Advertisement

Dipendu Biswas: ফুটবলটাই ছেড়ে দিতে চেয়েছিলেন, কীভাবে বদলাল মোহনবাগান তারকা দীপেন্দুর জীবন

ডুরান্ড কাপের (Durand Cup) পর আইএসএক-এ (ISL) ভাল খেলার পর, সুপার কাপে (Super Cup) সুযোগ পেতেই ফের নিজেকে প্রমাণ করলেন মোহনবাগান সুপার জায়েন্টের (Mohun Bagan Super Giant) ফুটবলার দীপেন্দু বিশ্বাস (Dipendu Biswas)। তারকা ডিফেন্ডারদের অনুপস্থিতিতে বাঙালি ডিফেন্ডার নিজের জাত চিনিয়েছেন। তবে দক্ষিণ ২৪ পরগনার চম্পাহাটির তরুণ প্রতিভা দীপেন্দু একটা সময় ফুটবল ছেড়েই দিতে চেয়েছিলেন।

দীপেন্দু বিশ্বাসদীপেন্দু বিশ্বাস
Aajtak Bangla
  • কলকাতা,
  • 27 Apr 2025,
  • अपडेटेड 12:59 PM IST

ডুরান্ড কাপের (Durand Cup) পর আইএসএক-এ (ISL) ভাল খেলার পর, সুপার কাপে (Super Cup) সুযোগ পেতেই ফের নিজেকে প্রমাণ করলেন মোহনবাগান সুপার জায়েন্টের (Mohun Bagan Super Giant) ফুটবলার দীপেন্দু বিশ্বাস (Dipendu Biswas)। তারকা ডিফেন্ডারদের অনুপস্থিতিতে বাঙালি ডিফেন্ডার নিজের জাত চিনিয়েছেন। তবে দক্ষিণ ২৪ পরগনার চম্পাহাটির তরুণ প্রতিভা দীপেন্দু একটা সময় ফুটবল ছেড়েই দিতে চেয়েছিলেন।

কী হয়েছিল দীপেন্দুর?
ইন্ডিয়ান সুপার লিগের (Indian Super League) ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে মোহনবাগানের এই তরুণ ডিফেন্ডার জানিয়েছেন, করোনা মহামারীকালে তাঁর ফুটবল কেরিয়ার একেবারে শেষের পর্যায়ে চলে গিয়েছিল। এ প্রসঙ্গে বাগান তারকার বক্তব্য, 'কোভিডের সময় মনে হয়েছিল, আর কিছুই হবে না। হয়তো শেষ পর্যন্ত ফুটবল ছেড়েই দিতে হবে।'

দীপেন্দু আরও বলেন, 'হয়তো পুরোপুরি ফুটবল ছেড়ে দেওয়ার কথা কখনই ভাবিনি। তবে সেই সময়ে খেলতে চাওয়ার মতো ইচ্ছেটাই চলে গিয়েছিল। তবে আমি ভবিষ্যতে কিছু করে দেখাতে চেয়েছিলাম। আর সেটাই ছিল আমার একান্ত মোটিভেশন। তাই ফুটবল ছাড়িনি।' সবুজ মেরুনের উদীয়মান তারকার সংযোজন, আমি যখন ফুটবল শুরু করি তখন বাবা মা ছাড়া আমাকে সেভাবে কেউ সমর্থন করেনি। ফুটবল খেলার জন্য বাবা মায়ের কাছে কখনই ধমক শুনতে হয়নি। বদলে প্রতি ম্যাচে ভাল পারফরমেন্স দেওয়ার জন্য আমাকে অনুপ্রাণিত করেছেন। আজ যেটুকু যা হয়েছি তাতে ওরা খুব খুশি। সবশেষে দীপেন্দু জানিয়েছিলেন, আমি সবার আগে একজন মোহনবাগান সমর্থক, তারপর সবকিছু!

দারুণ ছন্দে দীপেন্দু বিশ্বাস
ISL-র ৫ ম্যাচে দলের হয়ে গোল অক্ষত রাখতে সাহায্য করেছেন এই দীপেন্দু। তাছাড়াও গোল ও আসিস্ট গোল করেছেন তিনি। মোহনবাগানের হয়ে নিজের উজ্জ্বল কেরিয়ারের সূত্রপাত করা এই খেলোয়াড়ের এই অতীত চোখে জল আনবে। প্রতি ম্যাচেই নিজেকে ছন্দে ধরে রেখে বাগান কর্তাদের মুখের হাসি চওড়া করেছেন তিনি। এবার তাঁর হাত ধরে মোহনবাগান ট্রেবেল করতে পারেন কিনা সেটাই দেখার। 

Advertisement
Read more!
Advertisement
Advertisement