Advertisement

East Bengal: কোন অঙ্কে এখনও প্লে অফে যেতে পারে ইস্টবেঙ্গল? বুঝিয়ে দিলেন কোচ অস্কার

এখনও সুপার সিক্সের আশা দেখছেন ইস্টবেঙ্গল (East Bengal) কোচ অস্কার ব্রুজো (Oscar Bruzon)। ডিসেম্বর মাসটা ভাল গেলেও,নতুন বছরের প্রথম মাসটা একেবারেই ভাল যাচ্ছে না। একের পর এক ম্যাচে হার পরিস্থিতি আরও খারাপ করেছে। রবিবার গোয়ার বিরুদ্ধে হারের হ্যাটট্রিক এড়ানোই লক্ষ্য ইস্টবেঙ্গলের। তবে কোচ মনেপ্রাণে চাইছেন ম্যাচটা জিততে। তাঁর মতে, একটানা তিনটি জয় না পেলে কোনও ভাবেই প্রথম ছয়ে শেষ করা সম্ভব নয়।

অস্কার ব্রুজো ও রিচার্ড সেলিসঅস্কার ব্রুজো ও রিচার্ড সেলিস
Aajtak Bangla
  • গোয়া,
  • 19 Jan 2025,
  • अपडेटेड 10:19 AM IST

এখনও সুপার সিক্সের আশা দেখছেন ইস্টবেঙ্গল (East Bengal) কোচ অস্কার ব্রুজো (Oscar Bruzon)। ডিসেম্বর মাসটা ভাল গেলেও,নতুন বছরের প্রথম মাসটা একেবারেই ভাল যাচ্ছে না। একের পর এক ম্যাচে হার পরিস্থিতি আরও খারাপ করেছে। রবিবার গোয়ার বিরুদ্ধে হারের হ্যাটট্রিক এড়ানোই লক্ষ্য ইস্টবেঙ্গলের। তবে কোচ মনেপ্রাণে চাইছেন ম্যাচটা জিততে। তাঁর মতে, একটানা তিনটি জয় না পেলে কোনও ভাবেই প্রথম ছয়ে শেষ করা সম্ভব নয়।

গোয়া কিন্তু দারুণ ছন্দে রয়েছে। ১৫ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে। আর ইস্টবেঙ্গল রিয়েছে ১১ নম্বরে। মানোলো মার্কেজের গোয়া দল শেষ ১০ ম্যাচে অপরাজিত। আর ঘরের মাঠে তাদের রেকর্ড আরও ভাল। তবে ইস্টবেঙ্গলের জন্য বড় খবর ভেনেজুয়েলার স্ট্রাইকার রিচার্ড সেলিসের অভিষেক। নেইমারের বিরুদ্ধে খেলা এই ফুটবলার ইস্টবেঙ্গলকে জয় এনে দিতে পারেন কিনা সেটাই দেখার। 

ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে প্লে-অফের প্রসঙ্গ উঠতেই অস্কার বলেন, 'আপনারা জানেন আমরা ষষ্ঠ স্থানে থাকা দলের থেকে কত পয়েন্ট পিছনে? আমি বলছি, ১০ পয়েন্ট পিছনে। আবারও বলছি, প্রথম ছয়ে শেষ করতে গেলে টানা তিনটে ম্যাচ আমাদের জিততেই হবে। আগে কোনও দিন ক্লাব যে জিনিস করতে পারেনি। এই মুহূর্তে সেটা হবেই বলতে পারছি না। তবে কাজটা অসম্ভব নয়।'

পাশাপাশি ফের একবার কার্লেস কুয়াদ্রাত জমানার সমস্যার কথা তুলে অস্কার বলেন, 'প্রথম ছয় ম্যাচে কোনও পয়েন্ট পাইনি। পরের সাত ম্যাচে ১৪ পয়েন্ট পেয়েছি। যদি শেষ দশ ম্যাচের পারফরম্যান্সের দিকে তাকান তা হলে পয়েন্টের বিচারে প্রথম ছয়ে থাকতাম। শেষ দুটো হার বাদ দিলে প্রথম তিনে থাকতাম। তবে সবাই আইএসএলের সামগ্রিক পারফরম্যান্স দেখে। আমরা আগের থেকে ভাল জায়গায় রয়েছি।'

শুরু থেকে তিনি দায়িত্ব পেলে আজ ফল অন্যরকম হতে পারত। এমনটাই মনে করেন অস্কার। বলেন, 'শুরু থেকে দায়িত্ব পেলে হয়তো এমন পরিস্থিতি আসত না। তাঁর কথায়, “আমি আসার আগে ক্লাব ট্রফির জন্য লড়তে চাইছিল। আমি কথাবার্তা বলার সময় লক্ষ্য ছিল প্রথম দুই-তিনে শেষ করা। অনেক বিনিয়োগ করা হয়েছে। তবে অনেক কারণে আমাদের মধ্যে ধারাবাহিকতার অভাব রয়েছে। বাইরের নয়, দলের মধ্যে সমস্যা। যেমন সাউল, হেক্টরের চোট। একটা ম্যাচে কার্ড সমস্যায় ভাল খেলতে পারিনি।'  
 

Advertisement
Read more!
Advertisement
Advertisement