Advertisement

East Bengal: হিজাজির সঙ্গে সম্পর্ক ছিন্ন করল লাল-হলুদ, কোথায় সই করলেন ডিফেন্ডার?

হিজাজি মাহেরের সঙ্গে সম্পর্ক ছিন্ন করল ইস্টবেঙ্গল। নিজের দেশের ক্লাব আল ফয়জালেতে যোগ দিলেন এই ডিফেন্ডার। আল ফয়সালি তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এই আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে। যেখানে বলা হয়েছে, হিজাজি তিন বছরের চুক্তিতে স্বাক্ষর করেছেন।

হিজাজি মাহেরহিজাজি মাহের
Aajtak Bangla
  • কলকাতা,
  • 18 Jul 2025,
  • अपडेटेड 10:29 AM IST

হিজাজি মাহেরের সঙ্গে সম্পর্ক ছিন্ন করল ইস্টবেঙ্গল। নিজের দেশের ক্লাব আল ফয়জালেতে যোগ দিলেন এই ডিফেন্ডার। আল ফয়সালি তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এই আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে। যেখানে বলা হয়েছে, হিজাজি তিন বছরের চুক্তিতে স্বাক্ষর করেছেন।

সুপার কাপে দারুণ পারফর্ম করেন হিজাজি
হিজাজি ২০২৩ সালের সেপ্টেম্বরে ইস্টবেঙ্গলে যোগ দিয়েছিলেন। দারুণ প্রভাবও ফেলেছিলেন। কলিঙ্গ সুপার কাপে তাঁর অসাধারণ পারফরম্যান্সের ভিত্তিতে 'ডিফেন্ডার অফ দ্য টুর্নামেন্ট' ও হয়েছিলেন। তবে, পরের মরসুমে চোট সমস্যায় ভুগতে হয়েছে। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে, হাঁটুর চোটের কারণে তিনি ২০২৪-২৫ মরসুমের বাকি সময় থেকে ছিটকে যান।

সুস্থ হওয়ার পর, হিজাজি সম্প্রতি কলকাতায় ফিরে আসেন, অনুশীলনে নেমে প্রত্যাশা বাড়িয়ে তোলেন। কারণ ইস্টবেঙ্গল ইতিমধ্যেই আসন্ন ডুরান্ড কাপের দিকে তাকিয়ে তাদের প্রাক-মরসুমের প্রস্তুতি শুরু করেছে। তবে, লাল-হলুদ ক্লাবের পক্ষ থেকে অনেক কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। 

জর্ডন জাতীয় দলে খেলেছেন
ইস্টবেঙ্গলের হয়ে হিজাজি ৪২টি ম্যাচে খেলেছেন এবং ৪টি গোল করেছেন। এই সময়েই তিনি জর্ডন জাতীয় দলে ডাক পান। ব্যাকলাইনে তাঁর শক্তিশালী শারীরিক উপস্থিতি সত্ত্বেও, গত মরসুমে তার পারফর্মেন্স গুরুত্বপূর্ণ ম্যাচে সমালোচনার মুখে পড়ে। ফলস্বরূপ, ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট ডিফেন্সে আরও নির্ভরযোগ্য বিকল্প খোঁজার সিদ্ধান্ত নেয়। খবর অনুসারে, সম্ভাব্য বিকল্প হিসেবে আর্জেন্টিনার ডিফেন্ডার কেভিন সিবিলকে তালিকায় রাখা হয়েছে। রিভার প্লেটের প্রাক্তন এই খেলোয়াড় ১৯ জুলাই হয়ত কলকাতায় আসবেন এবং ডুরান্ড কাপের আগে ইস্টবেঙ্গল শিবিরে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।

শোনা যাচ্ছে, আজ রাতেই আসছেন মহম্মদ রাশিদ। তাঁর সঙ্গে চুক্তি সইয়ের কথা সরকারিভাবে জানানো না হলেও, এ মরসুমে তিনি লাল-হলুদ জার্সি পরতে চলেছেন বলেই সূত্রের খবর। আর সেই কারণেই প্রি সিজন ট্রেনিং হিসেবে ডুরান্ড কাপে তাঁকে খেলাতে পারে ইস্টবেঙ্গল। রাত ৯:২০ মিনিটে কলকাতায় পা দেবেন এই তারকা।

Advertisement

Read more!
Advertisement
Advertisement