কলকাতা লিগের চ্যাম্পিয়নশিপ রাউন্ডের খেলায় ইস্টবেঙ্গল বৃহস্পতিবার নামছে। ঘরের মাঠে প্রতিপক্ষ ইউনাইটেড কলকাতা এসসি। যেহেতু প্রতিটা দল এই রাউন্ডে মাত্র তিনটি করে ম্যাচ খেলবে, তাই প্রতিটা ম্যাচই এখন ফাইনাল। তবে, প্রথম ম্যাচের আগে ইস্টবেঙ্গল বেশ সমস্যায়। সিনিয়র আর জুনিয়রদের সঙ্গে নিয়ে দারুণ পারফর্ম করেছে ইস্টবেঙ্গল। তবে চ্যাম্পিয়নশিপের ম্যাচ নেই কয়েকজন সিনিয়র দলের ফুটবলার।
কার কার চোট রয়েছে?
দিন কয়েক আগে গোড়ালিতে চোট পেয়েছেন সৌভিক চক্রবর্তী। তাই দলের এই সিনিয়র ফুটবলার প্রথম ম্যাচ তো বটেই, চ্যাম্পিয়নশিপ রাউন্ডেই আর মাঠে নামতে পারবেন কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। গোলরক্ষক দেবজিৎ মজুমদার এবং বাঙালি উইঙ্গার সায়ন বন্দোপাধ্যায় কার্ডের জন্য প্রথম ম্যাচে নেই। যেহেতু ছ'জন ভূমিপুত্র খেলানো বাধ্যতামুলক, তাই এই ম্যাচে বাঙালি ফুটবলার না থাকায় বিনো জর্জ যথেষ্ট সমস্যায়। তবে, জেসিন টিকে পরিবর্ত হিসেবে এই ম্যাচে খেলতে পারেন। অন্যদিকে ২০ সেপ্টেম্বর থেকেই শুরু হচ্ছে ইস্টবেঙ্গল সিনিয়র দলের অনুশীলন। জয় গুপ্তাকে চার বছরের জন্য সই করানোর খবর, মঙ্গলবার সরকারিভাবে ঘোষণা করল লাল-হলুদ।
তারিখ | প্রথম দল | দ্বিতীয় দল | কোথায় খেলা | সময় |
১১.০৯.২০২৫ | ইস্টবেঙ্গল | ইউনাইটেড কলকাতা এসসি | ইস্টবেঙ্গল মাঠ | বিকেল ৩:৩০ |
১১.০৯.২০২৫ | সুরুচি সঙ্ঘ | ডায়মন্ড হারবার এফসি | নৈহাটি বাঙ্কিমঞ্জলি স্টেডিয়াম | বিকেল ৩:৩০ |
১৪.০৯.২০২৫ | কলকাতা কাস্টমস | ইউনাইটেড স্পোর্টস | নৈহাটি বাঙ্কিমঞ্জলি স্টেডিয়াম | বিকেল ৩টে |
১৪.০৯.২০২৫ | ইস্টবেঙ্গল | ডায়মন্ড হারবার এফসি | কিশোর ভারতী স্টেডিয়াম | বিকেল ৩টে |
১৮.০৯.২০২৫ | ইউনাইটেড স্পোর্টস | সুরুচি সঙ্ঘ | বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় স্টেডিয়াম (ব্যারাকপুর) | বিকেল ৩টে |
১৮.৯.২০২৫ | ইউনাইটেড কলকাতা এসসি | কলকাতা কাস্টমস | নৈহাটি বাঙ্কিমঞ্জলি স্টেডিয়াম | বিকেল ৩টে |
২২.৯.২০২৫ | ডায়মন্ড হারবার এফসি | কলকাতা কাস্টমস | কল্যাণী স্টেডিয়াম | বিকেল ৩টে |
২২.৯.২০২৫ | ইউনাইটেড স্পোর্টস | ইস্টবেঙ্গল | ইস্টবেঙ্গল মাঠ | বিকেল ৩টে |
২২.৯.২০২৫ | ইউনাইটেড কলকাতা এসসি | সুরুচি সঙ্ঘ | বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় স্টেডিয়াম (ব্যারাকপুর) | বিকেল ৩টে |
দারুণ ছন্দে ইস্টবেঙ্গল
২৩ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে থাকল বিনো জর্জের দল। গতবাররে মতো এবারেও কলকাতা লিগে ইস্টবেঙ্গল যেন অশ্বমেধের ঘোড়া। গতবারের চ্যাম্পিয়ন কারা তা এখনও ঠিক না হলেও, এ মরসুমে ফের শিরোপা জেতার লড়াইয়ে ফের ভাল জায়গায় লাল-হলুদ।
দারুণ খেলেছেন শুইতে
পেকা গুইতেকে নামতেই ইস্টবেঙ্গলের আক্রমনে ঝাঁজ বাড়ছে। গুইতে এবার লাল-হলুদ মাঝমাঠের বড় আবিষ্কার। গোল করা এবং করানোর ক্ষেত্রে দক্ষা মাঠে নামলে কোচের চিন্তা দূর হয়। প্রতিপক্ষের চিন্তা বাড়ে।