Advertisement

Diamond Harbour FC: ব্রাইটের পর, ব্রাজিল অনূর্ধ্ব-২৩ দলে খেলা স্ট্রাইকারকে সই করাল ডায়মন্ড হারবার

আই লিগে ভাল ফলের আশায় ইতিমধ্যেই শক্তিশালী দল গঠনে নেমে পড়েছে ডায়মন্ড হারবার এফসি। একের পর এক চমক দিয়ে চলেছে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব। এর আগে ইস্টবেঙ্গলের প্রাক্তন তারকা ফুটবলার ব্রাইট এনোবাখারেকে সই করিয়েছে। আর এবার ক্লেইটন সিলভেইরাকে সই করাচ্ছে তাঁরা।

ক্লেইটন সিলভেইরাক্লেইটন সিলভেইরা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 27 Jun 2025,
  • अपडेटेड 12:50 PM IST

আই লিগে ভাল ফলের আশায় ইতিমধ্যেই শক্তিশালী দল গঠনে নেমে পড়েছে ডায়মন্ড হারবার এফসি। একের পর এক চমক দিয়ে চলেছে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব। এর আগে ইস্টবেঙ্গলের প্রাক্তন তারকা ফুটবলার ব্রাইট এনোবাখারেকে সই করিয়েছে। আর এবার ক্লেইটন সিলভেইরাকে সই করাচ্ছে তাঁরা। 

ব্রাজিলিয়ান তারকাকে দলে নিল কিবু ভিকুনার দল
দলবদলের বাজারে ইতিমধ্যেই সাড়া ফেলে দিয়েছে কিবু ভিকুনার দল। এবারে দলবদলে আবারও চমক দিল ডিএইচএফসি। ২৯ বছর বয়সী প্রাক্তন ব্রাজিল অনূর্ধ্ব-২৩ দলের ফরোয়ার্ড ক্লেইটন সিলভেইরাকে দলে নিয়েছে তারা। গত মরসুমে মালয়েশিয়ার দল পেরাক এফসিতে খেলছিলেন তিনি। ২৩টি ম্যাচে ১০টি গোল এবং ৯টি অ্যাসিস্ট করেছেন ক্লেইটন। এমন একজন ফুটবলার দলে আসায় কিবুর দলের শক্তি যে অনেকটাই বাড়ল, তা বলাই বাহুল্য।

তবে এই সইয়ের পরেই সমস্যায় পড়তে হয় ডায়মন্ড হারবার কর্তাদের। কারণ প্রায় সকলেই ভাবতে থাকেন, ইস্টবেঙ্গলে গত মরসুমে খেলে যাওয়া ক্লেইটন সিলভাকে দলে নিয়েছে কিবুর দল। তবে এই ভুল শোধরাতে আসরে নামেন কর্তারা। প্রেস রিলিজ দিয়ে এ ব্যাপারে সন্দেহ দূর করা হয়। নামের অনেকটা মিল থাকার পাশাপাশি ব্রাজিলিয়ান হওয়ায় এই ভুল হয় সাধারণ সমর্থকদের মধ্যে। 

আরও পড়ুন

মিরশাদকে দলে নিচ্ছে ডায়মন্ড হারবার?
তবে শুধুমাত্র দলের আপফ্রন্ট কিংবা রক্ষণভাগ নয়। তিন কাঠি সামাল দেওয়ার ক্ষেত্রেও এবার এক তারকা গোলরক্ষককে দলে নিশ্চিত করে ফেলল ডায়মন্ড হারবার এফসি। তিনি মিরশাদ মিচু। হ্যাঁ ঠিকই শুনেছেন। এবার দাপুটে গোলরক্ষককে নিশ্চিত করেছে ম্যানেজমেন্ট। তারপর দ্বিতীয় ডিভিশন আই লিগে সাফল্য আসার সুবাদে আসন্ন নয়া ফুটবল মরসুমে এবার দেশের দ্বিতীয় স্তরের সর্বভারতীয় ফুটবল টুর্নামেন্ট তথা প্রথম ডিভিশন আইলিগ খেলতে নামছে কিবু ভিকুনার এই ফুটবল ক্লাব। যারফলে, দেশের প্রথম ডিভিশন লিগের পাশাপাশি দ্বিতীয় ডিভিশন লিগে ও থাকল বাংলার ফুটবল দল। এক কথায় বলতে গেলে বাংলার ফুটবলে জানিস সন্দেহে বিরাট বড় পাওনা। তবে এই হেভিওয়েট টুর্নামেন্টের কথা মাথায় রেখে অনেক আগে থেকেই দল গঠনের কাজ শুরু করে দিয়েছিল ম্যানেজমেন্ট।

Advertisement
Read more!
Advertisement
Advertisement