Advertisement

East Bengal: ২ মাস মাঠের বাইরে সলও, পঞ্জাব ম্যাচের আগে 'হাসপাতাল' ইস্টবেঙ্গল

সমস্যায় জর্জরিত ইস্টবেঙ্গল (East Bengal)। কয়েকদিন আগেই যে দল পর পর দুটি ম্যাচ জিতে চলতি ইন্ডিয়ান সুপার লিগে (ISL) প্রথম ছয়ে শেষ করার স্বপ্ন দেখছিল, তারাই পঞ্জাব এফসি (Punjab FC) ম্যাচে প্রথম একাদশ নামাতেই হিমশিম খাচ্ছে। একের পর এক ফুটবলারদের চোটে আপাতত হাসপাতালে পরিনত হয়েছে ইস্টবেঙ্গল।

saul crespo east bengalsaul crespo east bengal
Aajtak Bangla
  • কলকাতা,
  • 15 Dec 2024,
  • अपडेटेड 9:00 AM IST

সমস্যায় জর্জরিত ইস্টবেঙ্গল (East Bengal)। কয়েকদিন আগেই যে দল পর পর দুটি ম্যাচ জিতে চলতি ইন্ডিয়ান সুপার লিগে (ISL) প্রথম ছয়ে শেষ করার স্বপ্ন দেখছিল, তারাই পঞ্জাব এফসি (Punjab FC) ম্যাচে প্রথম একাদশ নামাতেই হিমশিম খাচ্ছে। একের পর এক ফুটবলারদের চোটে আপাতত হাসপাতালে পরিনত হয়েছে ইস্টবেঙ্গল। ইতিমধ্যেই এসিএল 'গ্রেড দুই' চোটের কারণে গোটা মরশুমের জন্য ছিটকে গিয়েছেন দলের নির্ভরযোগ্য মিডফিল্ডার মাদিহ তালাল (Madiah Talal)। এবারে প্রায় দু'মাসের জন্য ছিটকে গেলেন দলের আরেক তারকা বিদেশি মিডফিল্ডার সল ক্রেসপো (Saul Crespo)। 

প্রথমে মনে করা হয়েছিল এক মাসের জন্য মাঠের বাইরে থাকবেন সউল। তবে পরে আরও পরীক্ষা-নিরীক্ষার পরে শনিবার দেখা দিয়েছে তাঁর হ্যামস্ট্রিংয়ের চোট অনেক বেশি গুরুতর। রিহ‍্যাব শুরু করতেই অন্তত ছয় সপ্তাহ সময় লেগে যাবে। তাঁর মাঠে ফিরতে ফেব্রুয়ারি হয়ে যাবে। আপাতত তিনি চিকিৎসার জন্য স্পেনে ফিরে গিয়েছেন। অন্যদিকে হেক্টরের হাঁটুতে 'গ্রেড ১' চোট রয়েছে। তাই তিনি হয়তো মাঠে নামতে পারবেন, তবে তা যথেষ্ট ঝুঁকির। কারণ সেই চোট আর বাড়লে তিনি গোটা মরশুমের জন্যই ছিটকে যেতে পারেন। 

অন্যদিকে সূত্রের খবর, আপাতত লাল-হলুদ ম্যানেজমেন্ট নতুন বিদেশি নেওয়ার কথা ভাবছে। তালালের পরিবর্তে একজন আক্রমণত্মক মিডফিল্ডার নেওয়া হবে তা মোটামুটি নিশ্চিত। তবে আরেকজন পরিবর্ত এখনও চূড়ান্ত নয়। তবে সউল অথবা হেক্টরের পরিবর্তে নতুন কাউকে নিতে পারে টিম ম্যানেজমেন্ট। এক্ষেত্রে যে ফুটবলার তাড়াতাড়ি ভিসা পাবেন এবং এসে দ্রুত দলের সঙ্গে মানিয়ে নিতে পারবেন, সেই পজিশনের ফুটবলারই হয়তো নেবেন লাল-হলুদ ভর্তারা। যদিও সউল এবং হেক্টরের মধ্যে বিদ্যায়ের পথে এগিয়ে হেক্টরই। 

রবিনহোকেও পাচ্ছে না ইস্টবেঙ্গল

জানুয়ারির ট্রান্সফার উইন্ডো থেকে রবসন রবিনহোকে পায়নি ইস্টবেঙ্গল। তিনি সই করে ফেলেছেন তাঁর নিজের দেশ ব্রাজিলের ক্লাবে। আগুয়া সান্টা ক্লাবে সই করে ফেলেছেন বলেই সোশ্যাল মিডিয়ায় জোর চর্চা চলছে। ২০২৫ সালের একেবারে শেষ পর্যন্ত রবসনের সঙ্গে চুক্তি ব্রাজিলের ক্লাবের। 

Advertisement
Read more!
Advertisement
Advertisement