গতকালই মেসি বাউলির (Messi Bauli) সই করার কথা জানিয়ে দিয়েছিল ইস্টবেঙ্গল (East Bengal)। বাকি মরসুমের জন্য কেরল ব্লাস্টার্সের (Kerala Blasters) প্রাক্তন তারকাকে সই করিয়েছে তারা। ক্লেইটন সিলভা (Cleiton Silva) বাকি মরসুমে কতটা খেলতে পারবেন তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। পাশাপাশি দিমিত্রিয়াস ডিমান্টাকোসও (Dimitrios Diamantakos) ফর্মের ধারে কাছে নেই। এই অবস্থায় বাকি মরসুমে গোল করার দক্ষ ফুটবলার দরকার। তবে কবে দলের সঙ্গে যোগ দিচ্ছেন মেসি? সেটাই বড় প্রশ্ন ছিল সমর্থকদের মনে।
কবে কলকাতায় আসছেন মেসি?
শনিবার চেন্নাইয়েন এফসি-র বিরুদ্ধে ম্যাচ। সেই ম্যাচের আগের দিন সন্ধ্যায় কলকাতায় নামতে পারেন ক্যামেরুনের জাতীয় দলের ফরোয়ার্ড। এমনটাই জানা যাচ্ছে ইস্টবেগল সূত্রে। মেসি সই করায় অনেকটাই চিন্তামুক্ত কোচ অস্কার ব্রুজো। বলেন, 'রাফায়েল এই মরসুমের অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ে আমাদের সঙ্গে যোগ দিচ্ছে। ও অতীতে কেরালা ব্লাস্টার্সের হয়ে খেলেছে, ভারতীয় ফুটবলে একজনে পরিচিত মুখ। ওর জেতার মানসিকতাই দলে নিয়ে আসবে। ওর শারীরিক উপস্থিতি, গোল স্কোর করার ক্ষমতা এবং দলের প্রতি নিষ্ঠা অসাধারণ। মেসি ইস্টবেঙ্গলের সম্পদ হয়ে উঠবে।'
ভক্তদের সঙ্গে দেখা করার জন্য মুখিয়ে রয়েছেন মেসিও। তিনি বলেন, 'ইস্টবেঙ্গলের মতো জনপ্রিয় ক্লাবে যোগ দিতে পেরে আমি রোমাঞ্চিত। আইএসএল এবং এএফসি চ্যালেঞ্জ লিগের শেষ পর্বে ইস্টবেঙ্গলের হয়ে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে চাই। ভারতে ফিরে ইস্টবেঙ্গলের উৎসাহী ভক্তদের সঙ্গে দেখা করার জন্য আমার তর সইছে না।'
কোন কোন ক্লাবে খেলেছেন মেসি?
৫ মরসুম পর ভারতে ফিরে এলেন তিনি। ২০১৯-২০ সালে আইএসএলে কেরালা ব্লাস্টার্সের হয়ে ৮ গোল করেছেন। মেসি তাঁর দেশ ক্যামেরুনের হয়ে এফএপি ইয়াউন্দে, ক্যানন ইয়াউন্দে এবং এপিইজেএস-এ খেলেছেন। পার্সিয়ান গাল্ফ প্রো লিগে ফুলাদ এফসি-তে খেলার পাশাপাশি চিনের ইয়ানবিয়ান ফান্ডে, হেইলংজিয়াং আইস সিটি, লিয়াওনিং টিরেন এফসি, নানজিং সিটি এবং শিজিয়াঝুয়াং গংফুতে খেলেছেন। ১৭৩টি ক্লাব ম্যাচে ৬৯টি গোল করেছেন মেসি।
ইস্টবেঙ্গলে সই করার আগে মেসি গত মরসুমে খেলেছেন চিনের শিজিয়াঝুয়াং গংফুতে। ২৮ ম্যাচে ১৪টি গোল এবং ৫টি অ্যাসিস্ট রয়েছে মেসির। ক্যামেরুনের জাতীয় দলের হয়ে ছ'বার মাঠে নেমেছেন।