি কার্ডোজোর ছেলেদের কাছে কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনের (Kalighat Sports Lovers Association) বিরুদ্ধে ম্যাচটা ছিল কার্যত অগ্নিপরীক্ষা। আর সেই পরীক্ষায় দারুণভাবে পাস করল মোহনবাগান। এই ম্যাচেও তাদের শুরুতে কিছুটা সমস্যায় পড়তে হয়েছিল।

মোহনবাগানমোহনবাগান
Aajtak Bangla
  • নৈহাটি,
  • 03 Jul 2025,
  • अपडेटेड 6:38 PM IST

প্রথম ম্যাচে হারতে হয়েছিল মোহনবাগান সুপার জায়েন্টকে (Mohun Bagan Super Giant)। তবে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াল সবুজ-মেরুন। ডেগি কার্ডোজোর ছেলেদের কাছে কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনের (Kalighat Sports Lovers Association) বিরুদ্ধে ম্যাচটা ছিল কার্যত অগ্নিপরীক্ষা। আর সেই পরীক্ষায় দারুণভাবে পাস করল মোহনবাগান। এই ম্যাচেও তাদের শুরুতে কিছুটা সমস্যায় পড়তে হয়েছিল।

শুরুতে গোল তুলে নেয় ইস্টবেঙ্গল

শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেন কালিঘাট স্পোর্ট লাভার্স। তবে বল দখলের লড়াইয়েও এগিয়ে থাকে সবুজ-মেরুন। এর মধ্যেই মোহনবাগানকে এগিয়ে দেন দলনায়ক সন্দীপ মালিক। দ্বিতীয় গোলটা আসে কালিঘাট ফুটবলারদের গায়ে লেগেই। অর্থাৎ আত্মঘাতি গোল। সালাউদ্দিনের সেন্টার গোলরক্ষক ঘুষি মেরে বিপন্মুক্ত করতে গেলে তা এক ডিফেন্ডারের গায়ে লেগে জালে প্রবেশ করে ৷ প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে বিরতিতে যায় মোহনবাগান।

দ্বিতীয়ার্ধে আরও দুই গোল

দ্বিতীয়ার্ধেও দাপট অব্যাহত রাখে মোহনবাগান। আক্রমণাত্মক ফুটবল খেলে ৫০ মিনিটে সন্দীপ মালিকের সেন্টার থেকে সাইডভলিতে বল জালে পাঠান পাসাং দর্জি ৷ ৭২ মিনিটে সবুজ-মেরুনকে ৪-০ গোলে এগিয়ে দেন আদিল আবদুল্লা। ৭১ মিনিটে দলের হয়ে চতুর্থ গোলটি করেন আদিল আবদুল্লা ৷ সালাউদ্দিনের বদলে নেমে টংসিনের পাস থেকে স্কোরশিটে নাম তোলেন আদিল ৷  

এরপর অবশ্য খেলার গতির বিরুদ্ধে সুযোগ আদায় করে নেয় কালীঘাটও। এক্ষেত্রে পরিত্রাতার ভূমিকায় অবতীর্ণ হন মোহনবাগান গোলরক্ষক। পরক্ষণেই কাউন্টার অ্যাটাকে উঠে কর্নার আদায় করে নেয় তারা। তাতে অবশ্য গোল হয়নি। খেলার শেষের দিকে মোহনবাগানের একটা গোল অফসাইডের জন্য বাতিল হয়। যদিও শেষপর্যন্ত ৪-০ ব্যবধানে ম্যাচ জিতে এবারের কলকাতা লিগে প্রথম জয়ের স্বাদ পেল মোহনবাগান।

ব্যর্থতা কাটিয়ে জয়

প্রথম ম্যাচে পুলিশ এসি'র বিরুদ্ধে ০-১ গোলে হারের পরে যে সমর্থকদের কটূক্তির মধ্যে মাঠ ছেড়েছিলেন সবুজ-মেরুন ফুটবলাররা, লক্ষীবারে একই মাঠে সেই সমর্থকদেরই অভিবাদন কুড়োলেন সন্দীপ মালিকরা ৷

Advertisement
Read more!
Advertisement
Advertisement