Advertisement

East Bengal: সুপার কাপের আগে ফিট ইস্টবেঙ্গলের এই তারকা, বিরাট স্বস্তি লাল-হলুদে

সুপার কাপের (Super Cup 2025) আগে স্বস্তির খবর ইস্টবেঙ্গল (East Bengal) শিবিরে। কারণ গোটা মরসুম ভুগতে হয়েছে চোট আঘাত সমস্যায়। তবে সুপার কাপের আগে গোটা দল পুরো ফিট। দলে অনেকদিন পর কেউ সাইডলাইনে নেই। সবাই পুরো ফিট এবং পুরো দমে অনুশীলন করেছে। আনোয়ার আলিও (Anwar Ali) সম্পূর্ণ ফিট।

ইস্টবেঙ্গলইস্টবেঙ্গল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 06 Apr 2025,
  • अपडेटेड 12:35 PM IST

সুপার কাপের (Super Cup 2025) আগে স্বস্তির খবর ইস্টবেঙ্গল (East Bengal) শিবিরে। কারণ গোটা মরসুম ভুগতে হয়েছে চোট আঘাত সমস্যায়। তবে সুপার কাপের আগে গোটা দল পুরো ফিট। দলে অনেকদিন পর কেউ সাইডলাইনে নেই। সবাই পুরো ফিট এবং পুরো দমে অনুশীলন করেছে। আনোয়ার আলিও (Anwar Ali) সম্পূর্ণ ফিট।

প্রথমে কার্লেস কুয়াদ্রাত থাকার সময় ফুটবলারদের ফিটনেস একেবারে তলানিতে এসে ঠেকেছিল। পরে অস্কার ব্রুজো হেড কোচ হয়ে আসার পরে, দলের ফিটনেস বাড়লেও, মরসুমের একেবারে শুরুতেই হয়ে যাওয়া ক্ষতি থেকে বেরিয়ে আসতে পারেনি লাল-হলুদ ব্রিগেড।

আনোয়ার কতটা ফিট?
অন্যদিকে এদিন অনুশীলনে যোগ দিলেন দলের আরেক বিদেশি রিচার্ড সেলিস (Ruchard Celis)। বিমান মিস করার জন্য গতকাল প্রথম দিনের অনুশীলনে অনুপস্থিত ছিলেন তিনি। অন্যদিকে মাঠ ছাড়ার সময় এদিন আনোয়ার আলি নিজেই জানিয়ে গেলেন, 'আমি এখন সম্পূর্ণ ফিট। মাঠে নামার জন্য আমি তৈরি।'

আইএসএলের (ISL) লিগ পর্যায়ের শেষ দিকে, পরপর ম্যাচ এবং এএফসির (AFC) প্রতিযোগিতার মধ্যে ব্যবধান কম হওয়ায়, সেই সময়েও ফুটবলারদের ক্লান্তি এবং চোট-আঘাত দলের ব্যর্থতার পেছনে একটা বড় কারণ হয়ে উঠেছিল। যদিও তার থেকে শিক্ষা নিয়েই আসন্ন সুপার কাপে নামতে চান অস্কার ব্রুজো। শুক্রবার থেকে আসন্ন সুপার কাপের অনুশীলন শুরু করেছে গতবারের চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল। আর সেখানে ফিটনেস যে দলকে ভোগাবে না, সে ব্যাপারে আশাবাদী অস্কার। 

এদিন অনুশীলন শেষে মাঠ ছাড়ার সময় তাই তিনি জানিয়ে গেলেন, 'টানা ছুটি থাকা সত্ত্বেও, আমরা দলের প্রতিটা ফুটবলারের সঙ্গে ভিডিও কলে যোগাযোগ রেখেছিলাম। ওদের প্রত্যেককেই সেখানেই আমরা ফিজিকাল ট্রেনিং করে ফুটবলারদের কিভাবে নিজেদের তরতাজা রাখতে হবে তা বলেছি, এবং ওরা সেটা মেনেও চলেছে। আপনারাও এখানে অনুশীলন দেখছেন, আশা করি ফুটবলাররা প্রথম ম্যাচ থেকেই ফিটনেসের তুঙ্গে থাকবে।' সবমিলিয়ে সুপার কাপ ধরে রাখতে মরিয়া ইস্টবেঙ্গল।

Advertisement
Read more!
Advertisement
Advertisement