Advertisement

Cristiano Ronaldo: ম্যাচ হারল, ২২ বছর পর লাল কার্ড রোনাল্ডোর, ধুঁকছে পর্তুগাল, বিশ্বকাপে সুযোগ জুটবে তো?

আয়ারল্যান্ডের বিপক্ষে ‘ভালো ছেলে’ হয়ে খেলার প্রতিশ্রুতি দিয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। কিন্তু সেই অঙ্গীকার টিকল মাত্র কয়েক মিনিট। ডাবলিনে বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে পর্তুগালের ২–০ গোলের হারই নয়, লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হওয়ায় রোনাল্ডো ও তার দল এখন বড় ঝামেলায় পড়েছে।

Aajtak Bangla
  • দিল্লি,
  • 14 Nov 2025,
  • अपडेटेड 11:28 AM IST
  • আয়ারল্যান্ডের বিপক্ষে ‘ভালো ছেলে’ হয়ে খেলার প্রতিশ্রুতি দিয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
  • কিন্তু সেই অঙ্গীকার টিকল মাত্র কয়েক মিনিট।

আয়ারল্যান্ডের বিপক্ষে ‘ভালো ছেলে’ হয়ে খেলার প্রতিশ্রুতি দিয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। কিন্তু সেই অঙ্গীকার টিকল মাত্র কয়েক মিনিট। ডাবলিনে বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে পর্তুগালের ২–০ গোলের হারই নয়, লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হওয়ায় রোনাল্ডো ও তার দল এখন বড় ঝামেলায় পড়েছে।

ট্রয় প্যারটের দুই গোলেই ম্যাচের দিক ঘুরে যায় আয়ারল্যান্ডের পক্ষে। আর পর্তুগালের সামনে তৈরি হয় কঠিন সমীকরণ। এই ম্যাচে জিতলেই কোনো জটিলতা ছাড়াই ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত হতো। কিন্তু অপ্রত্যাশিত এই হার সব হিসাব বদলে দিল।

এখন পর্তুগালের ভাগ্য নির্ভর করছে গ্রুপের শেষ ম্যাচে আর্মেনিয়ার বিরুদ্ধে ফলাফলের ওপর। সেই ম্যাচে জয় ছাড়া বিকল্প নেই, তবেই নিশ্চিত হবে সরাসরি বিশ্বকাপ-যাত্রা। রোনাল্ডোর লাল কার্ডজনিত সম্ভাব্য নিষেধাজ্ঞা আবার সেই লড়াইকে আরও কঠিন করে তুলেছে।

আয়ারল্যান্ডের বিপক্ষে ২-০ গোলে হারের ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ঐতিহাসিক লাল কার্ড পর্তুগালের ২০২৬ বিশ্বকাপ অভিযানে নতুন অনিশ্চয়তা তৈরি করেছে। আন্তর্জাতিক ফুটবলে ২২ বছরের ক্যারিয়ারে প্রথমবার লাল কার্ড দেখা এই তারকার নিষেধাজ্ঞা এখন বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ পর্যন্ত গড়াতে পারে, ফিফার শৃঙ্খলাবিধির কঠোরতার কারণেই।

ডাবলিনের আভিভা স্টেডিয়ামে ট্রয় প্যারোটের প্রথমার্ধের দুটি গোলে পিছিয়ে পড়ে পর্তুগাল। ম্যাচের ৩৭ মিনিটে বল-বিহীন সংঘর্ষে রোনাল্ডো আয়ারল্যান্ডের ডিফেন্ডার দারা ও’শিয়াকে কনুই মেরে ফেলার অভিযোগে প্রথমে হলুদ কার্ড দেখেন। পরে ভিএআর হস্তক্ষেপে তা সরাসরি লাল কার্ড।

বিশ্বকাপ মিস করার সম্ভাবনা কেন?
ফিফার শৃঙ্খলাবিধি অনুযায়ী, আক্রমণাত্মক আচরণ-বিশেষত প্রতিপক্ষকে কনুই মারা, ঘুষি মারা, লাথি মারা বা আঘাত করার মতো অপরাধে-ন্যূনতম তিন ম্যাচের নিষেধাজ্ঞা বাধ্যতামূলক।

ফলে সম্ভাব্য পরিস্থিতি দাঁড়াচ্ছে
যদি পর্তুগাল সরাসরি যোগ্যতা অর্জন করে, তবে রোনাল্ডো আর্মেনিয়ার বিপক্ষে শেষ বাছাইপর্ব ও বিশ্বকাপের প্রথম দুই গ্রুপ ম্যাচ মিস করবেন। যদি পর্তুগাল প্লে-অফে যায়, নিষেধাজ্ঞা সেখানেই পূর্ণ হবে-তাহলে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে তিনি ফিরতে পারেন। সবশেষে শৃঙ্খলাবিষয়ক কমিটির সিদ্ধান্তই নির্ধারণ করবে নিষেধাজ্ঞার প্রকৃত দৈর্ঘ্য।

Advertisement

পর্তুগালের কঠিন পথচলা
ডাবলিনে হারের ফলে গ্রুপ এফ আবারও টানটান। পর্তুগাল এখনও হাঙ্গেরির চেয়ে দুই পয়েন্ট এগিয়ে। আর্মেনিয়ার বিপক্ষে জয় পেলেই শীর্ষস্থানে থেকে বিশ্বকাপে সরাসরি টিকিট মিলবে। তবে রোনাল্ডো ছাড়া মাঠে নামার সম্ভাবনা দলের কৌশলকে কঠিন করে তুলেছে।
 

 

Read more!
Advertisement
Advertisement