ওড়িশা এফসি-র (Odisha FC) বিরুদ্ধে ম্যাচে ১০ মিনিটের মাথাতেই চোট পেয়ে মাঠের বাইরে যেতে হয়েছিল মাদিহ তালালকে (Madih Talal)। ঘরের মাঠে ম্যাচটাও হারতে হয় ইস্টবেঙ্গলকে (East Bengal)। আগেই চোটের কবলে পড়েছিলেন সল ক্রেসপো (Saul Crespo) ও দিমিত্রিয়াস ডিমানটাকোস (Dimitrios Dimantakos)। তারপর আরও এক বিদেশির চোট সমস্যা আরও বাড়াল অস্কার ব্রুজোর (Oscar Bruzon)।
মাঠ থেকে নিজের পায়ে হেঁটে বেরোতে পারেননি তালাল। স্ট্রেচারে করে বাইরে আনতে হয় ফরাসি তারকাকে। ম্যাচ শেষেও দেখা যায় পা ফেলতে পারছেন না এই মিডফিল্ডার। টানেলের ভেতরে ঢোকার সময় ওড়িশার আহমেদ জাহুদের কাঁধে চেপে ড্রেসিংরুমে ঢোকেন তালাল। যা চিন্তা আরও বাড়িয়ে দিয়েছে। ফলে প্রশ্ন হল, কবে ফের মাঠে নামতে পারবেন ইস্টবেঙ্গল তারকা?
কীভাবে চোট পেলেন তালাল?
পাঁচ মিনিটের মাথায় হুগো বুমোসের সঙ্গে সংঘর্ষ। আর তাতেই হাঁটুতে চোট পান। মাঠে এবং মাঠের বাইরে বেশ কিছু ক্ষণ চিকিৎসা চললেও বোঝাই যাচ্ছিল আর পারবেন না। মিনিট তিনেক পর কিছুটা জোর করেই যেন মাঠে নামলেন। মাঠে নেমেও খোঁড়াচ্ছিলেন তালাল। দশ মিনিট যেতে না যেতেই পড়ে যান। স্ট্রেচারে চড়িয়ে মাঠ থেকে বের করতে হয় তাঁকে। ম্যাচ শেষে ওড়িশার দুই ফুটবলারের কোলে চড়ে মাঠের বাইরে যান ফরাসি তারকা।
ম্যাচ শেষে যা জানালেন অস্কার
তারকা ফুটবলারের চোট প্রসঙ্গে, ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজোন (Oscar Bruzon) জানান, ' ওর হাঁটুতে চোট লেগেছে। কাল এমআরআই করার পর বোঝা যাবে চোটটা কত গুরুতর। ওর হাঁটুতে যথেষ্ট ব্যথা রয়েছে। দেখে মনে হচ্ছে, চোটটা গুরুতর।' আরও বলেন, 'তিনি বললেন, 'চোট-আঘাত ও কার্ড সমস্যায় জর্জরিত এখন দলের যা অবস্থা, তাতে দল খুব কঠিন এক পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। এই পরিস্থিতি সামলাতে হবে আমাদের। যদিও তা খুব কঠিন কাজ। তবে আমাদের চেষ্টা তো করতেই হবে। তবে যারা ভাল খেলছে, দলের সেই সব ফুটবলারদের কাছে বড় সুযোগ আসবে।'
ওড়িশার পর, ইস্টবেঙ্গলের সামনে এবার পঞ্জাব এফসি। সেই ম্যাচে চার বিদেশি ফুটবলারকেও হয়ত দলে রাখতে পারবে না ইস্টবেঙ্গল। সমস্যা বেড়েছে ক্লেইটন সিলভা এখনও গোল না পাওয়ায়। এদিকে লিগ টেবিলের যা অবস্থা তাতে, সব ম্যাচ জিততে হবে লাল-হলুদকে প্লে অফে যেতে হলে। ফলে সব মিলিয়ে ফের বিরাট চাপে ইস্টবেঙ্গল।