Advertisement

East Bengal: কোন স্ট্র্যাটেজিতে মোহনবাগানকে টেক্কা ইস্টবেঙ্গলের, কোচ অস্কার বললেন...

অস্কার ব্রুজো হেড কোচ হয়ে আসার পর, দুটো ডার্বির দুটিতেই হারের মুখ দেখতে হয়েছিল ইস্টবেঙ্গলকে। রবিবার ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে আবারও চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান সুপার জায়েন্টের বিরুদ্ধে খেলতে নেমেছিল অস্কার বাহিনী। ফলে এই ডার্বিতে নিজেকে প্রমাণ করতে মরিয়া ছিলেন লাল-হলুদের স্প্যানিশ হেড কোচ।

অস্কার ব্রুজোঅস্কার ব্রুজো
Aajtak Bangla
  • কলকাতা,
  • 18 Aug 2025,
  • अपडेटेड 8:27 AM IST

অস্কার ব্রুজো হেড কোচ হয়ে আসার পর, দুটো ডার্বির দুটিতেই হারের মুখ দেখতে হয়েছিল ইস্টবেঙ্গলকে। রবিবার ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে আবারও চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান সুপার জায়েন্টের বিরুদ্ধে খেলতে নেমেছিল অস্কার বাহিনী। ফলে এই ডার্বিতে নিজেকে প্রমাণ করতে মরিয়া ছিলেন লাল-হলুদের স্প্যানিশ হেড কোচ। 

সব হিসেব বদলে দিয়ে ডুরান্ডের কোয়ার্টার ফাইনালে মোহনবাগানকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনালে জায়গা পাকা করেছে ইস্টবেঙ্গল। ম্যাচের শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অস্কার জানিয়ে গেলেন, 'কোয়ার্টার ফাইনালে শক্তিশালী মোহনবাগানকে হারিয়ে আমরা সেমিফাইনালে প্রবেশ করেছি। এই মোমেন্টামটাকে গোটা প্রতিযোগিতায় আমাদের বজায় রাখতে হবে'। 

এদিকে ডার্বির মত গুরুত্বপূর্ণ ম্যাচের আগে, পিতৃবিয়োগের কারণে, তড়িঘড়ি দেশে ফিরে যেতে হয়েছিল লাল-হলুদের মাঝমাঠের গুরুত্বপূর্ণ ফুটবলার মহম্মদ রশিদকে। তবে মাঝমাঠে তার অভাব একেবারে বুঝতে দেননি সউল-মিগুয়েলরা। সেই বিষয়ে অস্কার বলেন, 'আমরা মাঝমাঠে তিনজন বিদেশি ফুটবলারকে রেখে দল সাজিয়েছিলাম। তবে রশিদের না থাকায় দলে পরিবর্তন আনতে হয়েছিল। দলের ছয়জন বিদেশি ফুটবলার যখন দলের জন্য লড়াই করেন, সেটা একজন কোচের জন্য খুবই আনন্দের'।

ম্যাচের ১৬ মিনিটেই চোট পেয়ে মাঠ ছাড়তে দেখা গিয়েছিল ইস্টবেঙ্গলের নবনিযুক্ত মরোক্কান ফরোয়ার্ড হামিদ আহদাদকে। সেই বিষয়ে অস্কার ব্রুজো বলেন, 'হামিদের পেশীতে হালকা টান ধরেছে। আগামীকাল তাঁর চোটের জায়গার পরীক্ষা করা হবে। তারপরেই তাঁর চোটের বিষয়ে জানা যাবে'। এদিকে গত মরসুমে খারাপ পারফরম্যান্সের পরেও, সল ক্রেসপোকে দলে রাখায়, হতাশ ছিলেন লাল-হলুদ সমর্থকেরা। তবে সকল সমালোচনার জবাব দিয়ে, ডার্বি জয়ের অন্যতম কান্ডারী হয়ে দেখালেন তিনি। ম্যাচে শেষে সউল বলেন, 'আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই। আশা করব এই জয়ের ধারাকে এভাবেই এগিয়ে নিয়ে যেতে'। 

ম্যাচ শেষে মোহনবাগান কোচ হোসে মোলিনা জানিয়ে গেলেন, 'যোগ্য দল হিসেবে ইস্টবেঙ্গল জিতেছে। তবে আমরাও ফিরব'। তবে তাঁর দলের প্রস্তুতিতে যে ঘাটতি ছিল সে ব্যাপারে ম্যাচের আগে জানালেও, হারের পর তাকে কারণ, হিসেবে তুলে ধরতে নারাজ মলিনা।

Advertisement
Read more!
Advertisement
Advertisement