
ভারতীয় ফুটবলের অবস্থা বেশ শোচনীয়। যার নির্যাস, ইন্ডিয়ান সুপার লিগ (ISL) আদৌ হবে কিনা, তা নিয়ে ঘোর অনিশ্চয়তা। যে ISL-কে ভর করে একদা ভারতীয় ফুটবল ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখেছিল, সেই টুর্নামেন্টই বন্ধ হওয়ার মুখে। এই প্রবল খারাপ পরিস্থিতিতে এবারে একেবারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বারস্থ হল ইস্টবেঙ্গল ক্লাব। এই ঘোর অচলাবস্থা অবিলম্বে কাটাতে মোদীকে চিঠি দিল ইস্টবেঙ্গল। আইএসএল-এ স্পনসর জোগাড়ের বিষয়ে যেন কেন্দ্রীয় সরকার হস্তক্ষেপ করে, সেই আর্জিও জানিয়েছে লাল-হলুদ শিবির।
মোদীকে চিঠি দিল ইস্টবেঙ্গল
মোদীকে লেখা চিঠিতে ইস্টবেঙ্গলের তরফে ক্লাবের সভাপতি মুরারী লাল লোহিয়া বলছেন, ভারতের ফুটবলের ভবিষ্যৎ গভীর সঙ্কটে। এখনও আইএসএল শুরু হয়নি। কবে হবে, আদৌ হবে কিনা তা নিয়ে কোনও নিশ্চয়তা নেই। এর সমাধান প্রয়োজন দ্রুত। না হলে ভারতীয় ফুটবল আরও অন্ধকারে চলে যাবে। আইএসএল নিয়ে অনিশ্চয়তার জেরে ফুটবলার, ক্লাবকর্তা এমনকী সমর্থকেরাও হতাশ। ফুটবল প্রশাসনে নীতিপঙ্গুত্ব, অহেতুক ঢিলেমি এ দেশে ফুটবল খেলাটার ভবিষ্যৎকে প্রশ্নের মুখে দাঁড় করাচ্ছে।
FIFA র্যাঙ্কিংয়ে ভারতের অবস্থা শোচনীয়
আগামী বছর অর্থাত্ ২০২৬ সালে FIFA বিশ্বকাপ। এ বছর প্রথমবার ৪৮টি দেশ খেলবে। এত দেশ অতীতে বিশ্বকাপে খেলেনি। অনেক ছোট ও আর্থিক ভাবে কম সমৃদ্ধ দেশও ফিফা বিশ্বকাপে যোগ্যতা পেয়েছে। কিন্তু ভারত যখন গোটা বিশ্বে একটি বিরাট শক্তি হিসেবে নিজেদের তুলে ধরছে, তখন ফুটবলে ততটাই দ্রুত নীচে নামছে। ISL শুরু হয়েছিল যখন, তখন শোনা গিয়েছিল ফুটবল বিশ্বকাপে ভারত যাতে খেলতে পারে, দেশের ফুটবলের মান উন্নয়নের জন্যই ISL। বহু তারকা বিদেশি প্লেয়ারদের আনাও হয়েছে এই টুর্নামেন্টে। IPL-এর মতো জৌলুস আশা করা গিয়েছিল। কিন্তু দিনের শেষে দেখা যাচ্ছে, প্রচুর ফুটবলপ্রেমী পশ্চিমবঙ্গ সহ ভারতে থাকলেও, ফুটবলের মান তলানিতেই।সম্প্রতি FIFA র্যাঙ্কিংয়েও আরও নীচে নেমে গিয়েছে ভারত। ছয় ধাপ নেমে একেবারে ১৪২ নম্বরে চলে গিয়েছে।
মোদীকে ঠিক কী লিখল ইস্টবেঙ্গল?
মোদীকে পাঠানো চিঠিতে ইস্টবেঙ্গল লিখেছে, ১৯৫১, ১৯৬২ সালের এশিয়ান গেমসে সোনাজয়ী দলের এই অধঃপতন মেনে নেওয়া যাচ্ছে না। এর দ্রুত সমাধান না করা গেলে ভারতীয় ফুটবল আরও কত তলানিতে চলে যাবে। চিঠিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর দূরদৃষ্টিসম্পন্ন নেতৃত্বে পূর্ণ আস্থা রয়েছে ক্লাবের। যে ভাবে ভারতের খেলাধুলোর উন্নতিতে তিনি নেতৃত্ব দিয়েছেন, সে ভাবেই দেশের ফুটবলের উন্নতিতে তিনি যেন এগিয়ে আসেন। মোদীর কাছে ইস্টবেঙ্গলের আর্জি, আইএসএল যাতে সুষ্ঠুভাবে হয়, তাতে যেন তিনি নজর দেন। দরকারে আইএসএলের স্পনসর জোগাড়ে কেন্দ্রীয় সরকার হস্তক্ষেপ করুক।
বস্তুত, ISL-এ কোনও স্পনসর জোটেনি। টুর্নামেন্টের ভবিষ্যত্ ঝুলে রয়েছে সুপ্রিম কোর্টে। ফেডারেশনের উপরে ভরসা করা যাচ্ছে না। কারণ, অচলাবস্থা কিছুতেই কাটছে না। এই অবস্থায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপর আর্জিতে সমাধান বেরোয় কিনা, সেটাই দেখার।