টানা দুই বছর যুবভারতীতে ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হয়ে গেল নর্থইস্ট ইউনাইটেড এফসি। অভিষেকেই ডুরান্ড ফাইনালে পৌঁছেও আশাহত ডায়মন্ড হারবার এফসি। শনিবারের যুবভারতীতে নথইস্টকে সমর্থন করতে এসেছিলেন প্রায় জনা পাঁচশো সমর্থক। তিরিশ হাজারের দর্শকের মধ্যে বাকিটা ছিল ডায়মন্ড হারবারের সমর্থকরা। তবুও কেন ৬-১ গোলে হারতে হল দলকে? মুখ খুললেন কোচ কিবু ভিকুনা।
হারের বল কী বলছেন কিবু?
ফাইনালে পৌঁছেও স্বপ্নভঙ্গ হল কিবু ভিকুনার ডায়মন্ড হারবার এফসির। তবে প্রথমবার কোনও টুর্নামেন্টে অংশগ্রহণ করে আইএসএল দলগুলিকে হারিয়ে ফাইনালে পৌঁছনোই যে বড় ব্যাপার, মনে করিয়ে দিলেন কিবু ভিকুনা। তিনি বলেন, 'খারাপ ভাবে হারলাম। ছয় গোল অনেক বড় ব্যবধানে হার। ৩-১ যখন হয়েছে, তখনও লড়াইয়ে ছিল দল। তার পর আরও একটি গোল খেয়ে যাওয়ার পর, সমস্ত পরিকল্পনা ঘেঁটে যায়। আলাদিন আজারি ও অন্যান। বিদেশিরা পার্থক্য গড়ে দিয়েছে। তবে আমি আশাবাদী আইলিগের আগে আমাদের দল আবারও ভালো খেলবে।'
নীল-লাল পতাকা ও জার্সি পরিহিত অগণিত পতাকা। ডায়মন্ড হারবার দলের প্রশংসা করে নেমেছে বড় বড় টিফো। সকলেই এসেছিলেন ঘরের মাঠে ডায়মন্ড হারবারের জয় দেখতে। সেই আশায় জল ঢেলে দিলেন নথইস্ট ইউনাইটেডের গোটা দল ও কোচ পেদ্রো বেনালি। সাংবাদিক সম্মেলন চলাকালীনই ঢুকে কোচকে নিয়ে শ্যাম্পেন সেলিব্রেশনে মাতলেন নথইস্ট ফুটবলাররা।
প্রতিপক্ষকে সম্মান নর্থ ইস্ট কোচের
নর্থইস্ট কোচ বলেন, 'ডায়মন্ড হারবার খুব ভালো দল। তবে আজ ওদের দিন ছিল না। কোচ এবং খেলোয়াড়েরা খুবই ভালো। এই কয়েক বছরে ওরা যেভাবে নিজেদের উন্নতি করেছে তা অসাধারণ। আশা করছি আইলিগ চ্যাম্পিয়ন হয়ে খুব শীঘ্রই ওরা আইএসএল খেলবে। আমি আমার দলকে নিয়ে খুশি। জিতে ভালো লাগছে। তবে ওদের দলের মান অনুযায়ী, রেজাল্ট ৬-১ হওয়া উচিত হয়নি, ৩-১ হতে পারত। তবে এটাই ফুটবল। একটা দলকে জিততেই হবে, সে ব্যবধান যাই হোক না কেন। কোনও একজন খেলোয়াড়কে কৃতিত্ব দেব না, সকলের মিলিত সাফল্য।'
শনিবারের ম্যাচে প্রথমার্ধেই ২ গোলে এগিয়ে গিয়েছিল নর্থ ইস্ট। বাকি গোলগুলো হয় দ্বিতীয়ার্ধে। ম্যাচের একেবারে শেষ লগ্নে পেনাল্টি থেকে গোল করেন আলাদিন আজারেই। তবে বাকি ম্যাচেও দারুণ ফুটবল খেলে গিয়েছেন এই তারকা ফুটবলার।