মাঠ এবং মাঠের বাইরে উভয় জায়গাতেই চাপে ইস্টবেঙ্গল। ইন্ডিয়ান সুপার লিগ কর্তৃপক্ষ এবং সর্বভারতীয় ফুটবল সংস্থার তরফ থেকে লক্ষাধিক টাকার জরিমানা করা হল ইস্টবেঙ্গলকে। এমনিতেই একের পর এক ম্যাচ হেরে সমস্যায় লাল-হলুদ। তার মধ্যেই সমর্থকদের জন্য আরও বড় লজ্জার মুখে পড়তে হল ক্লাবকে।
ঘটনাটি কয়েক ম্যাচ আগে ইস্টবেঙ্গল বনাম কেরালা ম্যাচের। সেই ম্যাচে চির প্রতিদ্বন্দ্বী মোহনবাগান সুপার জায়েন্ট কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা এবং সর্বভারতীয় ফুটবল সংস্থাকে কটাক্ষ করে একটি টিফো নামিয়েছিলেন লাল-হলুদ সমর্থকরা। সেখানে আইএসএলের রেফারিং নিয়ে চূড়ান্ত কটাক্ষ করা হয়েছিল তাদের। তারপরেই সেই টিফোতে আপত্তি জানিয়ে সরকারিভাবে আইএসএলের কাছে অভিযোগ দায়ের করে মোহনবাগান কর্তৃপক্ষ।
শুধু তাই নয় সূত্র মারফত জানা যাচ্ছে, শিল্প মহলে এই টিফো নিয়ে বিষোদগার করেছেন খোদ সঞ্জীব গোয়েঙ্কা। বুধবার খোঁজ নিয়ে জানা গেল এই টিফোর কারণে ইস্টবেঙ্গলকে লক্ষাধিক টাকার জরিমানা করা হয়েছে। লাল-হলুদ সূত্র জানা যাচ্ছে এদিন তাদের তরফ থেকে সমাজমাধ্যমে যে বার্তা দেওয়া হয়েছে, সেটি এই বিষয় নিয়েই।
অন্যদিকে, এদিন অনুশীলন চলাকালীন চোট পেলেন রিচার্ড সেলিস। দীর্ঘক্ষণ তাঁকে মাঠে শুয়ে থাকতেও দেখা যায়। তারপরেই খোঁড়াতে খোঁড়াতে ড্রেসিংরুমে ফিরে যান তিনি। আর অনুশীলনে নামতে দেখা যায়নি সেলিসকে। যদিও তারপরে স্বাভাবিকভাবেই মাঠ ছেড়েছেন তিনি। তবে সেলিসের চোট আদৌ গুরুতর কিনা, সেই বিষয়ে বৃহস্পতিবার হয়তো একটা পরিষ্কার ধারণা পাওয়া যাবে।
পাশাপাশি এদিন অনুশীলনে যোগ দিয়েছেন নন্দকুমার। পারিবারিক কারণে ম্যানেজমেন্টকে না জানিয়েই তিনি চেন্নাই চলে গিয়েছিলেন। এদিন অনুশীলন শেষে তাঁর সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন কোচ অস্কার। এছাড়াও তারপরেও ম্যানেজমেন্টের এক ব্যক্তিকে নন্দর সঙ্গে প্রায় ৪০ মিনিট রুদ্ধদ্বার ড্রেসিংরুমে আলোচনা করেন। যদিও আদৌ তাঁর বিরুদ্ধে কোনওরকম ব্যবস্থা নেওয়া হবে কিনা তা এখনও জানা যায়নি। ইতিমধ্যেই জানা গেছে যে আসন্ন কলকাতা ডার্বিতে দলের দুই তারকা বিদেশি সল ক্রেসপো এবং হেক্টর ইয়ুস্তে পুরোপুরি ফিট না হওয়ার কারণে নাও খেলতে পারেন। আর এর মধ্যেই