
ইস্টবেঙ্গলে সই করতে চলেছেন স্প্যানিশ স্ট্রাইকার ইউসেফ এজেরাই। ৩২ বছর বয়সি এই স্ট্রাইকারের এশিয়ায় দীর্ঘ দিন খেলার অভিজ্ঞতা আছে। তিনি আসছেন সিঙ্গাপুর লিগে খেলে। দুই স্ট্রাইকার একসঙ্গে দল ছেড়ে দেওয়ায় সমস্যায় পড়তে হয়েছিল কোচ অস্কার ব্রুজোকে। তবে ঠিক হয়েছিল, একজন বিদেশি স্ট্রাইকারকেই সই করাবে লাল-হলুদ ক্লাব। সে কারণেই শুধু ইউসেফেকেই সই করাচ্ছে তারা।
আইএসএল নিয়ে অনিশ্চয়তা চলছিল অনেকদিন ধরেই। ফলে বিভিন্ন ক্লাব থেকে একের পর এক তারকা বিদেশি দল ছাড়ছিলেন। প্রাথমিক ভাবে সেই তালিকায় ইস্টবেঙ্গলের কেউ না থাকলেও। পরে দেখা যায় মরক্কোর স্ট্রাইকার হামিদ আহাদদ দল ছাড়ার সিদ্ধান্ত নেন। এরপর ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলে ব্যাপারটা চূড়ান্তও করে ফেলেন তিনি। এর কিছুদিনের মধ্যেই ক্লাবের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, আরেক বিদেশি স্ট্রাইকার হিরোশিকেও ছেড়ে দেওয়া হচ্ছে।
আর সে কারণে জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতেই স্ট্রাইকার সই করলো ইস্টবেঙ্গল। তবে সরকারি ঘোষণা এখনও হয়নি। আজ যদি আইএসএল-এর সূচি প্রকাশ পায় তবে নাম ঘোষণা করতে পারে ইস্টবেঙ্গল।
অন্যদিকে ওডিশার তারকা বিদেশি উগো বুমো ক্লাবের সঙ্গে চুক্তি ছিন্ন করে যোগ দিয়েছেন মালয়েশিয়ার সেলাঙ্গর এফসিতে। আই লিগ চ্যাম্পিয়ন হয়ে ইন্টার কাশী এই প্রথমবার আইএসএলে খেলবে। তারা শেষ সময়ে টিম গুছিয়ে নিচ্ছে। মঙ্গলবার তারা সই করিয়েছে তিন নামী ভারতীয় ফুটবলার-লেন, জয়েশ রানা ও নিশু কুমারকে।