টানা তিন ম্যাচ হারের পর, কেরল ব্লাস্টার্সের (Kerala Blasters) বিরুদ্ধে জয় পেয়ে কিছুটা স্বস্তি পেয়েছে ইস্টবেঙ্গল (East Bengal)। দারুণ ভাবে প্রথম গোল তুলে নিয়েছিলেন পিভি বিষ্ণু (PV Vishnu)। প্রায় ৫০-৫২ মিটার দৌড়ে কেরলের ডিফেন্স ও গোলকিপার সচিনকে বোকা বানিয়ে গোল করা এই কেরালাইট ফুটবলারকে জাতীয় দলে দেখতে চাইছেন লাল-হলুদ কোচ অস্কার ব্রুজো (Oscar Bruzon)।
বিষ্ণুকে ভারতীয় দলে সুযোগ দেওয়ার দাবি
বিষ্ণুর জন্য দাবি করা শুধু নয়, জাতীয় দলের কোচ মানেলো মার্কুয়েজের সঙ্গেও কথা বলেছেন ইস্টবেঙ্গল কোচ। এমনটাই দাবি তাঁর। কেরল ম্যাচের পর অস্কার বলেন, 'গত সপ্তাহে বিষ্ণুকে নিয়ে আমার জাতীয় দলের কোচের সঙ্গে কথা হয়েছে। ও দেশের হয়ে খেলার দাবিদার। বাকিটা কোচের ওপর। ও ফর্মে আছে। শুধু আমাদের ক্লাবের জন্য নয়, গোটা আইএসএলে (ISL)। আমাদের ওকে সমর্থন করতে হবে। ওর ভারতীয় ফুটবলকে অনেক কিছু দেওয়ার আছে।'
দারুণ ছন্দে সেলিসও
রিচার্ড সেলিসের খেলায়ও খুশি অস্কার। তবে ইস্টবেঙ্গল কোচ জানান, এখনও সম্পূর্ণ তৈরি হয় ভেনেজুয়েলার এই ফুটবলার। অস্কার বলেন, 'রিচার্ডের এটা ৭০-৮০ শতাংশ পারফরম্যান্স। ফেব্রুয়ারিতে ওর থেকে একশো শতাংশ পাব। আমি ওকে তুলে নিতে চেয়েছিলাম। কিন্তু ও মাঠে থাকতে চায়। এটাই ওর দায়বদ্ধতার পরিচয়। ইস্টবেঙ্গল ক্লাবের ওজন বুঝে গিয়েছে।' পরের ম্যাচ মুম্বইয়ের বিরুদ্ধে। সেই ম্যাচেও সল ক্রেসপো, মহম্মদ রাকিপ, প্রভাত লাকরার খেলার সম্ভাবনা কম। ফেব্রুয়ারির আগে তাঁদের পাওয়ার আশা দেখছেন না ব্রুজো। তবে প্লে অফের লড়াইয়ে টিকে থাকতে মরিয়া অস্কার।
কীভাবে প্লে অফে পৌঁছতে পারে ইস্টবেঙ্গল?
ইস্টবেঙ্গলের ম্যাচ বাকি রয়েছে মুম্বই সিটি এফসি, চেন্নাইইয়েন, মহমেডান স্পোর্টিং, হায়দরাবাদ এফসি, পঞ্জাব এফসি, বেঙ্গালুরু এফসি ও নর্থ ইস্টের বিরুদ্ধে। বেঙ্গালুরু বা নর্থ ইস্ট ম্যাচ খুবই কঠিন লাল-হলুদের জন্য। তবে বাকি ম্যাচ থেকে পুরো পয়েন্ট তোলার চেষ্টা করতে হবে পিভি বিষ্ণুদের। আগামী ৭ ম্যাচে অন্তত ১৫ পয়েন্ট পেলেও খুব খারাপ জায়গায় থাকবে না ইস্টবেঙ্গল। অস্কারও সেটাই জানিয়েছেন।