Advertisement

Mohun Bagan: 'ওরা আরও একটু প্রেস করলে...' ৩-১ গোলে ম্যাচ জিতেও মহমেডানকে প্রসংসা মোহনবাগান কোচের

মরসুমের প্রথম ম্যাচ। বিদেশিদের ছাড়াই ডুরান্ড কাপের প্রথম ম্যাচে দল নিয়েই মহমেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে মাঠে নেমেছিল মোহনবাগান সুপার জায়েন্ট। বিদেশি না থাকলেও, সাদা-কালো ব্রিগেডকে ৩-১ গোলে হারিয়ে দিল সবুজ-মেরুন। মেহেরাজউদ্দিন ওয়াডুর রক্ষণকে একাই ছারখার করে দিলেন লিস্টন কোলাসো। 

মোহনবাগানমোহনবাগান
Aajtak Bangla
  • কলকাতা,
  • 01 Aug 2025,
  • अपडेटेड 10:09 AM IST

মরসুমের প্রথম ম্যাচ। বিদেশিদের ছাড়াই ডুরান্ড কাপের প্রথম ম্যাচে দল নিয়েই মহমেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে মাঠে নেমেছিল মোহনবাগান সুপার জায়েন্ট। বিদেশি না থাকলেও, সাদা-কালো ব্রিগেডকে ৩-১ গোলে হারিয়ে দিল সবুজ-মেরুন। মেহেরাজউদ্দিন ওয়াডুর রক্ষণকে একাই ছারখার করে দিলেন লিস্টন কোলাসো। 

ডুরান্ড কাপের প্রথম ম্যাচেই জোড়া গোল করে, গোল করিয়ে ম্যাচের নায়ক লিস্টন। যদিও ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একা লিস্টন কে কৃতিত্ব দিতে চাইলেন না মোহনবাগান কোচ বাস্তব রায়। মহামেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে মসৃণ জয়ের পিছনে অন্যতম কারণ হিসেবে, দলগত প্রচেষ্টাকেই ফুল মার্কস দিলেন তিনি। বাস্তব রায় বলেন, 'আমি কোনও একজন ফুটবলারকে কৃতিত্ব দিতে চাই না। এটা দলগত জয়। প্রথমার্ধে দশজনে হয়ে যাওয়ার পর, সবাই ঐক্যবদ্ধভাবে লড়াই করেছে।'

অন্যদিকে, মরসুমের প্রথম ম্যাচে জোড়া গোল করে উচ্ছ্বসিত লিস্টন কোলাসো। গত বছর বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। সাম্প্রতিক সাফল্যের জন্য সেই 'লেডি লাক'-কে ধন্যবাদ জানালেন লিস্টন। লিস্টন বলেন, 'আজকের গোল আমি আমার পরিবার এবং আমার স্ত্রী-কে উৎসর্গ করাতে চাই।' 

ম্যাচের ২৩ মিনিটের মাথায় ফ্রি কিক থেকে দুর্দান্ত গোল করেন লিস্টন। এই প্রসঙ্গে তিনি বললেন, 'পরিশ্রম আর অধ্যাবসায় সাফল্য এনে দেয়। আমিও সেই পথেই হাঁটতে চাই।' পাশাপাশি, ডার্বিতে তিন পয়েন্ট স্বস্তি দিচ্ছে বাস্তব রায়কে। তবে মহমেডানের প্রসংসাও শোনা গেল তাঁর মুখে। ম্যাচে টানা দলগত সংহতির উপর ভর করে ফুটবল খেলে গিয়েছে তারা। দলে কোনও নামী তারকা নেই, বিদেশি তো অনেক দূরের ব্যাপার। ১০ জনের মোহনবাগান যে কিছুটা আতঙ্কিত হয়ে পড়েছিল তা স্পষ্ট বাস্তবের কথাতেই। তিনি বলেন, 'অরা আরও একটু প্রেস করলে সমস্যা হত। একটা দল খেলেছে। যেটা ভয়ঙ্কর। তাই মহমেডানও দারুণ।'  

এদিকে শহরে পৌঁছে গিয়েছেন হেড কোচ হোসে মলিনা। প্রসঙ্গত, আজ থেকেই হেড কোচ হোসে মোলিনার তত্ত্বাবধানে অনুশীলন শুরু করছে মোহনবাগান।

Advertisement
Read more!
Advertisement
Advertisement