Advertisement

East Bengal: সেমিফাইনালের আগে ইস্টবেঙ্গলের এই তারকা ফিট, স্বস্তি নিয়েই গোয়া যাচ্ছে লাল-হলুদ

বৃহস্পতিবার দুপুরের বিমানে কলকাতা ছেড়ে গোয়ার উদ্দেশ্যে রওনা দিল ইস্টবেঙ্গল। ৪ ডিসেম্বর পঞ্জাব এফসির বিরুদ্ধে সুপার কাপের সেমিফাইনালে মাঠে নামবে ইস্টবেঙ্গল। বুধবার বিকেলে কলকাতায় শেষ মুহুর্তের প্রস্তুতি সারলেন সল ক্রেসপো, মিগুয়েল ফিগুয়েরারা। 

ইস্টবেঙ্গলইস্টবেঙ্গল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 27 Nov 2025,
  • अपडेटेड 1:53 PM IST

বৃহস্পতিবার দুপুরের বিমানে কলকাতা ছেড়ে গোয়ার উদ্দেশ্যে রওনা দিল ইস্টবেঙ্গল। ৪ ডিসেম্বর পঞ্জাব এফসির বিরুদ্ধে সুপার কাপের সেমিফাইনালে মাঠে নামবে ইস্টবেঙ্গল। বুধবার বিকেলে কলকাতায় শেষ মুহুর্তের প্রস্তুতি সারলেন সল ক্রেসপো, মিগুয়েল ফিগুয়েরারা। 

সেমিফাইনালে মাঠে নামার আগে দল নিয়ে অনেকটাই স্বস্তিতে অস্কার ব্রুজো। এদিন অনুশীলন শেষে মাঠ ছাড়ার আগে ইস্টবেঙ্গল হেড কোচ বলেন, 'শেষ অনুশীলনে দলকে খুব পরিণত এবং প্রস্তুত মনে হয়েছে। নিয়মিত একসঙ্গে অনুশীলন করায় দলের কম্বিনেশন এখন অনেক শক্তিশালী। আমরা প্রতিদিন উন্নতি করছি। কিন্তু অতিরিক্ত আত্মবিশ্বাসের কোন জায়গা নেই।' বুধবার অনুশীলনে দুটি দলে ভাগ করে প্রস্তুতি ম্যাচ খেলালেন অস্কার। পুরোদমে অনুশীলন করলেন সল ক্রেসপো। সেমিফাইনালের আগে অনেকটাই স্বস্তিতে লাল-হলুদ শিবির।

সেমিফাইনালের লড়াইয়ে নামার আগে প্রস্তুতি ম্যাচ খেলতে নামবে ভারত। গ্রুপ পর্বে বেগ দেওয়া ডেম্পোর বিরুদ্ধেই সেই প্রস্তুতি ম্যাচে নামবে অস্কারের দল। সেখানে ফের দেখে নেওয়ার সুযোগ পাবেন দলকে। কঠিন প্রতিপক্ষ হওয়ায়, দলের পরিস্থিতিও পরীক্ষা করার সুযোগ পাবেন স্প্যানিশ কোচ। ইস্টবেঙ্গলকে নিয়ে এ মরসুমে অনেক স্বপ্ন সমর্থকদের। সেই স্বপ্ন বাস্তব করতে মরিয়া অস্কার। 

খাতায় কলমে ইস্টবেঙ্গল এগিয়ে থাকলেও, পঞ্জাব এফসিকে যথেষ্ট সমীহ করছেন অস্কার ব্রুজো। তিনি বলেন, 'পঞ্জাব খুব শক্তিশালী দল। সেমিফাইনালে একটা কঠিন লড়াই হতে চলেছে। তবে আমরা যেভাবে প্রস্তুতি নিয়েছি, সেটাই যদি মাঠে করে দেখাতে পারি তাহলে শিরোপা জয়ের একটা সুযোগ রয়েছে।' 

বুধবার শহরে শেষ অনুশীলনে দলের দুই ফরোয়ার্ড হিরোশি ইবুসুকি এবং হামিদকে ঘুরিয়ে ফিরিয়ে দেখে নিয়েছেন অস্কার। তবে নকআউটের ম্যাচে ছয় বিদেশি নিয়ে ইস্টবেঙ্গল মাঠে নামবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। রক্ষণ এবং মাঝমাঠ অপরিবর্তিত থাকলেও, আক্রমণভাগ নিয়ে পরীক্ষা-নিরীক্ষার পথেই হাঁটছেন ইস্টবেঙ্গল হেড কোচ। তবে মনে করা হচ্ছে, হামিদকে বেঞ্চে রেখে হিরোশিকেই প্রথম একাদশে রাখতে পারেন অস্কার।

Read more!
Advertisement
Advertisement