১৭ জুলাই ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হচ্ছে মোহনবাগান সুপার জায়েন্ট ও ইস্টবেঙ্গল। এই ম্যাচের কথা ঘোষণা হওয়ার পর থেকেই টিকিট কবে থেকে পাওয়া যাবে তা নিয়ে নানা জল্পনা শোনা যাচ্ছিল। ডার্বি ম্যাচের আগে মাত্র চারদিন সময়। এর মধ্যে কীভাবে টিকিট কাটবেন দর্শকরা তা নিয়েও নানা আলোচনা চলছিল। তবে সেই সমস্ত জল্পনারও অবসান ঘটে গেল বুধবার।
কবে কীভাবে কাটবেন টিকিট?
জানিয়ে দেওয়া হল, বৃহস্পতিবার থেকে অনলাইনে টিকিট কাটতে পারবেন দর্শকরা। সকাল ১১টা থেকে কাটা যাবে এই টিকিট। বুক মাই শো-র অ্যাপ বা ওয়েবসাইট থেকে কেটে ফেলতে পারবেন ম্যাচের টিকিট। পাশাপাশি এই টিকিট রিডিম করতে পারবেন মহমেডান স্পোর্টিং মাঠ থেকে। কাল থেকেই রিডম করার সুযোগ পাবেন দর্শকরা।
উপভোগ্য ডার্বির অপেক্ষায় সমর্থকরা
সাধারণভাবে গত কয়েকবছরেই দেখা গিয়েছে, গ্রুপ পর্বেই ডার্বি হয়েছে। মরসুম শুরুতে এই ডার্বি নিয়ে আলাদা উন্মাদনা থাকেই। দুই দলের সমর্থক, কোচরাই ইজের দলের শক্তি দুর্বলতা দেখে নিতে চান। যা তাদের বাকি মরসুমে দারুণ সাহায্য করে। তবে এবার গ্রুপ পর্বে দুই দলের এই দ্বৈরথ দেখার সুযোগ হয়নি দর্শকদের। দুই দলই ছিল আলাদা গ্রুপে। তবে শেষ আটের লড়াইয়ে দেখা হবে দুই প্রবল প্রতিপক্ষের। এ মরসুমের ডার্বির হিসেবের কথা বললে, পিছিয়ে রয়েছে মোহনবাগান। কলকাতা লিগে হারতে হয়েছে ইস্টবেঙ্গলের কাছে। এবার সেই হিসেব বরাবর করতে নামবে সবুজ-মেরুন ব্রিগেড। দুই দলই দারুণ ছন্দে। বিদেশিরাও এসে গিয়েছেন। ফলে দারুণ একটা ম্যাচ হবে বলে আশা করছেন সদস্য সমর্থকরা।
ডুরান্ড কাপের প্রথম কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে শিলং লাজং এবং ইন্ডিয়ান নেভি। দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল হবে নর্থইস্ট ইউনাইটেড এবং বড়োল্যান্ডের মধ্যে। এই দুটি ম্যাচ হবে ১৬ অগাস্ট। পরদিন ১৭ অগাস্ট জামসেদপুরে ডায়মন্ড হারবার এফসি ও জামসেদপুর। আর ডুরান্ডের সব থেকে হাইভোল্টেজ ম্যাচ হবে সেদিনই সন্ধে সাতটা থেকে।
প্রথমে যদিও শোনা গিয়েছিল, রবিবার কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে ডায়মন্ড হারবার ও ইস্টবেঙ্গল। সেদিনই মোহনবাগান ও জামসেদপুর এফসির মুখোমুখি হওয়ার কথা কানে আসছিল। কিন্তু পরে চূড়ান্ত সূচিতে কর্তৃপক্ষ জানিয়ে দেয়, দুই প্রধান দলই মুখোমুখি হচ্ছে কোয়ার্টারে। সুতরাং কোয়ার্টার ফাইনাল থেকেই এক দলের বিদায় নিশ্চিত।