Advertisement

East Bengal Transfer News: ISL-এর আগে একজন স্ট্রাইকারকেই সই করাচ্ছে ইস্টবেঙ্গল, কবে ঘোষণা?

হিরোশি ও হামিদকে ছেড়ে দেওয়ার পর স্ট্রাইকার সমস্যায় ইস্টবেঙ্গল দল। আইএসএল শুরু হতে হাতে গোনা কয়েকদিন বাকি। এর মধ্যে স্ট্রাইকার সই করাতে না পারলে, সমস্যা হবে লাল-হলুদের। সেই লক্ষ্যেই কাজ করছে ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট। সোশ্যাল মিডিয়ায় নানা নাম শোনা গেলেও, সূত্রের খবর দুই স্ট্রাইকার নয়, একজন বিদেশি স্ট্রাইকারকেই সই করাতে চলেছে লাল-হলুদ ক্লাব।

ইস্টবেঙ্গলইস্টবেঙ্গল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 16 Jan 2026,
  • अपडेटेड 1:49 PM IST

হিরোশি ইবুসুকি (Hiroshi Ibusuki) ও হামিদ আহাদাদকে (Hamid Ahadad) ছেড়ে দেওয়ার পর স্ট্রাইকার সমস্যায় ইস্টবেঙ্গল (East Bengal) দল। আইএসএল (ISL) শুরু হতে হাতে গোনা কয়েকদিন বাকি। এর মধ্যে স্ট্রাইকার সই করাতে না পারলে, সমস্যা হবে লাল-হলুদের। সেই লক্ষ্যেই কাজ করছে ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট। সোশ্যাল মিডিয়ায় নানা নাম শোনা গেলেও, সূত্রের খবর দুই স্ট্রাইকার নয়, একজন বিদেশি স্ট্রাইকারকেই সই করাতে চলেছে লাল-হলুদ ক্লাব।

কাকে সই করাতে পারে ইস্টবেঙ্গল
আগে আইএসএল-এ খেলে যাওয়া দিয়েগো মরিশিও (Diego Mauricio) ও পেরেরা দিয়াজের (Perera Diaz) নাম উঠে এলেও, সে জল্পনায় শিলমোহর পড়েনি। ফলে ধরে নেওয়াই যায়, এই দুই তারকার মধ্যে কেউই আসছেন না ইস্টবেঙ্গলে। তবে ম্যানেজমেন্ট সূত্রের খবর, একজন তারকা স্ট্রাইকারকে তাঁরা প্রায় চূড়ান্ত করে ফেলেছেন। তবে সেই নাম এখনই প্রকাশ্যে আনতে চাইছেন না। মনে করা হচ্ছে, নাম চূড়ান্ত করে ফেলেছে ইস্টবেঙ্গল। সূত্রের খবর, ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো বেশ কয়েকটি নাম পাঠিয়েছেন। সেখান থেকেই নাম চূড়ান্ত করতে পারে ম্যানেজমেন্ট। 

কবে ঘোষণা হবে ইস্টবেঙ্গলের বিদেশির নাম?
ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের দাবি, আইএসএল-এর সূচি ঘোষণা হওয়ার পরেই বিদেশি স্ট্রাইকারের নাম ঘোষণা করে দেবে লাল-হলুদ ক্লাব। তবে তিনি কে হবেন? বা কোন দেশের হবেন তা কিন্তু এখনও স্পষ্ট নয়। ১৪ ফেব্রুয়ারি আইএসএল শুরু হচ্ছে। তার আগে দলের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার ক্ষেত্রে চাপ হতে পারে। তবে ইস্টবেঙ্গল কর্তাদের দাবি, আইএসএল-এ খেলা কোনও বিদেশিকেও নিয়ে আসা হতে পারে।

আইএসএল-এ প্রথম থেকে খেলতে পারবেন সল ক্রেসপো?
সূত্র মারফত জানা যাচ্ছে বাংলা দলের বিরুদ্ধে অনুশীলন ম্যাচ খেলতে নামার আগের দিন হঠাৎই কুঁচকিতে চোট পান সল ক্রেসপো। তারপর থেকেই সাইড লাইনে তিনি। বৃহস্পতিবার তাঁর চোটের জায়গায় এমআরআই হয়। তবে স্বস্তির বিষয় সেখানে গুরুতর কিছু পাওয়া যায়নি। সম্ভবত সেই কারণেই বৃহস্পতিবার সউলকে অনুশীলনে না পেয়ে সাইডলাইনে দেখে অস্কার উষ্মা প্রকাশ করেন। জানা যাচ্ছে যেহেতু এর আগেও চোটের কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে ছিলেন সউল, সেই কারণেই তিনি এদিনও অনুশীলনের ঝুঁকি নেননি। অন্যদিকে দুই বিদেশি হারিয়ে অস্কারের হাতে এখন রয়েছেন মাত্র চার বিদেশি। তাই স্বাভাবিকভাবেই কিছুটা হলেও তিনি বিব্রত। 

Advertisement

Read more!
Advertisement
Advertisement