Advertisement

East Bengal CFL 2025: ১ গোলে জয় ইস্টবেঙ্গলের, সুপার সিক্সের আশা টিকিয়ে রাখল লাল-হলুদ

সুপার সিক্সের লড়াইয়ে টিকে থাকতে কালিঘাট স্পোর্টস লাভার্সের (Kalighat Sports Lovers) বিরুদ্ধে ম্যাভটা জিততেই হত ইস্টবেঙ্গলকে (East Bengal)। শুরু থেকেই সমস্যা ছিল দলে। কারণ ছিলেন না জেসিন টিকে (Jesin TK)। কার্ড সমস্যায় পাওয়া যায়নি ডেভিড লালরামসাঙ্গাকেও (David Lalhlansanga) । ফলে গোল করার ক্ষেত্রে গুইতে, মহম্মদ আশিকের উপর ভরসা রেখেছিলেন কোচ বিনো জর্জ। উদ্বেগ বাড়লেও হতাশ করেননি পেকা গুইতে। তাঁর গোলেই জিতল লাল-হলুদ।

ইস্টবেঙ্গলইস্টবেঙ্গল
Aajtak Bangla
  • ব্যারাকপুর,
  • 08 Aug 2025,
  • अपडेटेड 6:36 PM IST

সুপার সিক্সের লড়াইয়ে টিকে থাকতে কালিঘাট স্পোর্টস লাভার্সের (Kalighat Sports Lovers) বিরুদ্ধে ম্যাভটা জিততেই হত ইস্টবেঙ্গলকে (East Bengal)। শুরু থেকেই সমস্যা ছিল দলে। কারণ ছিলেন না জেসিন টিকে (Jesin TK)। কার্ড সমস্যায় পাওয়া যায়নি ডেভিড লালরামসাঙ্গাকেও (David Lalhlansanga) । ফলে গোল করার ক্ষেত্রে গুইতে, মহম্মদ আশিকের উপর ভরসা রেখেছিলেন কোচ বিনো জর্জ। উদ্বেগ বাড়লেও হতাশ করেননি পেকা গুইতে। তাঁর গোলেই জিতল লাল-হলুদ।

গুইতের গোলে জয় ইস্টবেঙ্গলের
৫৫ মিনিটে রাইট উইং থেকে আশিকের মাইনাস ধরে বক্সের মধ্যে থেকে বাঁ পায়ের শটে গোল করে ইস্টবেঙ্গলের জয় নিশ্চিত করেন গুইতে। এদিন ইস্টবেঙ্গলের প্রথম একাদশে একাধিক বদল করা হয়। জয়ে ফেরার লক্ষ্যে মূল দলের কয়েকজন ফুটবলারকে মাঠে নামানো হয়। অভিজ্ঞ গোলকিপার দেবজিৎ মজুমদার, তরুণ উইঙ্গার এডমুন্ড লালরিনডিকা, তরুণ ডিফেন্ডার মার্তণ্ড রায়না, অভিজ্ঞ মিডফিল্ডার সৌভিক চক্রবর্তী, তরুণ উইঙ্গার সায়ন বন্দ্যোপাধ্যায়কে প্রথম একাদশে রাখেন বিনো জর্জ। তাঁদের সঙ্গে ছিলেন গুইতে, মহম্মদ আশিক, তন্ময় দাস, বিক্রম প্রধান, সুমন দে ও জোশেফ জাস্টিন। তা সত্ত্বেও কালীঘাটকে হারাতে যথেষ্ট বেগ পেল লাল-হলুদ ব্রিগেড। প্রথমার্ধে গোল না হওয়ায় উদ্বেগ তৈরি হয়েছিল।

সুপার সিক্সের লড়াইয়ে ইস্টবেঙ্গল
গতবারের লিগের চ্যাম্পিয়নশিপ এখনও নির্ধারিত না হলেও, বাকি দলগুলির চেয়ে অনেক এগিয়ে ইস্টবেঙ্গল। এবার অবশ্য শুরুতেই পরপর ম্যাচ হেরে পিছিয়ে পড়েছে লাল-হলুদ ব্রিগেড। তবে শুক্রবারের জয় সুপার সিক্সের আশা বাঁচিয়ে রেখেছে। কলকাতা ফুটবল লিগের অন্যতম আকর্ষণ ইস্টবেঙ্গল। এই দল সুপার সিক্সের যোগ্যতা অর্জন করতে না পারলে কলকাতা ফুটবল লিগের আকর্ষণ কমে যাবে।

স্ট্রাইকারের সমস্যা ইস্টবেঙ্গলে
জেসিন টিকে না থাকায় সমস্যা হচ্ছে লাল-হলুদের। এদিনের ম্যাচ জিতলেও গোল করার মতো ফুটবলারের অভাব দেখা যাচ্ছে। শুক্রবারও সেই অভাব দেখা গেল। জয় এলেও এই চিন্তা রয়েই গেল। দ্রুত এখান থেকে বেরিয়ে আসতে হবে ইস্টবেঙ্গলকে। 

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement