Advertisement

Indian Football: FIFA ব্যান করতে পারে AIFF-কে, 'বিপদ' দেখে কী বলছে মোহনবাগান, ইস্টবেঙ্গল?

ফিফার পক্ষ থেকে দ্রুত সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে নির্বাচন করার নির্দেশ দেওয়া হয়েছে। আর তা না হলে ফের নির্বাসনের মুখে পড়তে হবে ভারতীয় ফুটবলকে। সেক্ষেত্রে বিরাট সমস্যায় পড়তে হবে ভারতের সমস্ত ক্লাব সহ জাতীয় দলের ফুটবলারদেরও। প্রাক্তন ফেডারেশন সভাপতি প্রফুল প্যাটেলের সময়ও এই ঘটনা ঘটেছিল।

মোহনবাগান ও ইস্টবেঙ্গলমোহনবাগান ও ইস্টবেঙ্গল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 28 Aug 2025,
  • अपडेटेड 12:18 PM IST

ফিফার পক্ষ থেকে দ্রুত সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে নির্বাচন করার নির্দেশ দেওয়া হয়েছে। আর তা না হলে ফের নির্বাসনের মুখে পড়তে হবে ভারতীয় ফুটবলকে। সেক্ষেত্রে বিরাট সমস্যায় পড়তে হবে ভারতের সমস্ত ক্লাব সহ জাতীয় দলের ফুটবলারদেরও। প্রাক্তন ফেডারেশন সভাপতি প্রফুল প্যাটেলের সময়ও এই ঘটনা ঘটেছিল। 

কী হতে পারে?
প্রথমত এএফসি-র টুর্নামেন্টে খেলছে ভারতের তিন দল। মোহনবাগান সুপার জায়েন্ট, ইস্টবেঙ্গলের মেয়েদের দল আর এফসি গোয়া। এই তিন দলই এই টুর্নামেন্টে অংশ নিতে পারবে না। এর পাশাপাশি ভারতের ফুটবল দলেরও কিছু গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে, কাফা কাপ খেলা বন্ধ হতে পারে, এর সঙ্গেই রয়েছে এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার। সেটাতেও খেলার ছাড়পত্র পাবে না ব্লু টাইগার্সরা।

৩০ অক্টোবর ডেডলাইন
২৮ আগস্ট শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। এড়পরেও ৩০ অক্টোবর অবধি সময় পাবে ফেডারেশন। এর মধ্যে সংবিধান সংশোধন করে ভোট করতে হবে। তা না হলেই ব্যান হবে ফেডারেশন। ফিফার দেওয়া চিঠিতে এ কথা জানিয়ে দেওয়া হয়েছে।  চিঠি অনুসারে, সংশোধিত সংবিধানটি ফিফা এবং এএফসি আইন ও বিধিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। চিঠিতে বলা হয়েছে, এই সময়সূচি পূরণ করতে ব্যর্থ হলে পরবর্তী বিবেচনা ও সিদ্ধান্তের জন্য ফিফার সংশ্লিষ্ট সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থার কাছে বিষয়টি পাঠানো ছাড়া আর কোনও বিকল্প থাকবে না।'

২০১৭ সাল থেকে সংবিধান নেই ফেডারেশনের 
২০১৭ সালের পর সুপ্রিম কোর্টে নতুন সংবিধান নিয়ে মামলা এখনও বিচারাধীন। বারবার অনুরোধ করা সত্ত্বেও এআইএফএফের স্পষ্ট এবং স্বচ্ছ প্রশাসনিক কাঠামো তৈরি করা হয়নি। ফলে ভারতীয় ফুটবলে এক অপূরণীয় শূন্যতা এবং আইনি অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে মনে করছে ফিফা।

কী বলছেন ক্লাব কর্তারা?
কলকাতার দুই বড় ক্লাব ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপার জায়েন্ট এ ব্যাপারে সোচ্চার। ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে ডার্বির দিন, ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবেকে নিয়ে টিফোতেও কড়া সমালোচনা করেছিলেন মোহনবাগান সমর্থকরা। কর্তারাও দীর্ঘদিন ধরে চলতে থাকা এই অচলাবস্থার জেরে ক্ষুব্ধ। ইস্টবেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকার বলেন, 'এর জেরে সমস্ত দলই বিপদে পড়বে। শুধু তো ইস্টবেঙ্গল এএফসি খেলছে না, মোহনবাগান আছে, এফসি গোয়া আছে। সামগ্রিক ফুটবলের বিরাট ক্ষতি হবে।' পাশাপাশি তিনি ফের প্রেসিডেন্ট হিসেবে প্রফুল প্যাটেলকেই দেখতে চান বলেও জানিয়ে দিয়েছেন। মোহনবাগান সভাপতি দেবাশিস দত্ত বলেন, 'ফেডারেশনের দয়ায় এবার, এমএলএ কাপ, কাউন্সিলর কাপ খেলতে হবে।'     

Advertisement

Read more!
Advertisement
Advertisement