Advertisement

Kolkata Derby: নেই রশিদ, রেজিস্ট্রেশন হল না জয়েরও, ডার্বিতে কি 'দুর্বল' দল খেলাতে হবে ইস্টবেঙ্গলকে?

ডুরান্ড কাপের ডার্বি ম্যাচকে ঘিরে উত্তেজনার পারদ চড়ছে। তবে বিগত কয়েক বছরের ডার্বির ইতিহাস দেখলে দেখা যাবে ধারে ভারে অনেকটাই এগিয়ে মোহনবাগান সুপার জায়েন্ট। এমনকি পারফরম্যান্সের নিরিখেও ইস্টবেঙ্গলের থেকে অনেকটাই এগিয়ে সবুজ-মেরুন ব্রিগেড। তবে এই মরসুমে লড়াই দিতে তৈরি রয়েছে অস্কার ব্রুজোর ইস্টবেঙ্গলও।

ইস্টবেঙ্গলইস্টবেঙ্গল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 17 Aug 2025,
  • अपडेटेड 10:40 AM IST

ডুরান্ড কাপের ডার্বি ম্যাচকে ঘিরে উত্তেজনার পারদ চড়ছে। তবে বিগত কয়েক বছরের ডার্বির ইতিহাস দেখলে দেখা যাবে ধারে ভারে অনেকটাই এগিয়ে মোহনবাগান সুপার জায়েন্ট। এমনকি পারফরম্যান্সের নিরিখেও ইস্টবেঙ্গলের থেকে অনেকটাই এগিয়ে সবুজ-মেরুন ব্রিগেড। তবে এই মরসুমে লড়াই দিতে তৈরি রয়েছে অস্কার ব্রুজোর ইস্টবেঙ্গলও। 

দলে নেই রশিদ
পাশাপাশি ইস্টবেঙ্গল কোচ হিসেবে প্রথম ডার্বি জিততেও মরিয়া অস্কার। কিন্তু ডার্বি ম্যাচে নামার আগেই বড় ধাক্কা খেয়েছে ইস্টবেঙ্গল শিবির। ডুরান্ড কাপের প্রথম ম্যাচ থেকেই নজর কেড়েছেন ইস্টবেঙ্গলের নবনিযুক্ত প্যালেস্তিনিও মিডফিল্ডার মহম্মদ রশিদ। তবে শুক্রবার রাতে তাঁর বাবা প্রয়াত হওয়ায়, তড়িঘড়ি দেশে ফিরতে হয়েছে রশিদকে। ডার্বি ম্যাচে খেলবেন না তিনি। ফলে রশিদ না থাকায়, মাঝমাঠে নির্ভরতা কে দেবেন, সেই নিয়ে চিন্তায় থাকবেন অস্কার ব্রুজো।

শনিবার ম্যাচের আগেরদিন অনুশীলনে দীর্ঘক্ষণ ফুটবলারদের সঙ্গে বার্তালাপ সেরে অনুশীলন শুরু করেন অস্কার। শুরুতে বেশ কিছুক্ষণ শারীরিক অনুশীলন করার পর, দল শুরু করল মূল অনুশীলন। দল দেখে যা বোঝা গেল, তাতে রক্ষণে হয়তো আনোয়ার-সিবিলে জুটির উপরেই ভরসা রাখবেন অস্কার। দুই সাইডব্যাকে শুরু করতে পারেন লালচুংনুঙ্গা এবং মহম্মদ রাকিপ। তবে মাঝমাঠে রশিদের পরিবর্ত হিসেবে কাকে খেলাবেন অস্কার, সেই নিয়ে একটা ধোঁয়াশা থাকছে। যদিও সেই জায়গায় খেলার জন্য সল ক্রেসপোর মত ফুটবলার হাতে রয়েছে অস্কারের। 

এছাড়াও ভারতীয়দের মধ্যে সৌভিক, জিকসনের মত ফুটবলারও রয়েছেন। এবার দেখার অস্কার কাকে সেই জায়গায় নামাবেন। এছাড়া বাকি দুই মিডফিল্ডার হতে পারেন মহেশ নাওরেম এবং মিগুয়েল ফিগুয়েরা। দুই উইংয়ে বিপিন সিং এবং এডমুন্ড লালরিনডিকাকে নিয়ে, আক্রমণভাগে হয়ত হামিদ আহদাদকে রেখেই মোহনবাগান বধের ঘুটি সাজাবেন অস্কার।

কেমন হতে পারে ইস্টবেঙ্গলের দল?
প্রভসুকান সিং গিল, আনোয়ার আলি, সিবিলে, লালচুংনুঙ্গা, মহম্মদ রাকিপ, সল ক্রেসপো, সৌভিক চক্রবর্তী, জিকসন সিং, বিপিন সিং, এডমুন্ড লালরিনডিকা ও হামিদ আহদাদ  

Advertisement
Read more!
Advertisement
Advertisement