Advertisement

East Bengal: মুম্বই ম্যাচের আগে আনোয়ার-সৌভিকদের চোট, খেলতে পারবেন তারকারা?

নতুন বছরের শুরুতেই মুম্বই সিটি এফসি ম্যাচ। তবে এই ম্যাচের আগে ইস্টবেঙ্গলের সমস্যা সেই চোট আঘাত। হায়দরাবাদের বিরুদ্ধে এগিয়ে থেকেও ড্র করতে হয়েছে। মুম্বই ম্যাচ জিততে হবে। ডার্বির আগে জয় খুব জরুরি ইস্টবেঙ্গলের জন্য। এর মধ্যেই দল যেন এক মিনি হাসপাতাল। 

East Bengal team East Bengal team
Aajtak Bangla
  • কলকাতা,
  • 04 Jan 2025,
  • अपडेटेड 9:07 AM IST

নতুন বছরের শুরুতেই মুম্বই সিটি এফসি ম্যাচ। তবে এই ম্যাচের আগে ইস্টবেঙ্গলের সমস্যা সেই চোট আঘাত। হায়দরাবাদের বিরুদ্ধে এগিয়ে থেকেও ড্র করতে হয়েছে। মুম্বই ম্যাচ জিততে হবে। ডার্বির আগে জয় খুব জরুরি ইস্টবেঙ্গলের জন্য। এর মধ্যেই দল যেন এক মিনি হাসপাতাল। 

বৃহস্পতিবার অনুশীলনে দেখা গিয়েছিল মাঠের বাইরে বসে রয়েছেন রক্ষনের অন্যতম স্তস্ত আনোয়ার আলি ও লালচুংনুঙ্গা। পাশাপাশি চোট রয়েছে সৌভিক চক্রবর্তীরও। শুক্রবার পুরোপুরি রিহ্যাব শুরু করেছেন আনোয়ার। সেখানে তাঁর সঙ্গী হলেন দলের আরেক ডিফেন্ডার লালচুংনুঙ্গা। তারকা ফুটবলারদের  এই মরশুমে প্রথম ছয়ে শেষ করার লড়াই ক্রমশ কঠিন হচ্ছে ইস্টবেঙ্গলের। 

সূত্র মারফত জানা যাচ্ছে, আনোয়ারের কোমরে হালকা চোট রয়েছে। সেই কারণেই কোনওরকম ঝুঁকি না নিয়ে বিহ্যাব করলেন তিনি। অন্যদিকে বাঁ-পায়ের কাফ মাসেলে চোট রয়েছে নুঙ্গার। এছাড়াও বৃহস্পতিবার হালকা রিহ্যাব করে উঠে গিয়েছিলেন মাঝ মাঠে দলের নির্ভরযোগ্য ফুটবলার সৌভিক চক্রবর্তী। আর এদিন তিনি টিম মিটিং শেষেই মাঠ ছাড়লেন। 

মাঠ ছাড়ার সময় নিজেই সৌভিক জানিয়ে গেলেন, 'গোড়ালিতে চোট রয়েছে। দেখা যাক কী হয়।' যদিও নুঙ্গা যদিও বলে গেলেন, 'একটা দিন বিশ্রাম করব বলেই, শুধুমাত্র রিহ্যাব করেছি। শনিবার থেকে আমি আবার পুরোদমে অনুশীলন শুরু করব।' সূত্র মারফত জানা যাচ্ছে, আনোয়ারের কোমরে হালকা চোট থাকলেও, তিনি সম্ভবত মুম্বই ম্যাচ খেলবেন। তবে সামনেই যেহেতু ডার্বি তাই সৌভিককে নিয়ে অতিরিক্ত ঝুঁকি হয়তো নাও নিতে পারেন হেড কোচ অস্কার ব্রুজো।
 
এদিকে নতুন বিদেশি সই করানো নিয়ে প্রায়ই বৈঠক করছেন ইস্টবেঙ্গল এবং ইমামি কর্তারা। জানা যাচ্ছে আগামী সপ্তাহের শুরুতেই দুই পক্ষের মধ্যে আরও একটি বৈঠক রয়েছে। সেখানেই হয়তো নতুন বিদেশি ফুটবলার নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। তবে পিভি বিষ্ণুকে ছাড়ছে না ইস্টবেঙ্গল। সন্তোষ জেতা বাংলা দলের দুই ফুটবলারকে সই করাতে পারে লাল-হলুদ। 

Advertisement
Read more!
Advertisement
Advertisement