Advertisement

Durand Cup 2025 Final: অভিষেকের ক্লাবকে হাফ ডজন গোল দিয়ে ডুরান্ড চ্যাম্পিয়ন নর্থ ইস্ট

পরপর দুইবার কলকাতা থেকে ট্রফি নিয়ে গেল নর্থ ইস্ট ইউনাইটেড। শেষ হল ডায়মন্ড হারবার এফসির স্বপ্নের দৌড়। অভিষেক বন্দোপাধ্যায়ের ক্লাবকে ৬-১ গোলে হারিয়ে ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হল বলিউড তারকা জন অ্যাব্রাহামের দল। গোটা ম্যাচ জুড়েই দাপটের সঙ্গে খেলে গতবারের চ্যাম্পিয়নরা। ওপেন ফুটবল খেলতে গিয়েি বারবার সমস্যায় পড়ে কিবু ভিকুনার ডায়মন্ড হারবার এফসি।  

নর্থ ইস্টনর্থ ইস্ট
Aajtak Bangla
  • কলকাতা,
  • 23 Aug 2025,
  • अपडेटेड 7:34 PM IST
  • বড় ব্যবধানে হারল ডায়মন্ড হারবার
  • পরপর দুইবার ডুরান্ড কাপ জিতল নর্থ ইস্ট

পরপর দুইবার কলকাতা থেকে ট্রফি নিয়ে গেল নর্থ ইস্ট ইউনাইটেড। শেষ হল ডায়মন্ড হারবার এফসির স্বপ্নের দৌড়। অভিষেক বন্দোপাধ্যায়ের ক্লাবকে ৬-১ গোলে হারিয়ে ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হল বলিউড তারকা জন অ্যাব্রাহামের দল। গোটা ম্যাচ জুড়েই দাপটের সঙ্গে খেলে গতবারের চ্যাম্পিয়নরা। ওপেন ফুটবল খেলতে গিয়েি বারবার সমস্যায় পড়ে কিবু ভিকুনার ডায়মন্ড হারবার এফসি।  

প্রথম গোল আসিরের
ম্যাচের ১৮ মিনিটে প্রথম সুযোগ পেয়ে গিয়েছিল ডায়মন্ড হারবার এফসি। জবি জাস্টিনের পাশ থেকে মিকেল ঠিকভাবে বল ধরতে পারলে ম্যাচে এগিয়ে যেতে পারত কলকাতার এই ক্লাব। তবে তা হয়নি। ২৯ মিনিটে সহজ সুযোগ নষ্ট করেন পার্থিব গগৈ। প্রায় ফাঁকা গোলে বল ঠেলতে ব্যর্থ হন তিনি। তবে প্রথমার্ধেই ২ গোলে এগিয়ে যায় নর্থ ইস্ট ইউনাইটেড। প্রথম গোলটা আসে আসির আক্তারের পা থেকে। ম্যাচের বয়স তখন ৩০ মিনিট।

প্রথমার্ধেই ২ গোল
ডায়মন্ড হারবারকে দ্বিতীয় ধাক্কা দেন পার্থিব গোগৈ। প্রথমার্ধের অতিরিক্ত সময় ব্যবধান বাড়ায় হাইল্যান্ডাররা। বক্সের ভেতরে আলাদিন পাস দেন পার্থিব গগৈকে। তিনি বক্সের বাঁদিক থেকে দুর্দান্ত শট নেন। আটকাতে পারেননি ডায়মন্ড হারবার গোলকিপার মিরশাদ মিচু। ২-০ গোলেই শেষ হয় প্রথমার্ধের খেলা। 

দ্বিতীয়ার্ধের শুরুতেই বাড়ে ব্যবধান
দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান আরও বাড়িয়ে ফেলে নর্থ ইস্ট। মাঝমাঠ থেকে বল পান আলাদিন আজারি। প্রচন্ত গতিতে বিপক্ষের বক্সে ঢুকে ডান পায়ের ইনস্টেপে বল বাড়ালেন থই সিংকে। আর তিনি ফাঁকায় বল ঠেললেন। ৬১ মিনিটে ফের সুযোগ পায় নর্থ ইস্ট। বাঁ দিক থেকে আলাদিন আজারির শট কিছুটা বাইরে দিয়ে চলে যায়। 

ব্যবধান কমায় ডায়মন্ড হারবার
৬৯ মিনিটে ব্যবধান কমায় ডায়মন্ড হারবার। রবি হাঁসদার কর্নার থেকে একটু পেছনের দিক থেকে হেড করেন জবি জাস্টিন। সেই হেডে তেমন জোর না থাকলেও, লুকা মাজসেনের গায়ে গেলে বলের দিক বদলে যায়। নর্থ ইস্ট গোলকিপার গুরমীত সিং তখন একবারে উল্টো দিকে ছিলেন। ফেরত আসতে পারেননি তিনি।

Advertisement

দুই দলে কারা?
ডায়মন্ড হারবারের দল: মিকেল কোর্তাজ়ার, লালিয়ানসাঙ্গা রেনথেলেই, পল, রবিলাল মান্ডি, সাউরুথকিমা, জবি জাস্টিন, মিরশাদ মিচু, অজিত কুমার, স্যামুয়েল লালমপুইয়া, গিরিক খোসলা, লুকা মাজসেন।

নর্থইস্ট ইউনাইটেড FC-র প্রথম একাদশ: গুরমীত সিং, রিদিম ত্লাং, আসির আখতার, মিকেল জাবাকো (ক্যাপ্টেন), বুয়ানথাংলুন সামতে, অ্যান্ডি রদ্রিগেজ, মায়াক্কানন, চেমা, থই সিং, পার্থিব গগোই, আলাদিন আজারেই।
  

Read more!
Advertisement
Advertisement