Advertisement

East Bengal: একসঙ্গে তিন বিদেশিকে সই করল ইস্টবেঙ্গল, দলে এবার মিগুয়েল-কেভিন-রাশিদ

তিন ফুটবলারের সই করার খবর আগেই শোনা গিয়েছিল। আর এবার সেই জল্পয়ায় শিলমোহর পড়ে গেল। একসঙ্গে তিন বিদেশিকে সই করার কথা ঘোষনা করল ইস্টবেঙ্গল। গতকালই গভীর রাতে এসে পৌঁছেছেন মহম্মদ রশিদ। অবশেষে এক বছরের চুক্তিতে মিগুয়েল ফিগুয়েরা, মহম্মদ রশিদ ও কেভিন সিবিয়ের নাম ঘোষণা করে দিল লাল-হলুদ। 

মিগুয়েল ফিগুয়েরা, মহম্মদ রশিদ ও কেভিন সিবিয়েমিগুয়েল ফিগুয়েরা, মহম্মদ রশিদ ও কেভিন সিবিয়ে
Aajtak Bangla
  • কলকাতা,
  • 18 Jul 2025,
  • अपडेटेड 4:36 PM IST

তিন ফুটবলারের সই করার খবর আগেই শোনা গিয়েছিল। আর এবার সেই জল্পয়ায় শিলমোহর পড়ে গেল। একসঙ্গে তিন বিদেশিকে সই করার কথা ঘোষনা করল ইস্টবেঙ্গল। গতকালই গভীর রাতে এসে পৌঁছেছেন মহম্মদ রশিদ। অবশেষে এক বছরের চুক্তিতে মিগুয়েল ফিগুয়েরা, মহম্মদ রশিদ ও কেভিন সিবিয়ের নাম ঘোষণা করে দিল লাল-হলুদ। 

এদের মধ্যে মিগুয়েল বসুন্ধরা কিংসে লাল-হলুদের কোচ অস্কার ব্রুজোর অধীনে খেলেছেন। অন্যদিকে বৃহস্পতিবার রাতে শহরে পা দিয়েছেন প্যালেস্টাইনের জাতীয় দলের ফুটবলার মহম্মদ রশিদ। আর্জেন্টিনার ডিফেন্ডার কেভিন সিবিয়েকেও দলে নিয়েছে ইস্টবেঙ্গল। এবার প্রশ্ন হল, এই তিন ফুটবলার কত নম্বর জার্সি পাবেন? মিগুয়েল পরবেন ৮ নম্বর জার্সি, রশিদকে দেওয়া হবে ৭৪ নম্বর ও সিবিয়ের জন্য বরাদ্দ ৬ নম্বর জার্সি। 

গত মরসুম একেবারেই ভালো যায়নি ইস্টবেঙ্গলের। সুপার কাপ, ডুরান্ড কাপ হারতে হয়েছে। আইএসএল-এর প্লে অফেও যেতে পারেনি তারা। যে কারণে একাধিক বিদেশিদের বাদ দিয়ে কার্যত নতুন করে দল গোছানোর কাজ শুরু করে দিয়েছে ইস্টবেঙ্গল। ইতিমধ্যেই হিজাজি মাহেরও দল ছেড়েছেন। 

তিন বিদেশির দলে আসা নিয়ে ইস্টবেঙ্গলের হেড অফ ফুটবল থাংবোই সিংটো বলছেন, 'মিগুয়েল, রশিদ, কেভিন, তিন ফুটবলারই আগে নিজেদের প্রমাণ করেছে। যারা পার্থক্য গড়ে দিতে পারবে, আমরা সেরকম প্লেয়ারদের দলে নিয়েছি। অস্কারের পরিকল্পনা অনুযায়ী এদের নেওয়া হয়েছে। আমাদের বিশ্বাস, ওরা দলে প্রভাব রাখতে পারবে।' 

মিডফিল্ডার মিগুয়েল সৃজনশীলতার পাশাপাশি রক্ষণেও ভূমিকা নিতে পারে। তিনবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ জিতেছেন। বসুন্ধরার হয়ে ৬৪টি ম্যাচে ৩৭টি গোল ও ২৬টি অ্যাসিস্ট আছে। প্যালেস্টাইনকে এএফসি এশিয়ান কাপের শেষ ষোলোয় তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ডিফেন্সিভ মিডফিল্ডার মহম্মদ রশিদের। মিডফিল্ডে ধরে খেলতে পারেন। এর আগে ইন্দোনেশিয়ার পারসেবায়া সুরাবায়ার হয়ে ৩৩ ম্যাচে ৬টি গোল করেছেন। আর্জেন্টিনার ডিফেন্ডার কেভিন সিবিয়ে রিভার প্লেট অ্যাকাডেমি থেকে উঠে এসেছেন। গত বছর ইস্টবেঙ্গলকে ভুগিয়েছে মন্থর ডিফেন্স। সেখানে ২৬ বছর বয়সি কেভিনের আগমনে লাল-হলুদের রক্ষণভাগ আরও শক্তিশালী হতে পারে।

Advertisement

ইস্টবেঙ্গলের কোচ অস্কার ব্রুজো বলছেন, 'মিগুয়েল খেলা বদলে দিতে পারে। ও কেরিয়ারের সেরা ফর্মে আছে। কেভিন ডিফেন্সের পাশাপাশি আক্রমণেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। রশিদ খুবই শক্তিশালী ডিফেন্সিভ মিডফিল্ডার। বল দখল করতে পারে, দলকে নেতৃত্ব দিতে পারে। তাছাড়া ওর দূরপাল্লার শটে গোল করার অভিজ্ঞতা আছে।'
 

Read more!
Advertisement
Advertisement