Advertisement

Jason Cummings: ইস্টবেঙ্গল ফ্যানদের মধ্যমা, ডার্বি হেরে অসভ্যতা মোহনবাগান তারকার

ডার্বি জিতে আনন্দে আত্মহারা ইস্টবেঙ্গল সমর্থকরা (East Bengal Fans)। ডুরান্ড কাপ ২০২৫ (Durand Cup 2025) কোয়ার্টার ফাইনালে মোহনবাগানের সুপার জায়েন্টের (Mohun Bagan Super Giant) বিরুদ্ধে ইস্টবেঙ্গলের (East Bengal) ২-১ গোলে জয়ের পর কামিংস যখন টিম বাসে উঠছিলেন তখন এই ঘটনা ঘটে। ইস্টবেঙ্গলের ভক্তরা 'জয় ইস্টবেঙ্গল' স্লোগান দেওয়ায়, জেসন কামিন্স অশ্লীল অঙ্গভঙ্গি করেন, যা সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ক্ষোভের জন্ম দিয়েছে।

জেসন কামিন্সজেসন কামিন্স
Aajtak Bangla
  • কলকাতা,
  • 18 Aug 2025,
  • अपडेटेड 6:40 AM IST

ডার্বি জিতে আনন্দে আত্মহারা ইস্টবেঙ্গল সমর্থকরা (East Bengal Fans)। ডুরান্ড কাপ ২০২৫ (Durand Cup 2025) কোয়ার্টার ফাইনালে মোহনবাগানের সুপার জায়েন্টের (Mohun Bagan Super Giant) বিরুদ্ধে ইস্টবেঙ্গলের (East Bengal) ২-১ গোলে জয়ের পর কামিংস যখন টিম বাসে উঠছিলেন তখন এই ঘটনা ঘটে। ইস্টবেঙ্গলের ভক্তরা 'জয় ইস্টবেঙ্গল' স্লোগান দেওয়ায়, জেসন কামিন্স অশ্লীল অঙ্গভঙ্গি করেন, যা সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ক্ষোভের জন্ম দিয়েছে।

কামিন্সের এই কাজ, ২০০৫ সালে ইডেন গার্ডেন্সে প্রাক্তন অস্ট্রেলিয়ান ক্রিকেটার গ্রেগ চ্যাপেলের অঙ্গভঙ্গির কথা মনে করিয়ে দেয়। দু'জনেই অস্ট্রেলিয়ান। রবিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে ইস্টবেঙ্গলের বিপক্ষে কলকাতা ডার্বি ম্যাচের পরে মোহনবাগানের জেসন কামিন্স সমর্থকদের মধ্যমা দেখিয়ে জড়ালেন নতুন বিতর্কে। ডার্বির আগের দিন বড় মুখ করে জেসন কামিন্স বলেছিলেন, 'ইস্টবেঙ্গলকে পরোয়া করি না।' আর তারপর ম্যাচ হেরে করলেন এই কাজ। ফলে বড় বিতর্কে অজি তারকা। 

দিমিত্রিয়াস ডিমান্টাকোস ৩৮ মিনিটে পেনাল্টি এবং ৫২ মিনিটে আরেকটি গোল করে ইস্টবেঙ্গলকে ২-০ ব্যবধানে এগিয়ে যায়। ৬৭ মিনিটে অনিরুদ্ধ থাপার অসাধারণ কার্লিং শট ব্যবধান ২-১-এ কমিয়ে আনে। তবে সেটা ম্যাচ জেতানোর জন্য যথেষ্ট ছিল না। 

আরও পড়ুন

ম্যাচে খুব বেশি বিতর্ক হয়নি, মোহনবাগান সমর্থকরা পেনাল্টি নিয়ে বেশ ক্ষুব্ধ ছিলেন যার ফলে ডিমান্টাকোস প্রথম গোল পান। ইস্টবেঙ্গলের কোচ অস্কার ব্রুজো তার দলের আবেগ নিয়ন্ত্রণ এবং মাঠে মনোনিবেশ করার উপর জোর দেন, অন্যদিকে মোহনবাগানের কোচ জোসে মোলিনা গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের আঘাতের কারণে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিলেন।

গত বেশ কয়েক বছর ধরেই ডার্বিতে বারাবার ফেভারিট মোহনবাগান। এদিনও মাঠে নামার আগে তারাই এগিয়েছিল। তবে ম্যাচ শুরু হতেই ইস্টবেঙ্গল অন্য ফর্মে। একের পর আক্রমণ তুলে এনে বিশাল কাইথকে দুবার পরীক্ষা করে নেওয়ার পরেই পেনাল্টি পায় লাল-হলুদ। গোল করেন গ্রীক তারকা। ৫২ মিনিটে হাফ টার্নে দারুণ শটে বল ফের জালে জড়ান ডিমানটাকোস। এরপর ১ গোল ফেরত দিলেও তা জেতার জন্য যথেষ্ট ছিল না।

Advertisement

প্রতিবেদক-অনির্বাণ সিংহ রায়

Read more!
Advertisement
Advertisement