আইএসএল-এর আশা প্রায় শেষ ইস্টবেঙ্গলের (East Bengal)। ফলে, এএফসি চ্যালেঞ্জ লিগ (AFC Challenge League) নিয়ে চিন্তা শুরু করে দিল অস্কার ব্রুজোর দল। তবে সেখানেও সমস্যা পিছু ছাড়ছে না লাল-হলুদের। সমস্যা সূচি নিয়ে। আগামী ২৩ দিনে ছ'টা ম্যাচ খেলতে হওয়ায় ক্ষুব্ধ ইস্টবেঙ্গল কোচ।
কী নিয়ে সমস্যা?
আসল সমস্যা ২ মার্চ থেকে। সেদিন ঘরের মাঠে বেঙ্গালুরু এফসি-র (Bengaluru FC) বিরুদ্ধে ম্যাচ। তিনদিনের মধ্যে যুবভারতীতেই খেলতে হবে এএফসি চ্যালেঞ্জ লিগের ম্যাচ। প্রতিপক্ষ তুর্কমেনিস্তানের এফকে আরকাদাগ (FK Arkadag)। এরপর আইএসএলে (ISL) অ্যাওয়ে ম্যাচে নর্থইস্ট ইউনাইটেডের (North East United FC) মুখোমুখি হবে লাল-হলুদ ব্রিগেড। আর শিলংয়ে ম্যাচ খেলেই দল রওনা দেবে তুর্কমেনিস্তান। ১২ মার্চ এএফসি চ্যালেঞ্জ লিগে ফিরতি লেগে মাঠে লড়াইয়ে নামবে দল। পরিস্থিতির গুরুত্ব বুঝে নর্থইস্ট ম্যাচ পিছিয়ে দেওয়ার আবেদন জানিয়েছিল ইস্টবেঙ্গল। তবে কোনও সদুত্তর আসেনি। এফএসডিএলের এমন উদাসীনতায় বেশ বিরক্ত লাল-হলুদ ম্যানেজমেন্ট।
আইএসএল-এর বাকি ম্যাচ থেকে আত্মবিশ্বাস বাড়াতে চাইছে ইস্টবেঙ্গল
ইস্টবেঙ্গল অবশ্য এখন থেকেই এএফসি কাপের ভাবনায় ঢুকে পড়েছে। প্রতিপক্ষ আরকাদাগকে নিয়ে হোমওয়ার্ক শুরু করে দিয়েছেন কোচ অস্কার। রবিবার মিনি ডার্বি জয়ের পর তাঁর মন্তব্য, ‘আরকাদাগে সবই জাতীয় দলের ফুটবলার। তাই সেই মতো আমাদের প্রস্তুতি নিতে হবে।’ মহমেডানের বিরুদ্ধে জাল কাঁপিয়ে উচ্ছ্বসিত নাওরেম মহেশ সিং। বললেন, ‘প্রথম লেগে লাল কার্ড দেখেছিলাম। এবার গোল করে শাপমোচন হল। তবে আইএসএলের পরবর্তী ম্যাচগুলিতে ধারাবাহিকতা বজায় রাখতে হবে। তাহলে এএফসি চ্যালেঞ্জ লিগের কোয়ার্টার-ফাইনালে আত্মবিশ্বাস নিয়ে নামতে পারব।’
কিছুটা হলেও ছন্দে ফিরেছে ইস্টবেঙ্গল
ক্রমাগত চোট আঘাত আর কার্ড সমস্যায় পূর্ণশক্তির দল হাতে পাননি কোচ অস্কার ব্রুজোঁ। হা-পিত্যেশ করতে করতে মরশুমই শেষের পথে। তবে রবিবার জয়ের পর কোচ অস্কারের মুখে চওড়া হাসি। এএফসি চ্যালেঞ্জ লিগের কোয়ার্টার-ফাইনালের আগে দলের রিজার্ভ বেঞ্চ ছন্দে ফেরায় স্বস্তিতে তিনি।