Advertisement

East Bengal: আই লিগ জয়ী ইস্টবেঙ্গলের মহিলা ফুটবল দলকে ৫০ লাখ টাকা পুরস্কার মমতার

আই লিগ জেতা ইস্টবেঙ্গলের মহিলা ফুটবল দলকে ৫০ লক্ষ টাকা আর্থিক পুরস্কার দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার রবীন্দ্র সদনে একটি অনুষ্ঠানে তিনি ৫০ লক্ষ টাকার চেক তুলে দেন ক্লাবের প্রতিনিধির হাতে।

আই লিগ জয়ী ইস্টবেঙ্গল মহিলা দলকে ৫০ লক্ষ টাকা পুরস্কার দিলেন মুখ্যমন্ত্রীআই লিগ জয়ী ইস্টবেঙ্গল মহিলা দলকে ৫০ লক্ষ টাকা পুরস্কার দিলেন মুখ্যমন্ত্রী
Aajtak Bangla
  • কলকাতা,
  • 24 Apr 2025,
  • अपडेटेड 6:53 PM IST
  • রবীন্দ্র সদনে বৃহস্পতিবার গৌতম ঘোষের তৈরি করা ইস্টবেঙ্গল ক্লাবের শতবর্ষের তথ্যচিত্র প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
  • ১০০ বছর ধরে ক্লাবের ইতিহাস তুলে ধরা হয়েছে এই তথ্যচিত্রে

আই লিগ জেতা ইস্টবেঙ্গলের মহিলা ফুটবল দলকে ৫০ লক্ষ টাকা আর্থিক পুরস্কার দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার রবীন্দ্র সদনে একটি অনুষ্ঠানে তিনি ৫০ লক্ষ টাকার চেক তুলে দেন ক্লাবের প্রতিনিধির হাতে। অনুষ্ঠানে উপস্থিত ছিল ইস্টবেঙ্গলের মহিলা দলও। তাঁদের এদিন ট্রফি উপহার দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর ৫০ লক্ষ টাকা ক্লাবকে উপহার দেন তিনি।

এছাড়াও মুখ্যমন্ত্রী জানান যে রাজ্য সরকার ইস্টবেঙ্গ ক্লাবের উন্নতিতে ১০ লক্ষ টাকার বেশি আর্থিক সহায়তা দিয়েছে। আর্থিক সহায়তা পেয়েছে মোহনবাগান ও মহামেডান ক্লাবও।

আরও পড়ুন

ইস্টবেঙ্গল পুরুষ দল ২০০৪ সালের পর আর জাতীয় পর্যায়ে কোনও লিগ জিততে পারেনি। এবারেও প্লে অফেই যাওয়া হয়নি লাল-হলুদের। এর মধ্যেই বড় সাফল্য পায় ইস্টবেঙ্গলের (East Bengal) মহিলা দল। এক ম্যাচ হাতে রেখেই আইডব্লুএলে চ্যাম্পিয়ন হয় তারা।

১১ এপ্রিল কল্যাণী স্টেডিয়ামে গতবারের চ্যাম্পিয়ন ওড়িশা এফসি-কে ১-০ গোলে হারানোর সুবাদে খেতাব নিশ্চিত হয়ে যায় লাল-হলুদের প্রমীলা বাহিনীর। ৬৭ মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেন সৌম্যা গুগুলোথ। দেশের প্রথম ক্লাব হিসাবে পুরুষ এবং মহিলা- দুই বিভাগই 'ভারতসেরা' হল ইস্টবেঙ্গল। লিগের শেষ ম্যাচে গোকুলামকে ৩ গোলে হারায় ইস্টবেঙ্গলের মহিলা ব্রিগেড।

Read more!
Advertisement
Advertisement