Advertisement

Durand Cup 2025 Mohun Bagan: BSF-এর বিরুদ্ধে আজ নামছে মোহনবাগান, দলে ফিরছেন এই তারকা

সোমবার বিএসএফের বিরুদ্ধে ডুরান্ড কাপের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে মোহনবাগান সুপার জায়েন্ট। প্রথম ম্যাচে সহজ জয়ের পর মোহনবাগান ফুটবলারদের আত্মবিশ্বাস বেড়েছে। ইতিমধ্যেই দলের দায়িত্ব নিয়েছেন স্প্যানিশ কোচ হোসে মোলিনা। তবে গ্রুপের অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ বিএসএফকেও সমীহ করছেন সবুজ-মেরুন কোচ।

মোহনবাগানমোহনবাগান
  • 04 Aug 2025,
  • अपडेटेड 10:28 AM IST

সোমবার বিএসএফের বিরুদ্ধে ডুরান্ড কাপের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে মোহনবাগান সুপার জায়েন্ট। প্রথম ম্যাচে সহজ জয়ের পর মোহনবাগান ফুটবলারদের আত্মবিশ্বাস বেড়েছে। ইতিমধ্যেই দলের দায়িত্ব নিয়েছেন স্প্যানিশ কোচ হোসে মোলিনা। তবে গ্রুপের অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ বিএসএফকেও সমীহ করছেন সবুজ-মেরুন কোচ। 

মোহনবাগান জনতার জন্য খুশির খবর, সুস্থ হয়ে এই ম্যাচেই মাঠে ফিরছেন মনবীর। প্রতিপক্ষ বিএসএফের বেশ কিছু ফুটবলার মনবীরের পূর্ব পরিচিত। যদিও বর্তমানে পঞ্জাব থেকে ফুটবলার উঠে আসা কমে যাওয়ায় আক্ষেপ মনবীরের। জেসিটির মত দলের অবলুপ্তি এই শূন্যতার মূল কারণ বলে মনে করছেন তিনি। অনুশীলন শেষে আড্ডার মেজাজেই নিজের আক্ষেপের কথা জানালেন তিনি।

বিএসএফের বিরুদ্ধে মোলিনার প্রথম একাদশে সমূহ পরিবর্তনের সম্ভবনা নেই। কিয়ান নাসিরির বদলে রাইট উইংয়ে খেলবেন মনবীর। পাশাপাশি, একমাত্র বিদেশি হিসাবে দীপেন্দু বিশ্বাসের সঙ্গে রক্ষণ সামলাবেন টম অলড্রেড। সেক্ষেত্রে আপুইয়ার জায়গায় খেলবেন দীপক টাংরি। শেষ ম্যাচে লাল কার্ড দেখায় এক ম্যাচ নির্বাসিত হয়েছেন আপুইয়া। বাকি দলে পরিবর্তন আসার সম্ভবনা নেই। তবে দ্বিতীয়ার্ধে আলবার্তো রদ্রিগেজকে মাঠে নামিয়ে দেখে নিতে পারেন হোসে মোলিনা।

অন্যদিকে, এদিন সাংবাদিক সম্মেলনে হোসে মোলিনা বলেন, 'বিএসএফ আমাদের কাছে একেবারে অচেনা প্রতিপক্ষ। আমাদের প্রথম লক্ষ্য জয়। আপাতত গোল পার্থক্য নিয়ে ভাবছি না।' প্রথম ম্যাচে সহজ জয়ের পরেও দলের ফিটনেস নিয়ে চিজিত বাগান কোচ। মোলিনা বলেন, "আমরা প্রথম ম্যাচ জিতেছি। তবে সকলের ফিটনেস এখনও ঠিক জায়গায় নেই। বাকি দলেরও একই অবস্থা। যদিও এটা কোনও অজুহাত হওয়া উচিৎ নয়। অন্যদিকে, গত মরশুমে জোড়া ট্রফি জয়ী কোচ বলেন, 'গত বছর যা হয়ে গিয়েছে তা এখন অতীত। আমাদের আবার শূন্য থেকে শুরু করতে হবে।'

হাতে এই মুহূর্তে বিদেশি স্ট্রাইকার নেই। বিদেশি অ্যাটাকিং মিডফিল্ডার নেই। তবু গোলের বন্যা চাই। বিএসএফের বিরুদ্ধে সোমবার ডুরান্ড কাপের দ্বিতীয় ম্যাচে নামার আগে এটাই মোহনবাগানের চাওয়া-পাওয়া। শুধু জয় নয়। পাখির চোখ বড় জয়ে। ডায়মন্ড হারবার এফসি নিজেদের ম্যাচে বিএসএফকে ৮-১ গোলে হারিয়ে সব হিসেব তালগোল পাকিয়ে দিয়েছে। তাই গ্রুপ শীর্ষে যেতে গেলে গোলের মোহনবাগানের ব্যবধান বাড়িয়ে নেওয়ার সুযোগ সোমবারই। না হলে শেষ ম্যাচে হারাতেই হবে ডায়মন্ড হারবারকে।

Advertisement
Read more!
Advertisement
Advertisement