সুপার কাপে প্রথম ম্যাচে কেরালা ব্লাস্টার্সের কাছে হেরেই বিদায় নিয়েছে ইস্টবেঙ্গল। এরপরেই ফুটবল থেকে অবসর গ্রহনের সিদ্ধান্ত নিয়ে নিলেন হেক্টর ইউস্তে। কেরালা ব্লাস্টার্সের (Kerala Blasters) কাছে হারের পরই বিধ্বস্ত ইস্টবেঙ্গল। মাঠ থেকে ড্রেসিংরুমে ফেরার পরই নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দেন হেক্টর ইউস্তে। শুধু ইস্টবেঙ্গলের সঙ্গে সম্পর্ক ছিন্নই নয়, এবার ফুটবল থেকেও অবসর নিচ্ছেব হেক্টর ইউস্তে।
ফের একবার প্রাক্তন থেকে বিশেষজ্ঞদের কাঠগড়ায় ইস্টবেঙ্গলের( East Bengal) ডিফেন্স। সেই ব্যর্থতার পরই ড্রেসিংরুমে ফিরে কোচ, সতীর্থদের সামনে নিজের সিদ্ধান্তটা জানিয়ে দিয়েছেন হেক্টর ইউস্তে (Hector Yuste)। এবারের আইএসএলের আগেই হেক্টর ইউস্তেকে(Hector Yuste) দলে নিয়েছিল ইস্টবেঙ্গল। গতবার মোহনবাগান শিবিরে ছিলেন তিনি। কিন্তু হেক্টর ইস্টবেঙ্গলে যোগ দিয়ে সেভাবে কিছুই করতে পারেননি। বরং বারবার তাঁর ধীর গতি নিয়েই প্রশ্ন উঠেছে। তাঁর সঙ্গে অবশ্য এই এক বছরের জন্যই চুক্তি করেছিল ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট।
হেক্টর অবশ্য নিজেই ছেড়ে দিলেন। ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট কিন্তু হিজাজি মাহেরকে নিয়েও একেবারেই সন্তুষ্ট নয়। তাঁকেও আগামী মরসুমে নাও রাখা হতে পারে শোনা যাচ্ছে। ফলে পরের মরসুমের জন্য দল ঢেলে সাজাতে হবে ইস্টবেঙ্গলকে। সুপার কাপের আগেই ক্লেইটন সিলভার সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়েছে। কোচের সঙ্গে বাদানুবাদের জেরে ছাড়তে হয় ক্লেইটনকে।
আইএসএল-এও ডিফেন্স সমস্যায় ভুগতে হয়েছে ইস্টবেঙ্গলকে। তবে মোহনবাগান সুপার জায়েন্টের হয়েও খেলেছেন হেক্টর। গত বছরের আইএসএল শিল্ড জয়ী মোহনবাগান দলের সদস্য হেক্টর। মোহনবাগানের আইএসএল প্রথম শিল্ড জয়ের ক্ষেত্রে এই খেলোয়াড়ের অবদান অনস্বীকার্য। তবে ইস্টবেঙ্গলে আসার পরেই তাঁর ফর্ম পড়ে যায়। ডুরান্ড কাপ হোক, বা আইএসএল-এর পর সুপার কাপ। বারবার ব্যর্থ হয়েছেন হেক্টর। তাঁর সঙ্গী হিজাজি ও আনোয়ারের পারফরম্যান্সও প্রশ্নের মুখে পড়েছে। ফলে পরের মরসুমেই দলে ব্যাপক বদল আনতে হবে লাল-হলুদকে। এখন কম সময়ের মধ্যে কীভাবে তারা এই কাজ করবেন সেটাই দেখার।