গত মরসুমে চোট-আঘাত সমস্যায় বেশ ভুগতে হয়েছে ইস্টবেঙ্গলকে (East Bengal)। তবে এবার সেই ভুল করতে নারাজ লাল-হলুদ কোচ অস্কার ব্রুজো (Oscar Bruzon)। ইতিমধ্যেই চুক্তিবদ্ধ ফুটবলারদের নির্দিষ্ট ট্রেনিং রুটিনও দিয়ে দিয়েছেন অস্কার। সেই মতো অনুশীলন করছেন ইস্টবেঙ্গল ফুটবলাররা। এমনটাই জানিয়ে দিলেন সৌভিক চক্রবর্তী (Souvik Chakrabarti)।
মন্দারমণিতে স্পোর্টস মিউজিয়ামের উদ্বোধনে এসে এ ব্যাপারে মুখ খোলেন সৌভিক। তিনি বলেন, 'ফিটনেস লেভেল ঠিক রাখার জন্য় সিডিউল দিয়ে দেওয়া হয়। সঙ্গে সঙ্গে আমাদের ছোটবেলার কোচের কাছে এ ব্যাপারটা জানিয়ে, অনুশীলন শুরু করে দিয়েছি।' সৌভিক চক্রবর্তী অনুশীলন করছেন বাংলার সন্তোষ ট্রফি জয়ী কোচ রঞ্জন ভট্টাচার্যের কাছে। এ মরসুমের জন্য নতুন কোনও পরিকল্পনা এখনও তৈরি হয়নি বলে জানিয়ে দিলেন বাঙালি মিডফিল্ডার। তিনি বলেন, 'আগের বছর থেকেই এটা হচ্ছে। নতুন করে বদল আসেনি। আমিও সেটাই ফলো করছি।'
ইতিমধ্যেই সুপার কাপের জায়গায় ফেডারেশন কাপ চালু করার পরিকল্পনা নিয়েছে এআইএফএফ। এই সিদ্ধান্তকেও স্বাগত জানিয়েছেন সৌভিক। তিনি বলেন, ' আমি এখনও সরকারিভাবে কিছু এ ব্যাপারে জানি না। তবে ফেডারেশন কাপ শুরু হলে তো খুব ভাল কথা। কারণ ইস্টবেঙ্গলের এই টুর্নামেন্টে একটা লেগাসি আছে। বহুবার চ্যাম্পিয়ন হয়েছে ইস্টবেঙ্গল। শুরু হলে তো খুব ভাল।'
বাংলার ফুটবলার আরও বেশি করে তুলে আনতে কলকাতা লিগে ৫ বাঙালি ফুটবলার খেলা বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে আইএফএ। যদিও, রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস জানিয়েছিলেন, কলকাতা লিগে ১১ জন ফুটবলারকেই বাধ্যতামূলক করতে হবে। অর্থাৎ কলকাতা লিগে বাইরের কোনও ফুটবলার খেলতে পারবেন না। এর মধ্যেই আইএফএ-এর সিদ্ধান্তে ক্ষোভ উগরে দিয়েছেন ফুটবলার প্রবীর দাস। তবে সে পথে হাঁটতে নারাজ, সৌভিক। তিনি বলেন, 'আমি এ ব্যাপারটা শুনেছি। কিন্তু পুরোটা ভাবনাচিন্তা না করে কিছু বলতে চাই না। সেটা উচিতও হবে না। তাই এখনই মন্তব্য করতে পারব না।'