ইস্টবেঙ্গলে সই করলেন বিপিন সিং। মুম্বই সিটিএফসি-র এই উইঙ্গার এবার লাল-হলুদে। বিপিন তার প্রাক্তন ক্লাবের সঙ্গে সাত বছর কাটিয়ে আইএসএল শিল্ড এবং দুটি আইএসএল-কাপ জেতার পর, মুম্বই সিটি এফসি থেকে রেড অ্যান্ড গোল্ড ব্রিগেডে যোগ দিলেন তিনি।
গতি, আক্রমণাত্মক মানসিকতার পাশাপাশি ক্লিনিক্যাল ফিনিশিংয়ের জন্য পরিচিত বিপিন। মুম্বই সিটি এফসির হয়ে ১৫৮ গুলি ম্যাচ খেলেছেন। করেছেন ২৮টি গোল এবং ১৭টি অ্যাসিস্ট রয়েছে তাঁর। মুম্বই দলের সর্বকালের দ্বিতীয় সর্বোচ্চ গোল স্কোরার। ২০২১ এবং ২০২৪ সালে দুটি আইএসএল ফাইনালে গোল করার কৃতিত্বও রয়েছে বিপিনের।
বিপিনকে দলে স্বাগত জানিয়ে ইমামি ইস্টবেঙ্গল এফসির ফুটবল প্রধান থাংবোই সিংটো বলেন, 'বিপিন একজন গতিশীল এবং অভিজ্ঞ উইঙ্গার যিনি আমাদের দলে জয়ের মানসিকতা নিয়ে আসবে বলে আমরা আশা করছি। তার সৃজনশীলতা এবং গোল করার দক্ষতা দিয়ে খেলায় প্রভাব ফেলার তার ক্ষমতা অমূল্য কারণ আমরা শীর্ষস্থান দখলের পাশাপাশি চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য রাখি।’
আইএসএলে বিপিন এখনও পর্যন্ত ১৪১টি আইএসএল ম্যাচে খেলেছেন। যার মধ্যে আছে ২৭টি গোল ও ১২টি অ্যাসিস্ট। আইএসএল-এর গত মরসুমে তিনি ২১টি ম্যাচে একটি গোল করেছেন।
মণিপুরী এই উইঙ্গার ২০১২ সালে শিলং লাজং এফসি-তে তার সিনিয়র ক্যারিয়ার শুরু করেন, তারপর ২০১৭ সালে এটিকে-তে যোগ দেন। ২০১৮ সালে তিনি মুম্বই সিটি এফসি-তে যোগ দেন। ভারতীয় দলের হয়েও দারুণ খেলেছেন বিপিন। ২০২১ সালের ২৫ মার্চ ওমানের বিরুদ্ধে ১-১ গোলে ড্র হওয়া ম্যাচে ভারতের জাতীয় দলে অভিষেক করেন। তিনি ২০২৩ সালে ত্রিদেশীয় সিরিজ জয়ী ব্লু টাইগার্স দলের অংশ ছিলেন।
এর আগে এডমুন্ড লালরেন্ডিকাকে সই করিয়েছে ইস্টবেঙ্গল। দলে এসেছেন মাতণ্ড রায়নাও। গত মরসুমে আই লিগে খেলা এই দুই ফুটবলারই দারুণ পারফর্ম করেছেন। এবার দেখার, আইএসএল-এর মঞ্চে কীভাবে এই দুই তারকা নিজেদের মেলে ধরেন।