Advertisement

East Bengal: 'দোয়া করুন...' ৫ গোলে জেতার পরও সমর্থকদের আর্জি ইস্টবেঙ্গল শীর্ষকর্তার

ডুরান্ড কাপে (Durand Cup 2025) প্রথম ম্যাচে খেলতে নেমেই ৫ গোলে জয় পেয়েছে ইস্টবেঙ্গল (East Bengal)। খুব বেশি সময় অনুশীলন করতে না পারলেও, মাত্র দুইজন বিদেশি নিয়ে খেলেও ৫ গোল দেওয়ায় দারুণ খুশি ইস্টবেঙ্গল সমর্থকরা। খুশি লাল-হলুদ শীর্ষকর্তা দেবব্রত সরকারও। তবে এখনই আত্মতুষ্ট হতে নারাজ দেবব্রত। পাশাপাশি সমর্থকদের দলের জন্য দোয়াও করতে বললেন নীতু।

ইস্টবেঙ্গলইস্টবেঙ্গল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 24 Jul 2025,
  • अपडेटेड 9:54 AM IST

ডুরান্ড কাপে (Durand Cup 2025) প্রথম ম্যাচে খেলতে নেমেই ৫ গোলে জয় পেয়েছে ইস্টবেঙ্গল (East Bengal)। খুব বেশি সময় অনুশীলন করতে না পারলেও, মাত্র দুইজন বিদেশি নিয়ে খেলেও ৫ গোল দেওয়ায় দারুণ খুশি ইস্টবেঙ্গল সমর্থকরা। খুশি লাল-হলুদ শীর্ষকর্তা দেবব্রত সরকারও। তবে এখনই আত্মতুষ্ট হতে নারাজ দেবব্রত। পাশাপাশি সমর্থকদের দলের জন্য দোয়াও করতে বললেন নীতু।

ম্যাচ শেষ হওয়ার পর দেবব্রত বলেন, 'সব তো শেষ বাসি না বাজা অব্দি বোঝা যাবে না। কিন্তু আমরা সবে তিন চারদিন সময় পেয়েছি তো প্রিপারেশনের ঘাটতি আছে। ধীরে ধীরে আশা করি টিমটাকে দাঁড়াবে।' এরপরেই ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য বিশেষ আপিলও করলেন নীতু। তিনি বলেন, 'আমরা সবাই কাছে একটা আপিল রাখছি আমাদের জন্য দোয়া করুন বেশ কিছুদিন আমরা খারাপ সময় কাটিয়েছি যেন এ বছর সবাই আমরা হাসতে পারি প্রথম ম্যাচ যদিও কিন্তু পাশে জয় এটা তো অলওয়েজ মোটিভেশন। মোটিভেশন ভালো নিশ্চয়ই কিন্তু ধরে রাখতে হবে। ধরে রাখাটা হচ্ছে সবচেয়ে বড় কাজ।' 

অস্কার ব্রুজোর উপর আস্থা রয়েছে ইস্টবেঙ্গল শীর্ষ কর্তার। তিনি বলেন, 'আমার কোচ সিনিয়র কোচ এক্সপেরিয়েন্স কোচ আমি মনে করি কোচ সেটাকে নিশ্চয়ই আমার ছেলেদের সেই শিক্ষা দেবে নতুনদের।' মহম্মদ রশিদের খেলা দেখেও কিছুটা তৃপ্ত নীতু। বলেন, 'নতুন বিদেশী আজ খেলেছে আমার তো খারাপ লাগেনি। মাত্র তিনদিন না চারদিন প্র্যাকটিস করেছে রশিদ তো ভালোই খেলল। খারাপ তো না তবে ধীরে ধীরে ইমপ্রুভ করতে হবে। আরও ইমপ্রুভ করতে হবে। করবে আশা করি।' 

৬ আগস্ট ইস্টবেঙ্গল দ্বিতীয় ম্যাচে খেলতে নামবে নামধারী এফসি-র বিরুদ্ধে। এরপর ১০ আগস্ট লাল-হলুদের পরের ম্যাচ ইন্ডিয়ান এয়ারফোর্সের বিরুদ্ধে। এটাই গ্রুপ পর্বে ইস্টবেঙ্গলের শেষ ম্যাচ। ফলে লাল-হলুদের পরের রাউন্ডে যাওয়া খুব বেশি সমস্যার হবে না বলেই আশাবাদী সমর্থকরা।

Advertisement
Read more!
Advertisement
Advertisement