Advertisement

CFL 2025: মোহনবাগান তো CFL সুপার সিক্স থেকে ছিটকে গেল, ইস্টবেঙ্গলের কী খবর?

কলকাতা লিগের (Kolkata League 2025) সুপার সিক্সের লড়াইয়ে অনেকটাই পিছিয়ে পড়েছে মোহনবাগান সুপার জায়েন্ট (Mohun Bagan Super Giant)। তবে ইমামি ইস্টবেঙ্গল (Emami East Bengal) এখনও দারুণভাবে লড়াইয়ে রয়েছে। শীর্ষে রয়েছে তারা। ইস্টবেঙ্গল দশ ম্যাচে কুড়ি পয়েন্ট পেয়েছে। মোহনবাগানকে হারিয়ে দুই নম্বরে উঠে এসেছে কলকাতা কাস্টমস।

ইস্টবেঙ্গল ও মোহনবাগানইস্টবেঙ্গল ও মোহনবাগান
Aajtak Bangla
  • কলকাতা,
  • 28 Aug 2025,
  • अपडेटेड 2:37 PM IST

কলকাতা লিগের (Kolkata League 2025) সুপার সিক্সের লড়াইয়ে অনেকটাই পিছিয়ে পড়েছে মোহনবাগান সুপার জায়েন্ট (Mohun Bagan Super Giant)। তবে ইমামি ইস্টবেঙ্গল (Emami East Bengal) এখনও দারুণভাবে লড়াইয়ে রয়েছে। শীর্ষে রয়েছে তারা। ইস্টবেঙ্গল দশ ম্যাচে কুড়ি পয়েন্ট পেয়েছে। মোহনবাগানকে হারিয়ে দুই নম্বরে উঠে এসেছে কলকাতা কাস্টমস।  

কোন জায়গায় আছে দুই প্রধান?
গ্রুপে শীর্ষে লাল-হলুদ। দ্বিতীয় স্থানে কাস্টমস ও সুরুচি সংঘ। দুই দলের পয়েন্টই ১০ ম্যাচে ১৯ পয়েন্ট। গোল পার্থক্যে এগিয়ে থাকায় সুরুচি দুই নম্বরে। চতুর্থ স্থানে রয়েছে পুলিশ অ্যাথলেটিক্স (১১ ম্যাচে ১৮), সুরুচি সংঘ (৯ ম্যাচে ১৬)। চতুর্থ এবং পঞ্চম স্থানে রয়েছে কাস্টমস (৯ ম্যাচে ১৬),পাঠচক্র (৯ ম্যাচে ১৬)। আর মোহনবাগান সুপার জায়েন্ট আছে আট ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে।

ক'টা দল যাবে সুপার সিক্সে?
সুপার সিক্সে যেতে হলে, দুই গ্রুপ থেকে তিন দল উঠবে পরের রাউন্ডে। সেক্ষেত্রে ইস্টবেঙ্গলের পরের রাউন্ডে যাওয়ার সম্ভাবনা বেশি থাকলেও, মোহনবাগান সুপার জায়েন্ট ৬ নম্বরে থাকায়, প্রথম তিনে উঠে আসা প্রায় অসম্ভব। এর মধ্যে আবার, মেজারার্স ম্যাচ ওয়াক ওভার দেওয়ার জন্য আইএফএ যদি তিন পয়েন্ট কেটে নেয় তাহলে তাদের অবস্থা আরও কঠিন হবে। এর আগের ম্যাচে বিএসএস-এর বিরুদ্ধে ৫ গোলে জয়, আশা জাগালেও, বুধবারের হার আরও অন্ধকারে চলে গেল কলকাতা লিগে মোহনবাগান সুপার জায়েন্টের ভবিষ্যৎ। 

কলকাতা লিগকে গুরুত্বই দিচ্ছে না মোহনবাগান
কাস্টমসের বিরুদ্ধে হারের পর সাফাই দিয়েছেন মোহনবাগান সুপার জায়েন্ট কোচ ডেগি কার্ডোজো। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, 'আমাদের লক্ষ্য ডেভলপমেন্ট করা। যারা রয়েছে আমাদের দলে, তারা সবাই প্রথম দলে সুযোগ পেতে চাইছে। সেটাই বড় কথা। আমরা চাই এই দলের বেশিরভাগ ফুটবলার প্রথম দলে সুযোগ পাক। আমাদের দল এই ম্যাচে বদল করতে হয়েছে। ছোট ছেলেদের সুযোগ দিতে হয়েছে। অভিজ্ঞতা খুব ভাল।' 

Advertisement

পরপর দুই বছর সুপার সিক্সের লড়াইয়ে জিততে না পারলেও, আক্ষেপ নেই মোহনবাগান কোচের। তিনি বলেন, 'পরপর দুই বছর সুপার সিক্সে উঠতে না পারলেও, দল উন্নতি করেছে,'   

কীভাবে জিতল কাস্টমস?
অতিরিক্তি সময়ে রেফারির বাঁশি বাজার এক মিনিট আগে গোল করে কাস্টমস। বাঁদিক থেকে বাঁ পায়ের জোরালো শটে বাগান গোলকিপার দীপ্রভাতকে পরাস্ত করেন কাস্টমসের রৌনক পাল। তবে গোল থেকে অতটা এগিয়ে বিপদ ডেকে আনলেন দীপ্রভাত ঘোষ। 

Read more!
Advertisement
Advertisement