প্রাথমিক ভাবে ঠিক ছিল ২০ জুলাই থেকে শুরু হবে ইস্টবেঙ্গল (East Bengal) সিনিয়র দলের অনুশীলন। সেক্ষেত্রে ইস্টবেঙ্গল চেয়েছিল, আগস্টের প্রথম সপ্তাহে ডুরান্ড কাপ (Durand Cup 2025) খেলতে নামতে। কিন্তু আয়োজকরা ইস্টবেঙ্গলকে অনুরোধ করে উদ্বোধনী ম্যাচে মাঠে নামার জন্য। আর তাই ইস্টবেঙ্গল সিনিয়র দলের অনুশীলন এগিয়ে আনার সিদ্ধান্ত হয়েছে।
ফেডারেশনের মাঠে অনুশীলন করছে ইস্টবেঙ্গল
প্রাথমিক ভাবে ১০ জুলাই অনুশীলন শুরু করার সিদ্ধান্ত হলেও, তা দিন কয়েক পিছতে পারে। তবে, যেভাবেই হোক ১৫ জুলাইয়ের মধ্যে অনুশীলন শুরুর চেষ্টা করবে। ইস্টবেঙ্গলের অনুশীলন শুরু করা নির্ভর করছে মাঠের ওপর। এই মুহূর্তে কলকাতা এবং আশপাশের সব অনুশীলন মাঠে পরিচর্যার কাজ হচ্ছে। ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের রিজার্ভ দল রাজারহাটে ফেডারেশনের মাঠের অ্যাস্ট্রেস্ট্রটার্ফে অনুশীলন করতে বাধ্য হচ্ছে।
চোট সমস্যা বাড়ছে
তবে ফেডারেশনের সেন্টার অফ এক্সিলেন্সের মাঠে অনুশীলন করতে গিয়ে চোট সমস্যায় পড়তে হচ্ছে ফুটবলারদের। নেমেই গোল করা মনোতোষ মাঝির কুঁচকির চোট। দুটি ম্যাচে অনিশ্চিত। জেসিনের গোড়ালিতে চোট রয়েছে। তিনিও শুরু থেকে খেলার অবস্থায় নেই। কিছুটা চিন্তায় ইস্টবেঙ্গল কোচ বিনো জর্জ।
উদ্বোধনী ম্যাচ খেলতে নামার কথা লাল-হলুদের
তাই যা পরিস্থিতি, তাতে ইস্টবেঙ্গলকে ডুরান্ডের উদ্বোধনী ম্যাচে নামাতে হলে, আয়োজকদের যুবভারতীর প্র্যাকটিস গ্রাউন্ডে (যা আপাতত ডুরান্ডের জন্য পরিচর্যা হচ্ছে) লাল-হলুদকে অনুশীলনের ব্যবস্থা করে দিতে হবে। আগে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, ডুরান্ডে মূলত রিজার্ভ দলের সঙ্গে কয়েকজন সিনিয়র ফুটবলার খেলানো হবে। তবে ক্লাব চাইছে, ডুরান্ডে পুরো শক্তি নিয়ে খেলুক ইস্টবেঙ্গল। আপাতত সিদ্ধান্ত হয়েছে ডুরান্ডের দলের অনুশীলন শুরু করাবেন দলের সহকারি কোচ বিনো জর্জ। কোচ অস্কার ব্রুজো অনুশীলনে পরে যোগ দেবেন।
কেন গোটা দল নিয়ে ঝাঁপাতে চাইছে ইস্টবেঙ্গল?
ডুরান্ড কাপে আগে না খেলার সিদ্ধান্ত নিলেও, সে জায়গা থেকে সরে আসছে মোহনবাগান সুপার জায়েন্ট (Mohun Bagan Super Giant)। ফলে ডার্বি হতে পারে। সেই ডার্বি জেতার জন্যই কি গোটা দল নিয়ে নেমে পড়তে চাইছে লাল-হলুদ? সেটা এখনও জানা যায়নি। তবে এমনটা হলে, মরসুমের শুরু থেকে ফুটবল নিয়ে উন্মাদনা যে দারুণ জায়গায় পৌঁছাবে তা বলাই যায়।