Advertisement

East Bengal Transfer News: এবার লক্ষ্য বাংলাদেশে খেলা তারকা, কাকে সই করাতে চাইছে ইস্টবেঙ্গল?

ট্রান্সফার মার্কেটে (Transfer Update) ঝাঁপিয়ে পড়তে চলেছে ইস্টবেঙ্গল (East Bengal)। পরের মরসুমের দল গঠনের প্রস্তুতি সুপার কাপের (Super Cup 2025) আগেই শুরু করে দিল লাল-হলুদ। দেশীয় ফুটবলারদের পাশাপাশি, বিদেশি ফুটবলারদেরও টার্গেট করতে চাইছে তারা।

ইস্টবেঙ্গলইস্টবেঙ্গল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 07 Apr 2025,
  • अपडेटेड 9:46 AM IST

ট্রান্সফার মার্কেটে (Transfer Update) ঝাঁপিয়ে পড়তে চলেছে ইস্টবেঙ্গল (East Bengal)। পরের মরসুমের দল গঠনের প্রস্তুতি সুপার কাপের (Super Cup 2025) আগেই শুরু করে দিল লাল-হলুদ। দেশীয় ফুটবলারদের পাশাপাশি, বিদেশি ফুটবলারদেরও টার্গেট করতে চাইছে তারা। বাংলাদেশের (Bangladesh) ক্লাব বসুন্ধরা কিংস (Basundhara Kings) থেকে তারকা ফুটবলার সই করাতে মরিয়া অস্কার ব্রুজোর দল। বিশেষ করে যেহেতু মাদিহ তালাল চোটের জন্য গোটা মরসুম ছিটকে গিয়েছেন তাই চব্বিশ বছর বয়সী তারকা সেন্ট্রাল মিডফিল্ডার মিগুয়েল ফেরেইরা (Miguel Ferreira) বড় ভূমিকা নিতে পারেন।  

ক্লাব ছাড়ছেন মিগুয়েল
বাংলাদেশের ক্লাব বসুন্ধরা কিংস এর চব্বিশ বছর বয়সী তারকা সেন্ট্রাল মিডফিল্ডার মিগুয়েল ফেরেইরাকে আগাগোড়াই পছন্দ ছিল ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজনের। সূত্রের খবর অনুযায়ী এবার বাংলাদেশের ক্লাব ছাড়তে চলেছেন মিগুয়েল। তার ইচ্ছা ভারতে খেলার। অন্যদিকে শোনা যাচ্ছে মিগুয়েলকে আসন্ন মরসুমের জন্য টার্গেট করতে চলেছে ইস্টবেঙ্গল। এবার দুয়ে দুয়ে চার কি হবে? বসুন্ধরার প্রাক্তন কোচ অস্কার ব্রুজোর হাত ধরে মিগুয়েলের এবার লাল হলুদ বাহিনীতে আগমন ঘটে কিনা সেটাই দেখার বিষয়।

দারুণ রেকর্ড ব্রাজিলিয়ান তারকার
বাংলাদেশের বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রেও জানা যাচ্ছে মিগুয়েল লাল-হলুদে যোগ দিতে পারেন। অস্কারের অধীনে অনেকদিনই খেলেছেন মিগুয়েল। ফলে সমস্যা হওয়ার কথা নয়। মিডফিল্ডার হলেও, বাংলাদেশ লিগে ৪৮ ম্যাচে ৩২ গোলের পাশাপাশি ২৬টা অ্যাসিস্ট রয়েছে তাঁর। যে রেকর্ড যে কোনও দলের ক্ষেত্রেই বিরাট ব্যাপার। এই ব্রাজিলিয়ান ফুটবলার সাও পাওলো, ক্যাপেকোয়েন্সের হয়েও খেলেছেন। 

তালালের ভবিষ্যৎ কী?
তিনি দলে এলে ফরাসি মিডফিল্ডার মাদি তালালের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠে যেতে পারে। আবার তালাল ফিট হয়ে উঠলে দুই তারকাকেই ব্যবহার করতে পারে ইস্টবেঙ্গল। তবে পুরোপুরি এ সব কিছুই নির্ভর করছে অস্কারের সিদ্ধান্তের উপর। এবার এই তারকা শেষ পর্যন্ত ইস্টবেঙ্গলের জার্সি গায়ে চাপান কিনা সেটাই দেখার।    

Read more!
Advertisement
Advertisement