Advertisement

East Bengal: চোট ক্লেইটন-তালালের, ডার্বিতে খেলতে পারবেন ইস্টবেঙ্গলের ২ তারকা?

চোট সমস্যায় জেরবার ইস্টবেঙ্গল (East Bengal)। এবার সেই তালিকায় যুক্ত হল ক্যাপ্টেন ক্লেইটন সিলভার (Cleiton Silva) নামও। জানা গিয়েছে, তাঁর কোমরের চোট বেশ গুরুতর। আর সেই কারণেই হয়তো গোটা ডুরান্ড কাপ (Durand Cup 2024) এবং এসিএল-২ (AFC Champions League 2)-এর ম্যাচেও তাঁকে পাওয়া যাবে না। টিম ম্যানেজমেন্টের তরফ থেকে তাঁকে ইন্ডিয়ান সুপার লিগের (Indian Super League) আগে পুরোপুরি সুস্থ করে তোলার আপ্রান চেষ্টা চালানো হচ্ছে।

মাদি তালাল ও ক্লেইটন সিলভা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 03 Aug 2024,
  • अपडेटेड 10:25 AM IST

চোট সমস্যায় জেরবার ইস্টবেঙ্গল (East Bengal)। এবার সেই তালিকায় যুক্ত হল ক্যাপ্টেন ক্লেইটন সিলভার (Cleiton Silva) নামও। জানা গিয়েছে, তাঁর কোমরের চোট বেশ গুরুতর। আর সেই কারণেই হয়তো গোটা ডুরান্ড কাপ (Durand Cup 2024) এবং এসিএল-২ (AFC Champions League 2)-এর ম্যাচেও তাঁকে পাওয়া যাবে না। টিম ম্যানেজমেন্টের তরফ থেকে তাঁকে ইন্ডিয়ান সুপার লিগের (Indian Super League) আগে পুরোপুরি সুস্থ করে তোলার আপ্রান চেষ্টা চালানো হচ্ছে।

অনুশীলনে হালকা চোট পেয়েছেন দলের তারকা মিডফিল্ডার মাদি তালালও (Madih Talal)। তবে টিম ম্যানেজমেন্ট সূত্রের খবর তাঁর চোট তেমন গুরুতর নয়। ডুরান্ড কাপের দ্বিতীয় ম্যাচে ডাউনটাউন হিরোজ এফসির বিরুদ্ধে ৭ আগস্টের ম্যাচ খেলতে কোনও সমস্যা হওয়ার কথা নয়। পাশাপাশি আশার খবর পাওয়া গিয়েছে নন্দকুমারের (Nandhakumar) চোট নিয়ে। মাঠ ছাড়ার সময় তিনি বলেন, 'আমি এখন অনেকটাই সুস্থ। আশা করি, ডুরান্ডের দ্বিতীয় ম্যাচে মাঠে নামতে পারবো। তবে সেখানে যদি একান্তই না খেলতে পারি, তবুও এসিএল দুই ম্যাচের আগে পুরোপুরি সুস্থ হয়ে যাবো।' এদিন অনুশীলন শেষে ইন্ডিয়ান এয়ার ফোর্স বনাম ডাউনটাউন হিরোজ এফসি ম্যাচ দেখতে যুবভারতী গিয়েছিলেন কার্লেস কুয়াদ্রাত।

অন্যদিকে আনোয়ার আলির (Anwar Ali) বিষয়টি নিয়ে শুক্রবার সিদ্ধান্ত নিতে পারল না ফেডারেশনের প্লেয়ার স্ট্যাটাস কমিটি। আনোয়ার, তাঁর আইনজীবী ছাড়াও বৈঠকে ছিলেন মোহনবাগান সুপার জায়েন্ট (Mohun Bagan Super Giant) প্রতিনিধি। সূত্রের খবর, নিজেদের পরবর্তী সিদ্ধান্ত জানাতে দিন দুয়েক সময় চেয়েছে কমিটি। অন্যদিকে রঞ্জিত বাজাজ (Ranjit Bajaj) সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, মোহনবাগান কমিটি জানিয়েছে আনোয়ার আলি যে কোনও ক্লাবে খেলতে পারবেন। তার জন্য প্রয়োজনীয় এনওসি দেওয়া হবে।' আর মোহনবাগান সূত্রের খবর, কমিটি সিদ্ধান্ত নেবে, আনোয়ারের চুক্তিভঙ্গ আদৌ ন্যায্য কিনা। ইস্টবেঙ্গল এবং দিল্লি এফসির যাতে ট্রান্সফার ব্যান দেওয়া হয়, সেই অনুরোধ করেছে মোহনবাগান। তার সঙ্গে ২০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়েছে তারা। সব মিলিয়ে, বিষয়টি নিয়ে চূড়ান্ত ফয়সালা হতে সময় লাগবে।

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement