
অনুশীলনে অস্কার ব্রুজো এবং সল ক্রেসপোর কিছুটা তপ্ত বাক্য বিনিময়! এদিন ইস্টবেঙ্গল অনুশীলন ছিল অবারিত দ্বার। সভ্য সমর্থক থেকে সাংবাদিক সকলের জন্যই এদিনের অনুশীলন ছিল খোলা। সেখানেই ইস্টবেঙ্গল হেড কোচ এবং বিদেশি ফুটবলারের দীর্ঘ কথোপকথন সকলের নজরে আসে। চিন্তায় পড়ে যান সমর্থকরা। তবে কি আইএসএল-এর শুরু থেকে পাওয়া যাবে না সলকে?
কী ঘটেছে?
অনুশীলনের একেবারে শুরুতেই ঘটনার সূত্রপাত। অস্কার দলের হেড অফ ফুটবল থাংবোই সিংটো এবং ডাক্তারের সঙ্গে আলোচনা করে অনুশীলনে নেমেই সোজা চলে গেলেন সাইডলাইনে থাকা সউলের সঙ্গে কথা বলতে। সেখানে প্রায় কুড়ি মিনিট তাঁর সঙ্গে আলোচনা করার পরে, থাংবোইয়ের কাছে উষ্মা প্রকাশ করে অনুশীলনে যোগ দিলেন লাল-হলুদ কোচ। তবে সেখানেও বিব্রতই লাগছিল তাঁকে। সূত্র মারফত জানা যাচ্ছে বাংলা দলের বিরুদ্ধে অনুশীলন ম্যাচ খেলতে নামার আগের দিন হঠাৎই কুঁচকিতে চোট পান সউল। তারপর থেকেই সাইড লাইনে তিনি।
চোট কতটা গুরুতর?
বৃহস্পতিবার তাঁর চোটের জায়গায় এমআরআই হয়। তবে স্বস্তির বিষয় সেখানে গুরুতর কিছু পাওয়া যায়নি। সম্ভবত সেই কারণেই বৃহস্পতিবার সউলকে অনুশীলনে না পেয়ে সাইডলাইনে দেখে অস্কার উষ্মা প্রকাশ করেন। জানা যাচ্ছে যেহেতু এর আগেও চোটের কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে ছিলেন সউল, সেই কারণেই তিনি এদিনও অনুশীলনের ঝুঁকি নেননি। অন্যদিকে দুই বিদেশি হারিয়ে অস্কারের হাতে এখন রয়েছেন মাত্র চার বিদেশি। তাই স্বাভাবিকভাবেই কিছুটা হলেও তিনি বিব্রত। এদিকে অনুশীলনের পরে লাল-হলুদ কোচ, ফুটবলাররা একটি নৈশভোজে মিলিত হয়েছিলেন।
ফলে বোঝাই যাচ্ছে, সলের শুরু থেকে খেলতে কোনও সমস্যা নেই। এই খবর দারুণভাবে আশ্বস্ত করবে ইস্টবেঙ্গল সমর্থকদের। পরপর দুই স্ট্রাইকার দল ছেড়ে দেওয়ায় যে সমস্যা হয়েছিল, সেটাও কাটানোর চেষ্টা চালাচ্ছে ম্যানেজমেন্ট। শোনা যাচ্ছে, দুই জন না হলেও, অন্তত একজন বিদেশিকে সই করাতে চাইছে লাল-হলুদ ব্রিগেড।