Advertisement

East Bengal: শিল্ডে নামার আগে চাপে ইস্টবেঙ্গল, আটকে গেল অনুশীলনেই

আইএফএ শিল্ডে খেলতে নামার আগে চিন্তা বাড়ল ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজোর। শিল্ড অভিযানে নামার তিনদিন আগে অন্তঃস্কোয়াড ম্যাচে দলের হাল দেখে নিচে চেয়েছিলেন লাল-হলুদ হেডস্যর। পাঁচ বিদেশি নিয়ে গড়া অস্কারের প্রথম দল সেই ম্যাচে হারাতে পারল না রিজার্ভবেঞ্চ এবং কলকাতা লিগের একঝাঁক ফুটবলার নিয়ে তৈরি একাদশকে।

ইস্টবেঙ্গল দলইস্টবেঙ্গল দল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 06 Oct 2025,
  • अपडेटेड 12:26 PM IST

আইএফএ শিল্ডে খেলতে নামার আগে চিন্তা বাড়ল ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজোর। শিল্ড অভিযানে নামার তিনদিন আগে অন্তঃস্কোয়াড ম্যাচে দলের হাল দেখে নিচে চেয়েছিলেন লাল-হলুদ হেডস্যর। পাঁচ বিদেশি নিয়ে গড়া অস্কারের প্রথম দল সেই ম্যাচে হারাতে পারল না রিজার্ভবেঞ্চ এবং কলকাতা লিগের একঝাঁক ফুটবলার নিয়ে তৈরি একাদশকে। ম্যাচ শেষ হল ১-১ গোলে। দু'পক্ষের হয়ে গোল করলেন হামিদ আহদাদ ও জেসিন টিকে।

প্রায় দেড় মাস আগে ডুরান্ড কাপ সেমিফাইনালে ডায়মন্ডহারবার এফসি-র কাছে হারতে হয়েছে ইস্টবেঙ্গলকে। এরপর মরসুমের বাকি প্রতিযোগিতায় ভালো ফল করার উদ্দেশ্যে অনুশীলনে জোর বাড়িয়েছেন কোচ অস্কার। সেই প্র্যাকটিসের ফলাফল দেখতেই এদিন অন্তঃস্কোয়াড ম্যাচ খেলল ইস্টবেঙ্গল। 

শুরুতে একদিকে ছিলেন দেবজিৎ মজুমদার, মহম্মদ রাকিপ, মার্তণ্ড রায়না, কেভিন সিবিয়ে, জয় গুপ্ত, মহম্মদ রশিদ, মিগুয়েল ফিগুয়েরা, সল ক্রেসপো, পিভি বিষ্ণু, বিপিন সিং এবং হামিদ। উল্টোদিকে গৌরব সাউ, সুমন দে, লালচুংনুঙ্গা, সোনম লোখাম, বিক্রম প্রধান, শৌভিক চক্রবর্তী, জিকসন সিং, নন্দকুমার, সায়ন বন্দ্যোপাধ্যায়, ডেভিড এবং জেসিন। প্রথমে মিগুয়েলের কর্নারে মাথা ছুঁইয়ে গোল করে যান হামিদ। পরে সেই গোল শোধ করেন জেসিন। মিগুয়েলের একটি গোল অবশ্য বাতিল হয়।

এদিন ডিফেন্সে কেভিনের সঙ্গে প্রথনে জুটি বাধেন মার্তণ্ড। তবে পরে তাঁকে দ্বিতীয় দলে পাঠিয়ে কেভিন-লাল জুটিকেও দেখে নেন অস্কার। সদ্য চোট সারিয়ে ফেরা শৌভিক পায়ে অস্বস্তি অনুভব করায় তাঁর বদলে নামেন নসিব রহমান। প্রথম দলের মহেশ সিং ও আনোয়ার আলি জাতীয় শিবিরে, চোটের জন্য খেলেননি গোলকিপার প্রভসুখন গিল। শিল্ডের জন্য এখনও প্লেয়ার রেজিস্ট্রেশন করায়নি ইস্টবেঙ্গল। যা খবর, পূর্ণশক্তির দলই নামাবে তারা। তবে তার আগে সম্ভাব্য প্রথম একাদশের পারফরম্যান্স চিন্তা বাড়াবে অস্কারের।

যদিও প্র্যাকটিস ম্যাচ দেখে দলের সামগ্রিক পারফরম্যান্স বিচার করা যায় না। তবে এটুকু বলাই যায়, ইস্টবেঙ্গলের রিজার্ভ দল থেকে বেশ কয়েকজন ফুটবলার গত কয়েক বছরের মতো এ বছরও মূল দলে সুযোগ পেতে পারেন। 

Advertisement
Read more!
Advertisement
Advertisement